কলকাতা: যেদিন শহরে এল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, সেদিনই সন্ত্রাসের অভিযোগ উঠল রাজ্যের একাধিক জায়গায়। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই অভিযুক্ত তৃণমূল। যদিও, অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

তৃতীয় দফার ভোটের আগে, যেদিন শহরে পা রাখল জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, ঠিক সেদিনই রাজনৈতিক হানাহানিতে উত্তপ্ত হয়ে উঠল রাজ্যের একাধিক প্রান্ত!

কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে প্রচারের সময়, ফরওয়ার্ড ব্লক প্রার্থী নগেন রায়কে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। অল্পের জন্য রক্ষা পান তিনি। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও, শাসকদলের দাবি, এমন কোনও ঘটনাই নাকি ঘটেনি।

ভোটের আগে, কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে বীরভূম। দলীয় পতাকা লাগানোর সময়, ৩ সিপিএম কর্মীকে মারধর করে, মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত সিপিএম কর্মীরা হাসপাতালে ভর্তি।

বুধবার বিজেপির পর, বৃহস্পতিবার বীরভূম ময়ূরেশ্বরের বেজা গ্রামে সিপিএমের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, ধারাল অস্ত্র নিয়ে সিপিএম সমর্থকদের ওপর হামলা চালান তৃণমূলকর্মীরা।

বীরভূমের লাভপুর। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে, থানা চত্বরেই বিষ খেলেন এক সিপিএম সমর্থক। পরে হাসপাতালে মৃত্যু। অভিযোগ, সিপিএম ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল তাঁর পরিবারকে। বারবার অভিযোগ জানানো সত্বেও পুলিশ কর্ণপাত করেনি বলে দাবি মৃতের পরিবারের। এ বিষয়ে পুলিশের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

বীরভূমের ইলামবাজার। পুলিশের সামনেই সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে! অভিযোগ, ভেঙে দেওয়া হয় তাঁদের প্রচার-গাড়িও। সিপিএমের দাবি, হামলাকারীদের মধ্যে ২ জনকে ধরে পুলিশের হাতে তুলে দিলেও, তাদের ছেড়ে দেওয়া হয়।

বীরভূমের সিউড়ি। সিপিএম পরিচালিত গাঙ্গুরি-জয়পুর পঞ্চায়েতের উপ-প্রধানের বাড়িতে বোমাবাজি। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। সিপিএম প্রার্থীর হয়ে প্রচার করায়, তিন সিপিএম সমর্থককে বন্দুকের বাঁট দিয়ে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এমনকী, তাঁদের খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

জলপাইগুড়িতে বাড়ির সামনে তৃণমূলের হোর্ডিং লাগাতে বাধা দেওয়ায়, ব্যবসায়ীকে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

যদিও, সবক্ষেত্রেই হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

হাওড়ার আমতায় বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের দাবি, গোয়ালঘরে মশা তাড়ানোর ধূপ থেকেই নাকি আগুন লেগেছে!