কলকাতা:  কদিন আগেই মুক্তি পেয়েছিল 'জওয়ান'-এর প্রিভিউ। আর তারপর থেকে ছবি নিয়ে ভক্তদের উন্মাদনা বেড়ে গেছে কয়েকগুন।২ মিনিটের কিছু বেশি সময়ের এই প্রিভিউতে যে দৃশ্য চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল, তা হল মেট্রোর মধ্যে শাহরুখের নাচ! 'জওয়ান'-এর প্রিভিউতে যে দৃশ্যটি ভাইরাল হয়েছে, সেটি হল মেট্রোয় আপাদমস্তক ব্যান্ডেজ বেঁধে উঠছেন শাহরুখ। তারপরে মেট্রো চলতে চলতে ধীরে ধীরে খুলে ফেলছেন মুখের ব্যান্ডেজ। তারপরে তাঁর যে চেহারা প্রকাশ পেয়েছে, তা ইতিমধ্য়ে চমক লাগিয়েছিল অনুরাগীদের মনে। 


প্রিভিউয়ের একটি দৃশ্য়ে দেখা গেছিল মেট্রোর মধ্য়ে শাহরুখ 'বেকারার কারকে' গানের স্টেপে পা মেলাচ্ছেন। এই দৃশ্য়েই বেশ মনে ধরে অনুরাগীদের। তারপরই সরাসরি এই ভক্ত শাহরুখের 'আস্ক মি এনিথিং সেশন' প্রশ্ন করে বসেন যে, তাঁর এই নাচের পিছন কার হাত? অর্থাৎ কে কিং খানের কোরিওগ্রাফার ছিলেন?


বলিউড বাদশারও সহাস্য উত্তর, 'গানের আইডিয়া পরিচালক অ্য়াটলি, তবে নাচ জিনিসটাকে আমি খুব ভালবাসি, আর এই স্টেপগুলোর কথা আমার মাথা থেকেই বেরিয়েছে।'


শাহরুখের টুইটের প্রতিক্রিয়ায় তাঁর ভক্তরা নানান প্রতিক্রিয়া দিয়েছেন। একজন লিখেছেন, 'হেমন্ত কুমার এবং শাকিল বদুয়ানি কখনো কল্পনাও করতে পারেননি শাহরুখ এই গানটিতে এভাবে নাচবেন', ছবিতে অভিনেতার টাক ও চেহারা সম্পর্কে মন্তব্য করে, একজন ভক্ত লিখেছেন, "স্যার জওয়ানে আপনার লুক বেশ পছন্দ হয়েছে।" আরও একজন লিখেছেন, 'লাল রঙে আপনাকে আরও সুন্দর লাগছে'। অন্য় একজন বলেছেন "মেট্রোতে আপনার নাচের দৃশ্যটি পছন্দ হয়েছে।"


আরও পড়ুন...


প্রতিদিনের রান্নায় ব্যবহৃত এই মশলাগুলির সাহায্যে কমাতে পারবেন অতিরিক্ত ওজন, রইল তালিকা


পাশাপাশি, সম্প্রতি শাহরুখ তাঁর নতুন ট্য়ুইটে লিখেছিলেন, 'জওয়ান'-এর (Jawan) জন্য় তাঁকে অনুপ্রেরণা দিয়েছিল থালাপথি বিজয়, অল্লু অর্জুন, রজনীকান্ত, যশের মত অভিনেতাদের ছবি।  তিনি এও জানান যে, এই ছবিতে কাজ করার আগে পরিচালক অ্য়াটলিরও একাধিক ছবি দেখে ফেলেন তিনি।


উল্লেখ্য়, অ্যাটলি পরিচালিত শাহরুখ খান অভিনীত 'জওয়ান' প্যান ইন্ডিয়া ছবি। তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় নাম অ্যাটলি। তাঁর ঝুলিতে রয়েছে 'থেরি' ও 'মার্সাল'-এর মতো বক্স অফিস হিট ছবি। 


হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে এই ছবি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial