কলকাতা : বোমা-গুলি-মারপিট-খুনোখুনি। বাদ থাকেনি কিছুই। পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই কার্যত হিংসার ছবি দেখা গেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। চূড়ান্ত আতঙ্কের পরিবেশের মধ্যেই নিরাপত্তার দাবিতে বারবার সরব হয়েছে বিরোধীরা। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে কম টানাপোড়েন চলেনি গত কয়েকদিন ধরে। অবশেষে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় (Central Force Security) আগামীকাল পঞ্চায়েত ভোট হতে চলেছে। রাজ্য়ে আসা মোট ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জেলাওয়াড়ি বণ্টন চূড়ান্ত।


কোন জেলায় কত বাহিনী মোতায়েন ?



  • আলিপুরদুয়ারে ১০ কোম্পানি

  • বাঁকুড়ায় ১১ কোম্পানি

  • বীরভূমে ২০ কোম্পানি

  • কোচবিহারে ২৮ কোম্পানি

  • দক্ষিণ দিনাজপুরে ১০ কোম্পানি

  • দার্জিলিঙে ৪ কোম্পানি

  • হুগলিতে ২৮ কোম্পানি

  • হাওড়ায় ৩৭ কোম্পানি

  • জলপাইগুড়িতে ১০ কোম্পানি

  • ঝাড়গ্রামে ৫ কোম্পানি

  • মালদায় ৩০ কোম্পানি

  • মুর্শিদাবাদে সবথেকে বেশি ৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

  • নদিয়ায় ৩১ কোম্পানি

  • উত্তর ২৪ পরগনায় ৩৫ কোম্পানি

  • পশ্চিম বর্ধমানে ১০ কোম্পানি

  • পশ্চিম মেদিনীপুরে ২০ কোম্পানি

  • পূর্ব বর্ধমানে ৩৩ কোম্পানি

  • পূর্ব মেদিনীপুর ৩৭ কোম্পানি

  • পুরুলিয়ায় ২৬ কোম্পানি

  • দক্ষিণ ২৪ পরগনায় ৩০ কোম্পানি

  • উত্তর দিনাজপুরে ২৫ কোম্পানি

  •  


ইতিমধ্যেই ৪৮৫-র মধ্যে ১৫৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। লেহ্ থেকে এয়ারলিফটে রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী।লেহ্ থেকে এয়ারলিফট করে, পানাগড়ে আনা হয়েছে ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এসেছে ২ প্লাটুন কেন্দ্রীয় বাহিনীও। আগেই ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছিল। ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীও এসে গেছে। 


কোথায় কীভাবে মোতায়েন?


১ থেকে ২টি বুথে মোতায়েন থাকবে ৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ৩ থেকে ৪টি বুথ আছে এমন জায়গায় মোতায়েন থাকবে ৮ জন জওয়ান। ৫ থেকে ৬টি বুথ আছে এমন জায়গায় থাকবে ১২ জন জওয়ান। ৭ এবং ৭-এর অধিক বুথে মোতায়েন থাকবে ১৬ জন জওয়ান। স্ট্রং রুমে মোতায়েন থাকবে ১ কোম্পানি অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর ৮০ জন জওয়ান। স্পর্শকাতর বুথগুলিকে দেওয়া হবে অগ্রাধিকার। 


হাইকোর্টের নির্দেশ মেনে কেন্দ্রের কাছে ৮২২ কোম্পানি বাহিনী চেয়ে আবেদন করেছিল রাজ্য নির্বাচন কমিশন। চলতি সপ্তাহে কমিশন আদালতে জানিয়েছিল বাকি ৪৮৫ বাহিনী আসছে। বাকি কেন্দ্রীয় বাহিনী আজকের মধ্যে আসছে বলে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial