উত্তর দিনাজপুর: হেমতাবাদে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বাড়ি থেকে ভোট দিতে বেরিয়েছিলেন, দাবি পরিবারের । ভোটের স্লিপ সংগ্রহের পর খোঁজ মিলছিল না, দাবি পরিবারের । বাড়ি থেকে কিছু দূরে গাছের নিচে উদ্ধার হয় দেহ । শ্বাসরোধ করে খুন করা হয়েছে, দাবি পরিবারের। নেপথ্যে বিজেপি, দাবি তৃণমূলের, অস্বীকার গেরুয়া শিবিরের। ঘটনার তদন্তে নেমেছে হেমতাবাদ থানার পুলিশ। 


পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাস। কোথাও তৃণমূলের বুথ এজেন্টকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। কোথাও তৃণমূলকর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ। কোথাও কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ উঠল। আবার কোথাও তৃণমূল প্রার্থীর দেওরকে খুনের অভিযোগ।  ঘটনাবহুল ভোটপর্ব। দিনভর খুন ছাপ্পা চলল। হেমতাবাদে ভোট দিতে গিয়ে আর বাড়ি ফিরলেন না তৃণমূল কর্মী। কোথায় কী ঘটল, রইল এক ঝলকে। 


তৃণমূল প্রার্থী খুন: উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় তৃণমূল প্রার্থীকে কুপিয়ে খুনের অভিযোগ। বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভেবরা অঞ্চলের ১৯২ নম্বর বুথের প্রার্থী মহম্মদ শাহেনশা। বুথের বাইরে কংগ্রেসের দুষকৃতীরা তৃণমূল প্রার্থীকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের। আরও ১০-১২ জন তৃণমূল কর্মী আহত হন বলে অভিযোগ। 


আক্রান্ত প্রিসাইডিং অফিসার: উত্তর দিনাজপুরে আক্রান্ত প্রিসাইডিং অফিসার, ভর্তি হাসপাতালে। বুথের দরজা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা, মারধর করে। অভিযোগ প্রিসাইডিং অফিসারের।


এক ঘণ্টার ভোট: উত্তর দিনাজপুরের ইসলামপুরের ভাতপুকুরে একঘণ্টার মধ্যে ভোট শেষ। সকাল ৭টায় ভোট শুরু। ৮টার সময় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটকর্মীদের বের করে দিয়ে দেদার ছাপ্পা দিচ্ছেন তৃণমূল কর্মীরা। ৮টার মধ্যেই ব্যালট বক্স গালা দিয়ে সিল করে দেয় শাসকদলের কর্মীরা। বাইরে লাইনে দাঁড়িয়ে ভোটাররা। 


২০১৮-র পঞ্চায়েত ভোটের সন্ত্রাসের স্মৃতি ফিরে এল ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে। কার্যত দাঁত-নখ বের করে বুথে বুথে দাপিয়ে বেড়াল দুষ্কৃতীরা। মনোনয়ন পর্বে মৃত্য়ু স্ক্রুটিনি পর্বে প্রাণহানি আর ভোটের দিন আরও ডজন খানেক মৃত্য়ু! বিরোধীদের প্রশ্ন এটাই কি অবাধ ও সুষ্ঠু নির্বাচন? নবজোয়ার যাত্রায় বেরিয়ে বারবার যে আশ্বাস দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কী হল? আর কত মৃত্যুর পর, ভোটে অশান্তি-হানাহানি থামবে? কবে, কথায় নয়, ভোট প্রকৃত অর্থে উৎসবে পরিণত হবে? সে উত্তর আজও অজানা।