সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ডিজে বক্সে ‘খেলা হবে’ গান। আর পতাকা হাতে উদ্দাম নাচ! নৈহাটিতে তৃণমূলের সভায় তুমুল উচ্ছাস! আগাম বিজয়োল্লাস, প্রতিক্রিয়া শাসকদলের। বিজেপি অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি। এদিকে ‘খেলা হবে’ নিয়ে তরজায় জড়িয়েছেন মদন-অর্জুন, অনুব্রত-রূপা।
রাজনৈতিক অনুষ্ঠান না পুজোর বিসর্জনের শোভাযাত্রা! বোঝা দায়। তারস্বরে বাজছে ডিজে বক্স! আর সঙ্গে চলছে উদ্দাম নৃত্য! শনিবার উত্তর ২৪ পরগনার নৈহাটির ফেরিঘাটে স্বপ্নবিথী পার্কের পাশে তৃণমূলের জনসভা ছিল। উপস্থিত ছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। নুসরত ভাষণ দিয়ে চলে যাওয়ার পরেই তৃণমূলের মঞ্চ থেকে স্লোগান ওঠে ‘খেলা হবে’। সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় ‘খেলা হবে’ গান! দলীয় পতাকা হাতে নিয়ে শুরু হয় নাচ!
২০১৬ সালে নৈহাটি বিধানসভায় জয়লাভ করেন তৃণমূলের পার্থ ভৌমিক। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনের বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী ১ হাজারের বেশি ভোটে এগিয়ে যায় বিজেপি। এই পরিস্থিতিতে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
এদিন ‘খেলা হবে’ নিয়ে তৃণমূল নেতা মদন মিত্রের গলায় শোনা গিয়েছে হুঁশিয়ারি। তৃণমূল নেতা মদন মিত্র জানান, ‘‘নাইন এমএম নিয়ে বহিরাগতরা ঢুকছে। অবিলম্বে খেলা শুরু করতে হবে।’’
শনিবার বীরভূমে বিজেপির পরিবর্তন যাত্রার রথে ছিলেন রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। তিনি আবার ‘খেলা হবে’ স্লোগান নিয়েই প্রশ্ন তুলেছেন। রাজ্যসভার বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় জানান, ‘‘খেলা হবে মানে বোঝেন? এত লোক মারা গিয়েছে...৷’’
যদিও বিজেপির পরিবর্তন যাত্রার এই রথ শনিবার বীরভূমের কীর্ণাহার পার করে যখন পূর্ব বর্ধমানের কেতুগ্রামে ঢোকে, তখন বিজেপির কর্মসূচিতেই শোনা যায় ‘খেলা হবে’র স্লোগান! সব মিলিয়ে ভোটের বাংলা এখন ‘খেলা হবে’ জ্বরে কাঁপছে।