শান্তনু নস্কর ও হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা: ইতিহাস সাক্ষী, কী সিপিএম, কী তৃণমূল...শাসনের রাশ...যার হাতেই থাকুক না কেন, বারবার শাসকের অন্দরের কোন্দলে কেঁপে উঠেছে বাসন্তীর ফুলমালঞ্চ, আমঝাড়া, চড়াবিদ্যা, কাঁঠালবেড়িয়া থেকে ভরতগড় গ্রাম পঞ্চায়েত এলাকা। তেইশের পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে সেখানে প্রাণ ঝরল এক যুব তৃণমূল কর্মীর। ভোটের দিন কী হবে? সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই।


বারবার শাসকের অন্দরের কোন্দলে কেঁপে উঠেছে বাসন্তী: বাসন্তী কি গণতন্ত্রের বধ্যভূমি? তেইশের পঞ্চায়েত ভোটের মাত্র ৬ দিন আগে ফের সেই প্রশ্নটাই তুলে দিল যুব তৃণমূল কর্মী জিয়ারুল মোল্লার মৃত্যু। নিহতের পরিবারের অভিযোগ, ভোটের টিকিট নিয়ে তৃণমূলের সঙ্গে যুব তৃণমূলের বিবাদের জেরেই খুন হয়েছেন জিয়ারুল। কিন্তু, ভোট এলেই কেন বারবার কোন্দলের রক্তে রাঙা হয় মাতলা, বিদ্যাধরীর জল? ইতিহাস সাক্ষী, কী সিপিএম, কী তৃণমূল...শাসনের রাশ...যার হাতেই থাকুক না কেন, বারবার শাসকের অন্দরের কোন্দলেই কেঁপে উঠেছে বাসন্তীর ফুলমালঞ্চ, আমঝাড়া, চড়াবিদ্যা, কাঁঠালবেড়িয়া থেকে ভরতগড় গ্রাম পঞ্চায়েত এলাকা।

২০ জুন, মনোনয়ন প্রত্যাহারের শেষ পর্বে বাসন্তীর কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে টিকিট-বিবাদে সংঘর্ষে জড়ায় তৃণমূল বনাম যুব তৃণমূল। ৭ মে, ভরতগড়ে যুব তৃণমূলের কর্মীদের মারধরের অভিযোগ উঠে তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে।গত বছর ১৩ নভেম্বর, তৃণমূল বিধায়ক ও পঞ্চায়েত প্রধানের অনুগামীদের মধ্যে বোমা-গুলির সংঘর্ষে, তেতে উঠেছিল বাসন্তীর তিতকুমার গ্রাম। ২০ অগাস্ট ,দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভরতগড়ে জানে আলম গাজি নামে এক তৃণমূল কর্মীকে বাড়িতে ঢুকিয়ে বল্লম দিয়ে গেঁথে খুন করা হয়। গুলিও চলে। নেপথ্যে উঠে আসে দলীয় কোন্দলের অভিযোগ। ২০২০-র ১০ জুন, এলাকার দখলদারি ঘিরে বিবাদে তৃণমূল ও যুব তৃণমূল সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় আমির আলি সর্দারের।


তেইশের পঞ্চায়েত ভোটের আগে যখন তৃণমূলের কোন্দল ঘিরে শিরোনামে বাসন্তী, তখন ফ্লাশব্য়াকে উঁকি দিচ্ছে ২০০৮ সালের আরেক পঞ্চায়েতের রক্তাক্ত ইতিহাস। বঙ্গে ক্ষমতায় তখন বামফ্রন্ট। পঞ্চায়েত নির্বাচনের দিন আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের তালদা গ্রামে সিপিএম ও শরিক আরএসপির মধ্যে সংঘর্ষে খুন হন একই পরিবারের ৩ জন আরএসপি কর্মী। কিছুক্ষণের মধ্যেই তিতকুমার এলাকায় খুন হয়ে যান একজন সিপিএম কর্মী। পরদিন আবার, চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের কুমড়োখালিতে তৎকালীন সেচমন্ত্রী সুভাষ নস্করের ভাইয়ের বাড়িতে বোমাবাজির অভিযোগ ওঠে সিপিএমের বিরুদ্ধে।  মৃত্যু হয় সুভাষ নস্করের ভাইপোর স্ত্রীর। কেন বারবার বাসন্তী? কোন্দলের ইতিহাসই যেন বলছে, বাসন্তী আছে বাসন্তীতেই! এই পরিস্থিতিতে, ভোটের দিন কী হয়? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।


আরও পড়ুন: Pet Care in Monsoon: বৃষ্টির দিনে ভিজতে দেবেন না আদরের পোষ্যকে, কীভাবে খেয়াল রাখবেন ওদের?