মুর্শিদাবাদ: ভোটের (Panchayat Election 2023) বাংলা ফের ঝরে গেল আরেকটা প্রাণ। দুপক্ষের সংঘর্ষের ফের মৃত্যু। লালগোলায় বুথের সিপিএম বনাম তৃণমূল সংঘর্ষ। সংঘর্ষে সিপিএম সমর্থক রওশন আলির মৃত্যু। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে খুনের অভিযোগ সিপিএমের।


সংঘর্ষে মৃত্যু সিপিএম কর্মীর: পঞ্চায়েত নির্বাচন পর্বে ফের রক্তাক্ত বাংলা। লালগোলায় ভোট-সংঘর্ষে খুন সিপিএম সমর্থক। মৃতের নাম রওশন আলি। অভিযোগ, লালগোলার ময়া ছাতিয়ানি প্রাইমারি স্কুলের বাইরে সংঘর্ষে জড়ান তৃণমূল ও কংগ্রেস কর্মীরা। কংগ্রেস কর্মীদের বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন সিপিএম কর্মী রওশন আলি। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এখনও পর্যন্ত মৃতের সংখ্যার হিসেব অনুযায়ী মোট ৩১ জন মৃতের মধ্যে ১১ জনই মুর্শিদাবাদের। 


লাগাতার হানাহানি। মুহুর্মুহু পড়ল বোমা। চলল গুলি। জখম বহু। ব্যালট লুঠ, বুথ জ্যামের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। রক্তস্নাত ২০২৩-এর পঞ্চায়েত ভোট।উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় অশান্তির ছবি। সব মিলিয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩১ জনের। ভোট ঘোষণা হওয়ার পর থেকেই দিকে দিকে অব্যাহত হিংসা। পঞ্চায়েত ভোটের (Panchayat Poll 2023) বাংলা যেন কার্যত কুরুক্ষেত্র। ভোট ঘোষণা থেকে গতকাল রাত পর্যন্ত, অর্থাৎ ভোট পর্বের আগে এক মাসে মৃত্যু হয়েছে ২০ জনের। আর ভোটের দিনও পরপর খুনের ঘটনা ঘটেই চলেছে। এখনও পর্যন্ত শুধুমাত্র ভোটের দিন সকালে মৃত্যু হল ১১ জনের। কোচবিহারে খুন বিজেপির পোলিং এজেন্ট। খড়গ্রাম-রেজিনগর-মানিকচক- চাপড়ায় খুন ৪ তৃণমূল কর্মী। আউশগ্রামে মৃত্যু সিপিএম কর্মীর। কোচবিহারে খুন বিজেপি কর্মী। দিনহাটায় গুলিবিদ্ধ হয়ে বিজেপি কর্মীর মৃত্যু। খড়গ্রাম-রেজিনগর-মানিকচক-চাপড়া, বাসন্তী, কাটোয়া- খুন ৬ তৃণমূল কর্মী। লালগোলা-আউশগ্রামে সিপিএম, নওদায় কংগ্রেস কর্মীর মৃত্যু। 


এদিন পূর্ব বর্ধমানের আউশগ্রামে পঞ্চায়েত ভোট-সন্ত্রাসের বলি হন সিপিএম কর্মী। মৃতের নাম রাজিবুল হক। গতকাল আউশগ্রামের বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথের সামনে তৃণমূলও সিপিএমের মধ্যে সংঘর্ষ বাধে। একে অপরকে লাঠি নিয়ে আক্রমণ করে। ঘটনায় জখম হন উভয়পক্ষের ৫ জন। গুরুতর আহত হন সিপিএম কর্মী রাজিবুল হক। রাতে এনআরএসে স্থানান্তরিত করার পর, আজ সকালে ওই সিপিএম কর্মীর মৃত্যু হয় বলে দলীয় সূত্রে খবর। 


 


আরও পড়ুন: Dental Health Alzheimer's disease: দাঁতের স্বাস্থ্য অবহেলা করছেন ? জানেন বাড়াচ্ছেন অ্য়ালঝাইমারের ঝুঁকি?