নয়াদিল্লি: তাদের সংস্থাগুলি ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনিকে যে সমস্ত পেমেন্ট করেছে, সেগুলি আগামীকালের মধ্যে জানাতে আম্রপালি গ্রুপকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ওই রিয়েলটি কোম্পানির বিরুদ্ধে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে প্রাপ্য অর্থ বকেয়া নিয়ে মামলা দায়ের করেছেন ধোনি। তাঁর আর্জির ভিত্তিতেই কোম্পানিকে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
কোম্পানির মুখ হিসেবে তাঁর পরিষেবার জন্য ৪০ কোটি টাকা বকেয়া দাবি করে গত মাসে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৩৭ বছরের ধোনি। বর্তমানে ঋণভারে জর্জরিত আম্রপালি গ্রুপকে ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত এনডোর্স করেছিলেন ধোনি। ব্র্যান্ডের প্রচারে তাঁকে বিভিন্ন বিজ্ঞাপনে দেখা গিয়েছিল।
রাঁচির আম্রপালি সাফারিতে আম্রপালি গ্রুপের একটি প্রকল্পে ১০ বছর আগে ৫,৫০০ স্কোয়ারফুটের যে পেন্ট হাউস বুক করেছিলেন, সেটির মালিকানা সত্ত্বের সংরক্ষণেরও আর্জি জানিয়েছেন ধোনি। একইসঙ্গে আম্রপালি গ্রুপের ম্যানেজমেন্ট তাঁকে গ্রুপ অফ কোম্পানিজের প্রকল্পগুলির প্রচারের জন্য ধোনিকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে চুক্তিবদ্ধ করেছিল।
ধোনির দাবি, দুই ভাবে তিনি ওই রিয়েলটি সংস্থা দ্বারা প্রতারিত হয়েছেন।প্রথমত, ব্র্যান্ডের প্রোমোশনের জন্য তাঁকে যে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা দেওয়া হয়নি। দ্বিতীয়ত, পেন্ট হাউসের দখল দেওয়া হচ্ছে না।
ধোনির আর্জির ভিত্তিতে আম্রপালি গ্রুপকে পেমেন্ট সংক্রান্ত তথ্য জানাতে নির্দেশ সুপ্রিম কোর্টের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Apr 2019 05:45 PM (IST)
তাদের সংস্থাগুলি ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনিকে যে সমস্ত পেমেন্ট করেছে, সেগুলি আগামীকালের মধ্যে জানাতে আম্রপালি গ্রুপকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ওই রিয়েলটি কোম্পানির বিরুদ্ধে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে প্রাপ্য অর্থ বকেয়া নিয়ে মামলা দায়ের করেছেন ধোনি। তাঁর আর্জির ভিত্তিতেই কোম্পানিকে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -