কলকাতা: অরক্ষিত বুথে সন্ত্রাসের শিকার ভোটকর্মীরা। ভোট (Panchayat Election 2023) হিংসার প্রতিবাদে কাল আদালতে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। সোমবার শহরে প্রতিবাদ মিছিল করা হবে, ঘোষণা মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের (Bhaskar Ghosh)।
সন্ত্রাসের শিকার ভোটকর্মীরা: লাগাতার হানাহানি। মুহুর্মুহু পড়ল বোমা। চলল গুলি। জখম বহু। ব্যালট লুঠ, বুথ জ্যামের অভিযোগ। প্রায় সব ক্ষেত্রেই অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। রক্তস্নাত ২০২৩-এর পঞ্চায়েত ভোট। উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় অশান্তির ছবি। সন্ত্রাসের মাত্রা এই পর্যায় পৌঁছে গিয়েছে যে খোদ ভোটকর্মীদের নিরাপত্তায় প্রশ্নের মুখে। কোথাও কেন্দ্রীয় বাহিনীর চিহ্ন মাত্র নেই। কোথাও আবার বুথের মধ্যেই তাণ্ডব চলল দুষ্কৃতীদের। এই ভয়ে পেয়ে যান ভোটকর্মীরা।
দিকে দিকে আক্রান্ত ভোটকর্মীরা: দিনহাটার ঘুঘুমারি এলাকার নিউ গীতালদহে ১৮৮ নম্বর বুথের বাইরে চলে গুলি। বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অসহায় প্রিসাইডিং অফিসারকে ঘিরে ধরেন মহিলা তৃণমূল কর্মীরা। ভয়ে কেঁদে ফেলেন প্রিসাইডিং অফিসার। দিনহাটার ভিলেজ ওয়ানে কালীর পাট মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে প্রিসাইডিং অফিসার ও ভোট কর্মীদের মাথায় বন্দুক ঠেকিয়ে ভোট লুঠের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ৫ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। দিনহাটার খাটামারির ১৯১ নম্বর বুথে দেদার ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ঘিরে তৃণমূল ও বিক্ষুব্ধ তৃণমূলের সংঘর্ষ। অভিযোগ,প্রিসাইডিং অফিসারকে বেধড়ক মারধর করে ছাপ্পা ভোট দেয় বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত কালিয়াচকের নওদা যদুপুর এলাকা। আতঙ্কে নওদা যদুপুরের কলিমুদ্দিন প্রাথমিক বিদ্যালয়ের ভোটকর্মীরা বুথ ছেড়ে পালান। উত্তর দিনাজপুরের ইসলামপুরের ভাতপুকুরে একঘণ্টার মধ্যে ভোট শেষ। ৮টার সময় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটকর্মীদের বের করে দিয়ে দেদার ছাপ্পা দিচ্ছেন তৃণমূল কর্মীরা।
কেঁদে ফেললেন প্রিসাইডিং অফিসার: ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের নেতড়া গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর বুথে ভোটকর্মীদের মাথায় বন্দুক ঠেকিয়ে রাতভর ছাপ্পা ভোটের অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। উত্তর দিনাজপুরে আক্রান্ত প্রিসাইডিং অফিসার, ভর্তি হাসপাতালে। বুথের দরজা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা, মারধর করে। অভিযোগ প্রিসাইডিং অফিসারের। ময়ূরেশ্বর হাইস্কুলের মহিলা পরিচালিত ১০ নম্বর বুথে ভয়ে কেঁদে ফেলেন প্রিসাইডিং অফিসার। মুর্শিদাবাদে ভয়ের চোটে বুথ ছাড়েন ভোটকর্মীরা।
এদিকে সব মিলিয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২ জনের। ভোট ঘোষণা হওয়ার পর থেকেই দিকে দিকে অব্যাহত হিংসা। পঞ্চায়েত ভোটের (Panchayat Poll 2023) বাংলা যেন কার্যত কুরুক্ষেত্র। ভোট ঘোষণা থেকে গতকাল রাত পর্যন্ত, অর্থাৎ ভোট পর্বের আগে এক মাসে মৃত্যু হয়েছে ২০ জনের। আর ভোটের দিনও পরপর খুনের ঘটনা ঘটেই চলেছে। এখনও পর্যন্ত শুধুমাত্র ভোটের দিন সকালে মৃত্যু হল ১২ জনের। কোচবিহারে খুন ২ বিজেপি কর্মী। রাজ্যজুড়ে ভোটের বলি এক প্রার্থী সহ ৭ তৃণমূল কর্মী। খড়গ্রাম, রেজিনগর, মানিকচক, চাপড়া, বাসন্তী, কাটোয়া, চাকুলিয়ায় খুন ৭ তৃণমূল নেতা-কর্মী। লালগোলা, আউশগ্রামে নিহত সিপিএম কর্মী। নওদায় কংগ্রেস কর্মীর মৃত্যু।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial