প্রকাশ সিনহা, কুলপি: পঞ্চায়েত ভোটের আবহে ফের রাজ্যে ঝরল প্রাণ। এবার কুলপিতে প্রাণ হারালেন এক কংগ্রেস কর্মী। কুলপির দক্ষিণ গাজিপুরে ওই কংগ্রেস কর্মী আক্রান্ত হয়েছিলেন। সোমবার প্রচারের সময় হামলা করা হয়েছিল বলে অভিযোগ। তারপর কলকাতায় চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়।
ভোটের একদিন আগে কুলপিতে কংগ্রেস কর্মী খুন। কুলপির দঃ গাজিপুরে আক্রান্ত হয়েছিলেন কংগ্রেস কর্মী। সোমবার এলাকার নির্দল প্রার্থীর হয়ে প্রচার করছিলেন। সেখানেই প্রচারের পর তাঁর উপর হামলা করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে কলকাতার একবালপুরের একটি নার্সিংহোমে নিয়ে আসা হয়। সেখানে অ্যাডমিশন ফর্মে উল্লেখ যে ৩ তারিখের এই ঘটনা ঘটেছে। সেদিন রাত নটা নাগাদ প্রচার করছিলেন তিনি। সেখানেই হামলা হয় বলে অভিযোগ।
সূত্রের খবর,যখন ওই ব্যক্তিকে নার্সিংহোমে নিয়ে আসা হয় তখন তাঁর নাক, কান ও মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল। সূত্রের খবর, ওই ব্যক্তি চিকিৎসকদের প্রাথমিক ভাবে জানিয়েছিলেন যে বাঁশ দিয়ে তাঁকে মারধর করা হয়েছে, মাথায় আঘাত করা হয়েছে। কংগ্রেসেরও অভিযোগ ছিল বাঁশ, রড দিয়ে বেধরক মারধর করা হয়েছিল। ভোররাতে তাঁর পরিস্থিতির আরও অবনতি হওয়ায় পার্কসার্কাসের একটি নার্সিংহোমে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। নিহত নেতার নাম আলফাজুদ্দিন হালদার। তিনি এলাকায় কংগ্রেসের বুথ সভাপতি ছিলেন।
পরশু ভোট, মনোনয়ন পর্ব থেকেই হিংসা চলছে। এবার ভোটের একদিন আগে ফের এক রাজনৈতিক কর্মীর মৃত্যু হল। কাল বাদে পরশু পঞ্চায়েত ভোট, বাংলা জুড়ে বেলাগাম সন্ত্রাস হয়। ভোটের মনোনয়ন পর্বের সময় থেকেই রাজ্যের নানা জেলায় বারবার হিংসার ঘটনা সামনে এসেছে। একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে। এদিনই একাধিক জায়গা থেকে নানা অভিযোগ এসেছে।
কোথায় কী অভিযোগ?
মুর্শিদাবাদের বেলডাঙায় ফের বোমা বাঁধতে গিয়ে মৃত্যু
বীরভূমে বিজেপি নেতা তথা নির্দল প্রার্থীর স্বামীর রহস্যমৃত্যু
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে সিপিএম প্রার্থীর উপরে হামলা
জলপাইগুড়িতে বিজেপির জেলা সভাপতির গাড়িতে গুলি
কুলতলিতে তৃণমূল প্রার্থীকে কোপ, ময়ূরেশ্বর-শীতলকুচিতে বোমাবাজি
বনগাঁয় বিজেপি প্রার্থীর বাড়ির সামনে রজনীগন্ধার মালায় বোমা রেখে হুমকি
এদিনই পঞ্চায়েত ভোটে বাংলাজুড়ে হওয়া হিংসার ঘটনার প্রসঙ্গ তুলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তাঁর বক্তব্য, 'চিত্ত যেথা ভয় শূন্য'র বাংলায় এসে আমি আনন্দিত ছিলাম। কিন্তু এত হিংসা দেখে আমার মোহভঙ্গ হয়েছে। বাংলায় এখন চিত্ত ভয়ে পূর্ণ আর মাথা হেঁট হয়ে আছে। গুরুদেবের মাটিতে মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে। আমি শিশুদের কান্না শুনেছি, মানুষের হতাশার কথা শুনেছি। মানুষের রক্ত নিয়ে রাজনৈতিক হোলি খেলা বন্ধ হোক'
আরও পড়ুন: ৭.৭৫ শতাংশ সুদ, HDFC ব্যাঙ্কের বিশেষ এফডি স্কিম বন্ধ হচ্ছে ৭ জুলাই