ভোপাল: সোমবার মধ্যপ্রদেশের গুনা কেন্দ্রে দলীয় প্রার্থী লোকেন্দ্র সিংহ রাজপুত শিবির বদলে কংগ্রেসে চলে যাওয়ার পর কড়া মনোভাব নিলেন মায়াবতী। বহুজন সমাজ পার্টি (বসপা) সভানেত্রী হুমকি দিয়েছেন, তিনি এবার মধ্যপ্রদেশে কমলনাথের কংগ্রেস সরকারকে সমর্থন অব্যাহত রাখার বিষয়টি খতিয়ে দেখবেন। লোকেন্দ্র বসপা ছেড়ে গুনার কংগ্রেস প্রার্থী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন।
মায়াবতীর দাবি, লোকেন্দ্রর দলত্যাগের পিছনে কংগ্রেসের চাপ রয়েছে। তিনি ট্যুইট করেছেন, সরকারি প্রশাসন যন্ত্রের অপব্যবহারে বিজেপির চেয়ে পিছিয়ে নেই কংগ্রেস। গুনায় চাপ দিয়েই বসপা প্রার্থীকে নির্বাচনী ময়দান থেকে সরিয়ে দিয়েছে তারা। কিন্তু বসপা নিজের প্রতীকে ওখানে নির্বাচনে লড়েই এর জবাব দেবে, রাজ্যের কংগ্রেস সরকারকে সমর্থন চালিয়ে যাওয়ার ব্যাপারেও নতুন করে ভাববে।



গত বছর মধ্যপ্রদেশে ২৩০ আসনের বিধানসভা নির্বাচনে কংগ্রেস একক বৃহত্তম দল হয়। তারা পায় ১১৪টি আসন, একক সংখ্যাগরিষ্ঠতা থেকে দুটি কম। বসপার দুই, সমাজবাদী পার্টির এক ও চার নির্দল বিধায়কের সমর্থনে রাজ্যে সরকার গড়ে কংগ্রেস। বিজেপি পায় ১০৯টি আসন। এই প্রেক্ষাপটেই কংগ্রেসকে ঘুরিয়ে সমর্থন প্রত্যাহারের হুঁশিয়ারি দিলেন মায়াবতী।



তিনি রাজ্যের জনগণকে সতর্ক থাকার আবেদন করে আরেকটি ট্যুইটে লিখেছেন, বিজেপি জিতলেও সপা-বসপা জোটের জেতা উচিত নয়, কংগ্রেস নেতাদের এই ধারণায় ওদের জাতপাতগন্ধী, সংকীর্ণ মনোভাব, দ্বিচারিতা ফুটে উঠেছে। তাই একমাত্র আমাদের জোটই বিজেপিকে হারাতে সক্ষম, মানুষের এই ধারণাই সঠিক। জনগণকে সতর্ক থাকতে হবে।