কলকাতা : ভোটের আগেই জেলায় জেলায় সন্ত্রাস। কলকাতা হাইকোর্টেও (High Court) ধাক্কা রাজ্য সরকারের। পাশাপাশি হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল পুলিশ (Police)। 'ভাঙড়, কাশীপুর, হাড়োয়া, বসিরহাট নিয়ে কোর্টের নির্দেশের পরও মনোনয়নের ব্যবস্থা করতে ব্যর্থ পুলিশ', পর্যবেক্ষণ বিচারপতি রাজাশেখর মান্থার । পাশাপাশি বিচারপতি রাজাশেখর মান্থার প্রশ্ন 'জায়গায় জায়গায় বোমাবাজি ও গুলির অভিযোগ, কী করছিল পুলিশ?'


গন্ডগোলের আগে ও পরে কতজন গ্রেফতার ? রাজ্যকে প্রশ্ন বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha)। ১০ দিনের মধ্যে রাজ্যের  হলফনামা তলব করেছে আদালত। 'ক্যানিং, মিনাখা, ভাঙড়, ন্যাজাট, জীবনতলায় মনোনয়নের জন্য কত পুলিশ মোতায়েন হয়েছিল?' প্রশ্ন করেন বিচারপতি। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার বিডিও অফিসের সিসিটিভি ফুটেজ (CCTV Camera Footage) চাইল আদালত। ১৪ থেকে ১৬ জুনের সিসিটিভি ফুটেজ চাইল আদালত। 


মঙ্গলবারই সুপ্রিম কোর্টে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নির্দেশ প্রসঙ্গে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশই বজায় রেখে সারা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়েই গোটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন করানোর নির্দেশই বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত। 


সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েও নতুন কৌশল রাজ্য নির্বাচন কমিশনের! প্রতি জেলায় মাত্র ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর চাইল কমিশন! সর্বত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করার নির্দেশ আদালতের। অথচ প্রতি জেলায় মাত্র ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সিদ্ধান্ত কমিশনের! রাজ্য পুলিশের পাশাপাশি রাজ্যের বিশেষ বাহিনী ব্যবহার করা হবে ভোটে। ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সংখ্যা ৮০-১০০ । ২২ জেলায় মাত্র ২২০০ জওয়ান দিয়ে কীভাবে হবে বুথ রক্ষা ? তাহলে কি শান্তিপূর্ণভাবে ভোট চায় না রাজ্য নির্বাচন কমিশন ? কেন্দ্রীয় বাহিনীর নামে প্রহসন? প্রশ্ন তুলছে বিভিন্ন মহল। ২০১৩-তে প্রতি জেলায় যা বাহিনী, ২০২৩-এ গোটা রাজ্যে প্রায় একই বাহিনী! প্রসঙ্গত, ২০১৩-র পঞ্চায়েত নির্বাচনে প্রতি জেলায় মোতায়েন করা হয়েছিল ৩০ থেকে ৩৫ কোম্পানি বাহিনী। আর ২০২৩-র পঞ্চায়েত নির্বাচনের জন্য গোটা রাজ্যের জন্য ২২ কোম্পানি বাহিনী চেয়ে কেন্দ্রকে চিঠি কমিশনের।


এদিকে, দুপুর ৩ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার: তৃণমূল- ১ হাজার ১০৭, বিজেপি: ১ হাজার ৫০৩। পাশাপাশি দুপুর ৩ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার: সিপিএম- ১ হাজার ৬, কংগ্রেস- ৩৮৩, নির্দল ৬৭০।


আরও পড়ুন- মনোনয়ন তুলতে বাইক বাহিনীর দাপাদাপি ! তাড়া করলেন সুকান্ত