ভুবনেশ্বর : ২৪ বছরের দীর্ঘ শাসনের কার্যত অবসান। বিধানসভা ও লোকসভা ভোটে ব্যর্থতা বিজু জনতা দলের। ওড়িশার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নবীন পটনায়েক। এদিন ওড়িশার রাজ্যপাল রঘুবীর দাসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। 


১৯৯৭ যেতে শাসন শুরু। দীর্ঘ ২৪ বছরের রাজত্বে নবীন পটনায়েক ওড়িশাকে দেশের অন্যতম সেরা রাজ্যে পরিণত করেছেন। কিন্তু, বিজেপির কাছে পরাজয়ের জেরে সেই শাসনের কার্যত অবসান ঘটল।


ওড়িশা বিধানসভায় আসন সংখ্যা ১৪৭টি। এর মধ্যে বিজেপি ৭৮টিতে জয়লাভ করেছে। অন্যদিকে, বিজেডি জিতেছে ৫১টিতে। ম্যাজিক ফিগার ৭৪-এর অনেক আগেই থামতে হয়েছে তাদের। ১৪টি আসন পেয়েছে কংগ্রেস। শুধু, বিধানসভা নির্বাচনেই নয়, লোকসভা ভোটেও ওড়িশাবাসীর জনাদেশ গিয়েছে গেরুয়া শিবিরের দিকে। রাজ্যের ২১টি আসনের মধ্যে ২০টিতেই জয়লাভ করেছে বিজেপি। বাকি একটি আসনে জিতেছে কংগ্রেস।


ওড়িশার পূর্বতন মুখ্যমন্ত্রী বিজু পটনায়েকের পর ওড়িশার রাজনীতিতে অভাবনীয়ভাবে প্রবেশ ঘটে নবীন পটনায়েকের। বিজেডি দলের নামকরণও নবীনের বাবার নামেই। ১৯৯৮ সালে লোকসভা উপনির্বাচনে জয়ের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু হয় নবীনের। আস্কায় বাবার আসনে দাঁড়ান তিনি। এরপর ২০০০ সালে ওড়িশায় বিধানসভা নির্বাচনে সাফল্য পায় বিজেডি। বিজেপির সঙ্গে জোট সরকার গঠন করে। এই সরকারে মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব গ্রহণের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন নবীন। তার পর থেকে তিনিই দেশে সবথেকে বেশি দিন মুখ্যমন্ত্রী থাকার নিরিখে দ্বিতীয় স্থানে। এই পরিসংখ্যানে তাঁর আগে রয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং। বিজেডির পরাজয়ের সঙ্গে সঙ্গে ওড়িশার রাজনীতিতে এবার দাপট বাড়তে চলেছে বিজেপির।


মঙ্গলবার লোকসভা ভোটের ফল ঘোষণা হয়। তাতে দেখা যায়, শেষ পর্যন্ত বিজেপি ২৪০টি আসনে জয়লাভ করেছে। ২০১৯ সালে এই সংখ্যাটা ছিল ৩০৩। অন্যদিকে, কংগ্রেস আগের বারের থেকে ক্ষমতা বাড়িয়ে ৯৯টি আসনে জয়লাভ করে। I.N.D.I.A ব্লক ২৩০-এর গণ্ডি অতিক্রম করেছে। কার্যত অধিকাংশ এক্সিজ পোলকেই ভুল প্রমাণিত করে সাফল্য পেয়েছে বিরোধী জোট।


কেন্দ্রে সরকার গড়তে প্রয়োজন ২৭২টি আসন। অর্থাৎ, বিজেপির প্রয়োজন আরও ৩২ সাংসদের সমর্থন। এই পরিস্থিতিতে নীতিশ কুমারের জেডি(ইউ) ও চন্দ্রবাবু নায়ডুর তেলুগু দেশম পার্টির সমর্থনের প্রয়োজন পড়বে গেরুয়া শিবিরের।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।