হাবড়া: এই হাবড়াতেই (Habra) ব্যালট খেয়ে ফেলেছিলেন তৃণমূল প্রার্থী (TMC Worker)। সেই এলাকাতেই ভোটে এবার ভুতুড়ে ভোটার! ভোটারের চেয়েও পড়ল বহু বেশি ভোট! একটি বুথে ১ হাজার ৪৮১জন ভোটার, ভোট পড়ল ২ হাজার ১৭৭টি! একটি বুথে ১ হাজার ৫২৯জন ভোটার, ভোট পড়ল ১ হাজার ৭৪০টি! একটি বুথে ১ হাজার ৪৮৮জন ভোটার, ভোট পড়ল ২ হাজার ৪৯৬টি। হাবড়া ২ নম্বর ব্লকের দিঘরা মালিকবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে কারচুপির অভিযোগ। হাবড়া ২ নম্বর ব্লকে ভুতুড়ে ভোটে বিস্মিত বিচারপতি অমৃতা সিন্হা। 


ভোটারের সংখ্য়ার দ্বিগুণ ভোট? ভূতুড়ে এই কাণ্ড দেখে বিস্মিত কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) খোদ বিচারপতিও! এই হাবড়ায় কোথাও ভোট পড়েছে ১৪৬ শতাংশ!কোথাও আবার ১৬৭ শতাংশ! হাবড়ার দিঘরা মালিকবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের তিনটি বুথে মোট ভোটারের যা সংখ্য়া, ভোট পড়েছে তার প্রায় দ্বিগুণ! 


নিউটাউনেও অবাককাণ্ড: গতকালও প্রকাশ্যে এসেছিল এমনই একটি খবর। ভোট বয়কটের বুথেই ৯৪ শতাংশ ভোট পড়েছিল। যা দেখে কার্যত হতবাক হয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। নিউটাউনের জ্যাংড়া হাতিয়াড়া দু নম্বর পঞ্চায়েতে ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছিল কিন্তু তারপরও, একটি বুথে ভোট পড়ল ৯৫ শতাংশ! গতকাল অভিযোগ উঠতেই কড়া নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। রিপোর্ট তলব করা হয় রাজ্য পুলিশের ডিজি, আইজি ও স্থানীয় বিডিওর।  


বিডিওর রিপোর্ট তলব: ভোটে কারচুপির মামলায় হাবড়া ২ নম্বর ব্লকের বিডিওর রিপোর্ট তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। মালিকবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের একটি বুথে ভোটার ১ হাজার ৪৮১জন। সেই বুথে ভোট পড়েছে ২ হাজার ১৭৭টি। আরেকটি বুথে ১ হাজার ৫২৯জন ভোটার। সেখানে ভোটের সংখ্যা ১ হাজার ৭৪০। অন্য একটি বুথে ভোটারের সংখ্যা ১ হাজার ৪৮৮, আর ভোট পড়েছে ২ হাজার ৪৯৬টি।


কীভাবে ভোটারের তুলনায় এত বেশি ভোট পড়ল? এই অস্বাভাবিক কাণ্ড দেখেও ৪ অগাস্টের মধ্যে বিডিও-র রিপোর্ট তলব করেছেন বিচারপতি অমৃতা সিন্হা। ভোটপর্বজুড়ে বিচিত্র রঙ্গ দেখেছে বঙ্গবাসী। কখনও ব্যালট বাক্স নিয়ে দে দৌড়, কোথাও নালায় ভেসেছে ব্যালট। আবার হাবড়া ২ নম্বর ব্লকে আস্ত ব্যালট পেপার চিবিয়ে খাওয়ার অভিযোগও ওঠে খোদ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। সেই ব্লকেই এবার ভূতুড়ে ভোটাররা বিস্মিত করল আদালতকেও!