সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : নির্দল হিসেবে ( Idependednt Candidate )  ভোটে দাঁড়ালে বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের দলে ফেরানো হবে না বলে বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় Abhishek Banerjee ) । ভোটে জেতার পর অন্য ছবি দেখা গেল উত্তর ২৪ পরগনার দেগঙ্গার হাদিপুর ঝিকরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে।


 বহিষ্কৃতদের দলে না ফেরানোর বার্তা দিয়েছিলেন অভিষেক


'তৃণমূলের নির্দলদের ফেরাব না' বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ( TMC ) বহিষ্কৃত নির্দলদের নিয়ে,  অবস্থান স্পষ্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বার্তা দিয়েছিলেন বহিষ্কৃতদের দলে না ফেরানোর। তবে বাস্তবে দেখা যাচ্ছে অন্য ছবি। 


'বৃহত্তর স্বার্থে স্বেচ্ছায় যোগদান'


ভোটের ফল বেরোতেই তৃণমূলে ফিরলেন ১২৭ নম্বর বুথের জয়ী নির্দল প্রার্থী ফতেমা বিবি। নির্দল প্রার্থীর স্বামীর দাবি, তৃণমূল এই পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বৃহত্তর স্বার্থে স্বেচ্ছায় এই যোগদান। এই যোগদান নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। 


                  


কী বলেছিলেন অভিষেক


পঞ্চায়েত নির্বাচনের ( Panchayat Election 2023 )  আগে, তৃণমূলের বিক্ষুব্ধ নির্দলদের উদ্দেশ্যে কার্যত হুঁশিয়ারির সুরে বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, ' ক্যামেরাকে সাক্ষী রেখে বলছি, নির্দলদের ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। কারণ, একটা নির্দলকেও দলে নেওয়া হবে না।'  কিন্তু তারপরও বহিষ্কৃত নির্দলদের দলে নেওয়া হচ্ছে। 


আগেও যোগদান


এই প্রথম নয়, অভিষেক যেদিন এই বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার ঠিক দুদিন আগেই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বহিষ্কৃত দুই নির্দলকে দলে ফিরিয়েছিল তৃণমূল। তাঁরা হলেন,  পাঁশকুড়ার রাধাবল্লভচক গ্রাম পঞ্চায়েতের শেখ ফরিদুল ইসলাম এবং ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের সুভাষ দলুই। তবে সে-সময় জেলা তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, এঁরা ছিলেন সিপিএম সমর্থিত নির্দল, পরে এঁরা তৃণমূলের প্রতি আনুগত্য দেখানোর জন্যই তাঁদের দলে ফেরানো হয়। যদিও এই দাবি নস্যাৎ করেছে স্থানীয় সিপিএম নেতৃত্ব। 


বহিষ্কৃত নির্দলদের তৃণমূলে ফেরানো নিয়ে বিজেপির কটাক্ষ 


বিজেপির ( BJP )  কটাক্ষ, পঞ্চায়েতের টাকা লুটেপুটে খাওয়ার জন্য ভয় দেখিয়ে জয়ী প্রার্থীদের দলে টানছে তৃণমূল। সাধারণ মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিতেই পুরনো দলে প্রত্যাবর্তন নির্দল প্রার্থীর, সাফাই তৃণমূলের।  

এখন আগামী দিনে তৃণমূলে আরও নির্দল স্থান পান কি না, সেটাই দেখার।         

আরও পড়ুন : 


বিজেপি প্রার্থীর আত্মীয়কে ধারাল অস্ত্রের কোপ অশোকনগরে, সন্দেহ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial