সমীরণ পাল, বারাসাত (উত্তর ২৪ পরগনা) : ভোট-পরবর্তী হিংসা (Post-Poll Violence) অব্যাহত রাজ্যের বিভিন্ন প্রান্তে। তা থেকে বাদ যায়নি উত্তর ২৪ পরগনার (North 24 Paragana) বারাসাত (Barasat)। বারাসাত ১ নম্বর ব্লকের পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের নেতাজি পল্লিতে এক রাতে পরাজিত তিন বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। একই এলাকায় তিন বিজেপি প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বড় বড় ইট, পাথর ছোড়া হয়। জানলার কাচে এখনও আটকে রয়েছে পাথরের টুকরো। অভিযোগ, রাত দেড়টা নাগাদ তৃণমূলের দুষ্কৃতীরা এসে হামলা চালায়। এক বিজেপি প্রার্থীর দোকানেও হামলা চালানো হয়। ভোটে হারতেই হামলা তৃণমূলের, দাবি পরাজিত বিজেপি প্রার্থীদের। 


বিজেপি প্রার্থী নৃপেন ধর বলেন, "যেদিন নির্বাচন সংগঠিত হয়, সেদিন কিছু লোকজন ফোন করে জানান, গণনার দিন বাড়িতে না থাকতে। তখন বলি, গণনার দিন কোথায় যাব ? যা-ই হোক বাড়িতে থাকব। সেই মোতাবেক পুলিশকে জানাই, হুমকি আসছে, আমাদের বাড়িতে অসুবিধা হতে পারে। পুলিশ বলে, দেখছি যাতে সমস্যা না হয়। তৃণমূলের যারা নেতা রয়েছে, তাঁদের সঙ্গে কথা বলছি। যেদিন ভোট গণনা হয়েছে, সেদিন কিছু হয়নি। গতকাল রাতে ওদের একটা বিজয় মিছিল গেছে। মিছিল চলাকালীন আমাদের বাড়িতে আবির ছোড়া হয়। আমরা বিষয়টা মেনে নিই। গতরাত ২টো ৪০ মিনিট নাগাদ যখন ঘুমিয়েছিলাম বাচ্চাটাকে নিয়ে, সেই সময় দুমদাম আওয়াজ হচ্ছিল। সেই সময় বাচ্চাকে বুকে জড়িয়ে নিয়ে স্ত্রী বলি, সাইডে চলে এস। তাণ্ডব চালিয়েছে ঘরে। কাচা লেগেছে। বাচ্চার গায়ে লেগেছে। আমার পায়ে লেগেছে।" এই ঘটনার পর দত্তপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এখনও পর্যন্ত এনিয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


এদিকে ভোট-সন্ত্রাসের খোঁজে ডায়মন্ড হারবারে যাওয়ার আগে আজ রাজভবনে পৌঁছয় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। রাজ্যপালের কাছে বিজেপির 'ফ্যাক্ট ফাইন্ডিং টিমে'র আর্জি, 'সাংবিধানিক প্রধান হিসেবে পদক্ষেপ করুন রাজ্যপাল। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের শাসনে কেউ আক্রান্তদের কথা শোনে না। পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।' গতকালের পর আজ ফের ভোট-সন্ত্রাসের খোঁজে বিজেপির 'ফ্যাক্ট ফাইন্ডিং টিম'। প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে আজ যাচ্ছে ডায়মন্ড হারবারে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial