আমদাবাদ : গুজরাত হাইকোর্টে (Gujrat High Court) বড় ধাক্কা রাহুল গান্ধীর (Rahul Gandhi)। কংগ্রেস নেতার আবেদন খারিজ করে দিল আদালত। যার জেরে রাহুলের সাংসদ পদ খারিজই রইল। মোদি পদবী নিয়ে মন্তব্য নিয়ে চার বছর আগের করা মামলায় গত মার্চ মাসে সুরত জেলা আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন রাহুল গান্ধী। দোষী সাব্যস্ত করার পাশাপাশি আদালত দু'বছরের সাজা শুনিয়েছিল রাহুলকে। যার জেরেই জনপ্রতিনিধত্ব আইনে তাঁর সাংসদ পদ বাতিল হয়ে যায়।


যে রায়ের বিরুদ্ধেই মামলা করে প্রথমে সুরত সেশন কোর্টে আবেদন করলেও তা খারিজ হয়েছিল। যারপরই গুজরাত হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওয়েনাডের বরখাস্ত কংগ্রেস সাংসদ। গত ২ মে যে মামলা সংক্রান্ত শুনানিপর্ব শেষ হলেও রায়দান স্থগিত ছিল। শুক্রবার গুজরাত হাইকোর্টের তরফে রাহুলের সেই আবেদন খারিজ করে সুরত জেলা আদালতের রায়ই বহাল রাখা হয়েছে। এর পর সাংসদ পর ফিরে পাওয়ার ক্ষেত্রে কংগ্রেস নেতার শুধুমাত্র সুপ্রিম কোর্টে (Supreme Court of India) যাওয়ার রাস্তাই খোলা রয়েছে।


কী ঘটেছিল ?


২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাফাল দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন রাহুল। সেই সময় কর্নাটকের কোলারে প্রচারে গিয়ে বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তীব্র আক্রমণ করেন তিনি। নীরব মোদি থেকে ললিত মোদি, কোটি কোটি টাকার দুর্নীতি নিয়েও মন্তব্য করেন। সেখানে কটাক্ষের সুরে রাহুলকে বলতে শোনা যায়, "কাকতালীয়ভাবে সব চোরেদের পদবী মোদি হয় কী করে?"


রাহুলের এই মন্তব্যেই বিতর্ক তৈরি হয়। দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে রাহুল আসলে প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন বলে দাবি করে বিজেপি। তাতে রাহুলের বিরুদ্ধে (অপরাধমূলক) মানহানির মামলা করেন গুজরাতের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি বিধায়ক পূর্ণেন্দু মোদি। পূর্ণেন্দুর অভিযোগ ছিল, গোটা মোদি সম্প্রদায়কে অপমান করেছেন রাহুল। যে মামলাতেই রাহুলকে দোষী সাব্যস্ত করে দু'বছরের সাজা শোনায়। আদালত তাদের পর্যবেক্ষণে জানিয়েছিলন, জনপ্রতিনিধি হিসেবে নিজের মন্তব্য নিয়ে আরও সতর্ক হওয়া উচিত ছিল রাহুল গান্ধীর।


দু'বছরের সাজার ভিত্তিতে জামিন মিললেও জনপ্রতিনিধিত্ব আইনের জেরে সাংসদ পদ খোয়াতে হয়েছে রাহুলকে। দিল্লির বাংলোও ছাড়তে হয়েছে। এবার সেই মামলাতেই গুজরাত হাইকোর্টেও ফের একবার ধাক্কা খেতে হল রাহুলকে।


আরও পড়ুন- ৫০ হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে ৪ রাজ্যে মোদি !


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial