সঞ্চয়ন মিত্র, কলকাতা: প্রতিটি ভোটকেন্দ্রে (Panchayat Election 2023) কেন্দ্রীয় বাহিনীর দাবিতে ভোট কর্মীদের বিক্ষোভ। পার্ক সার্কাসে পথে নেমে বিক্ষোভ ভোট কর্মীদের। উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান থেকে বাঁকুড়া, একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনীর দাবিতে অনড় ভোটকর্মীরা।                               


ঘোষিত নির্ঘণ্ট অনুযায়ী, পঞ্চায়েত ভোটের বাকি আর ১৫ দিন। রাজ্য নির্বাচন কমিশনের সুপারিশ মতো ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিজ্ঞপ্তি আগেই জারি করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অন্যদিকে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বাহিনী-নির্দেশের পর, আরও ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর রিকুইজিশন দেয় রাজ্য নির্বাচন কমিশন। তার মধ্যে গতকাল আরও ৩১৫ কোম্পানি বাংলায় পাঠানোর নির্দেশিকা জারি করল অমিত শাহের মন্ত্রক। এর মধ্যে প্যারামিলিটারি ফোর্স আসছে ২০০ কোম্পানি। তার মধ্যে ৫০ কোম্পানি CRPF, ৬০ কোম্পানি BSF, CISF থাকছে ২৫ কোম্পানি, ২০ কোম্পানি ITBP, ২৫ কোম্পানি SSB এবং ২০ কোম্পানি RPF থাকছে। এছাড়াও বিভিন্ন রাজ্যের স্পেশাল আর্মড পুলিশের ১১৫ কোম্পানি বাহিনী পাঠানোর নির্দেশিকা জারি করা হয়েছে। তার মধ্যে অসম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, মিজোরাম, সিকিম, অরুণাচল প্রদেশ, মেঘালয় ও মহারাষ্ট্র, মোট ১২টি রাজ্য থেকে সশস্ত্র পুলিশ ফোর্স পাঠানো হচ্ছে।                                       


৮ জুলাই একদফায় পঞ্চায়েত নির্বাচন হবে রাজ্যে। তাই প্রশ্ন উঠছে, এই ৩৩৭ কোম্পানি বাহিনী দিয়ে সাড়ে ৬১ হাজারেরও বেশি বুথে নির্বিঘ্নে ভোট করানো সম্ভব হবে? না, প্রয়োজন হবে আরও সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর? সূত্রের খবর, এই প্রেক্ষাপটে  আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। আর প্রতিটি ভোটকেন্দ্রে এদিন কেন্দ্রীয় বাহিনীর দাবিতে পথে নামে ভোট কর্মীরা। এদিন পার্কসার্কাসের আলিয়া বিশ্ববিদ্যালয়ে ভোটকর্মীদের প্রশিক্ষণ ছিল। নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন তাঁরা। বিক্ষোভ দেখান ভোটকর্মী ঐক্যমঞ্চের সদস্যরা। তাঁদের দাবি, "ভোট করতে যাওয়া থেকে বাড়ি ফেরা পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে নির্বাচন কমিশনকে।'' 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Homemade Candle: রং-সুগন্ধের সমাহার, ঘরেই চটজলদি তৈরি মোমবাতি