রুমা পাল, কলকাতা: কাল পঞ্চায়েত ভোট (Panchayat Poll 2023) বাকি ৪৮৫ কোম্পানির মধ্যে রাজ্যে এল ১৫৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় রাজ্যে আসছে বাকি কেন্দ্রীয় বাহিনী (Central Force)। রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। লেহ্ থেকে এয়ার লিফটিং করে আনা হচ্ছে ৫ কোম্পানি এবং ২ প্লাটুন কেন্দ্রীয় বাহিনী। লেহ্ থেকে আজই রওনা দিয়েছে, কলকাতা নয় পৌঁছবে পানাগড়ে। সেখান থেকেই তাদের নির্দিষ্ট জায়গায় মোতায়েন করা হবে।


কোথায় কীভাবে মোতায়েন?


১ থেকে ২টি বুথে মোতায়েন থাকবে ৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ৩ থেকে ৪টি বুথ আছে এমন জায়গায় মোতায়েন থাকবে ৮ জন জওয়ান। ৫ থেকে ৬টি বুথ আছে এমন জায়গায় থাকবে ১২ জন জওয়ান। ৭ এবং ৭-এর অধিক বুথে মোতায়েন থাকবে ১৬ জন জওয়ান। স্ট্রং রুমে মোতায়েন থাকবে ১ কোম্পানি অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর ৮০ জন জওয়ান। স্পর্শকাতর বুথগুলিকে দেওয়া হবে অগ্রাধিকার। 


হাইকোর্টের নির্দেশ মেনে কেন্দ্রের কাছে ৮২২ কোম্পানি বাহিনী চেয়ে আবেদন করেছিল রাজ্য নির্বাচন কমিশন। চলতি সপ্তাহে কমিশন আদালতে জানিয়েছিল বাকি ৪৮৫ বাহিনী আসছে। বাকি কেন্দ্রীয় বাহিনী আজকের মধ্যে আসছে বলে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিল। লেহ্ থেকে আজই রওনা দিয়েছে বাহিনী। কলকাতা নয় পৌঁছবে পানাগড়ে। সেখান থেকেই তাদের নির্দিষ্ট জায়গায় মোতায়েন করা হবে।


পঞ্চায়েত ভোটের আগে চলতি সপ্তাহে উত্তরপ্রদেশ থেকে রাজ্যে এসেছে ১০ কোম্পানি সশস্ত্র পুলিশ। গত রবিবার গভীর রাতে কলকাতা স্টেশনে পৌঁছন ভিনরাজ্যের পুলিশ বাহিনী। তাঁদের স্বাগত জানাতে স্টেশনে উপস্থিত ছিল দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ। কুলতলি, সুন্দরবন কোস্টাল, বারুইপুর-সহ একাধিক থানার পুলিশ কর্মীরা এসেবাহিনীকে নিজের নিজের এলাকায় নিয়ে গিয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছিল, কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি, ১২টি রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী থাকবে। সেই মতোই এবার যোগী রাজ্য থেকে আনা হয় সশস্ত্র পুলিশ বাহিনী। 


এদিকে সোমবার স্পর্শকাতর বুথের তালিকা আদালতে জমা দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত ভোটে মাত্র ৪ হাজার ৮৩৪ টি বুথ স্পর্শকাতর বলে হাইকোর্টে জানাল তারা।  যা মোট বুথের মাত্র ৭.৮৪ শতাংশ।পঞ্চায়েতের দিন ঘোষণার পর থেকে যে দুই জেলা ব্য়াপক উত্তপ্ত হয়েছে, সেই মুর্শিদাবাদ আর দক্ষিণ ২৪ পরগনাতেও, স্পর্শকাতর বুথের সংখ্যা যথাক্রমে ১০ শতাংশ এবং ৮ শতাংশ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Vastu Shastra: বাড়িতে ক্যাকটাস কিংবা ভাঙা তালা রেখেছেন? দুর্ভাগ্য ডেকে আনছেন না তো?