সুদীপ চক্রবর্তী, দক্ষিণ দিনাজপুর : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) মনোনয়ন তুলতে বাইক বাহিনীর দাপাদাপি। ক্রমাগত বিরোধীদের ভয় দেখানোর অভিযোগ। এমনই একদল বাইক বাহিনীকে দেখতে পেয়ে তাড়া করলেন সুকান্ত মজুমদার। দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) গঙ্গারামপুরে বিজেপি প্রার্থীর মনোনয়ন তুলতে হুমকি দিচ্ছিল বলেই অভিযোগ। তাঁদের দেখতে পেয়ে তাড়া করেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তাড়া খেয়ে বাইক-গাড়ি ফেলেই দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চম্পট দেয়। তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপি প্রার্থীকে হুমকির অভিযোগ উঠেছে। 


বাইক বাহিনীকে তাড়া করার পরে বিজেপি (BJP) প্রার্থীদের সঙ্গে কথাও বলেন সুকান্ত মজুমদার। তাঁদেরকে আশ্বস্ত করার পাশাপাশি অভিযোগ দায়ের করার পরামর্শও দেন বিজেপি রাজ্য সভাপতি। অভিযোগ দাখিল করার পর 'আমি বাকিটা দেখে নেব' বলে প্রার্থীদের আশ্বস্ত করতেও শোনা যায় সুকান্তকে। স্থানীয় বিজেপি প্রার্থী রূপালি রায়ের অভিযোগ, মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য গতরাত থেকেই হুমকি দেওয়া হচ্ছিল তাঁকে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তাঁকে তৃণমূল আশ্রিত দৃষ্কৃতীরা প্রাণে মারার হুমকিও দিয়েছে বলেই অভিযোগ শানান তিনি।


এদিন হুমকি পাওয়ার ঘটনা বিজেপি রাজ্য সভাপতিকে জানানোর পর ওই প্রার্থীর বাড়িত উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সুকান্ত। তিনি সেখানে পৌঁছনোর সময় ওই এলাকায় দুটি বাইক ও একটি গাড়িতে চক্কর দিচ্ছিল দৃষ্কৃতীরা। তাদের দেখতে পেয়েই ধাওয়া করেন বিজেপি রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদারকে এভাবে তাড়া করতে দেখে গাড়িগুলি ওখানেই ফেলে রেখে এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই দৃষ্কৃতীরা।


বিজেপি প্রার্থীর সঙ্গে কথা বলার পর গঙ্গারামপুরের বিডিও-র সঙ্গে দেখা করে গোটা ঘটনা জানিয়ে অভিযোগ জানান সুকান্ত মজুমদার। জানা যাচ্ছে, তিনি সুকান্তকে আশ্বস্ত করেছেন। পাশাপাশি বিডিও-র সঙ্গে দেখা করার পর বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, গোটা রাজ্য জুড়েই তৃণমূল আশ্রিত দৃষ্কৃতীরা বিরোধীদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার জন্য হুমকি-হুঁশিয়ারি দিচ্ছে। 


এর আগে নদিয়ার চাপড়াতে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বাইকে চেপে বিরোধী প্রার্থীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। যেখানে স্থানীয় বাসিন্দারা এককাট্টা হয়ে রুখে দাঁড়ানোর পর চম্পট দিয়েছিল সেই বাইক বাহিনী। যদিও ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই বলেই জানিয়েছিল নদিয়ার স্থানীয় তৃণমূল নেতৃত্ব। 


আরও পড়ুন- প্রার্থী দিয়েও প্রত্যাহার বিরোধীদের, ভোটের আগেই বীরভূমে ৫ পঞ্চায়েত সমিতি দখল তৃণমূলের