চেন্নাই : ভেসে আসা লোপ্পা বল ধরতে হেঁটে হেঁটে বাউন্ডারি পার ! আউট তো দূরে থাক, প্রতিপক্ষকে কার্যত ওভার বাউন্ডারি উপহার। ফিল্ডারের যে কীর্তি দেখে হেসে খুন ক্রিকেট দুনিয়া। ঘটনাক্রম তামিলনাড়ু প্রিমিয়ার লিগে (Tamil Nadu Premier League)। সালেম স্পার্টানস ও দিন্দিগুল ড্রাগনসের ম্যাচে ঘটেছে যে ঘটনা।


ক্রিকেট যত এগোচ্ছে, ততই ফিল্ডিংশৈল্পীতে উন্নতি দেখতে অভ্যস্ত হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু টিএনপিএল-র ম্যাচে দেখা গিয়েছে আজব ঘটনা। ফিল্ডারের ব্রেন ফেড দেখে লাইভ কমেন্ট্রিতেই ধারাভাষ্যকারের মন্তব্য, 'এটা তুমি কী করছ ভাই ! নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না।'


সালেম স্পার্টানস ও দিন্দিগুল ড্রাগনসের ম্যাচে স্পার্টানসের ব্যাটিংয়ের পঞ্চম ওভারে পি সারভানা কুমারের বল লগ লেগের দিকে তুলে দেন উইকেটকিপার-ব্যাটার আর কেভিন। দিন্দিগুল দলের ফিল্ডার আউসুক শ্রীনিবাস যারপর ঘটান ওই মজার ঘটনা। বলের ফ্লাইট বুঝতে গিয়ে পিছনে হাঁটতে হাঁটে সোজা বাউন্ডারি লাইন টপকে যান তিনি। বাউন্ডার লাইনে থাকা রোপে তাঁর পা-ও লাগে। কিন্তু সেখান থেকে গতিপথ না বদলে, বা বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ঝাঁপ না মেরে যেভাবে পিছোতে পিছোতে গিয়ে বাউন্ডারি লাইনের বাইরে ক্যাচটা ধরেন শ্রীনিবাস, তা দেখে হেসে খুন নেটিজেনরা।






দলের ফিল্ডারের ব্রেন ফেড ঘটলেও ম্যাচ জিততে অবশ্য সমস্যা হয়নি দিন্দিগুল ড্রাগনসের। প্রথমে ব্যাট করতে পাঠিয়ে সালেম স্পার্টানসকে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রানে আটকে দেয় তারা। দিন্দিগুলের হয়ে বরুণ চক্রবর্তী ও সুবোথ ভাটি দুটি করে উইকেট নেন। জবাবে রান তাড়া করতে নেমে ১৮.২ ওভারেই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় ড্রাগনস শিবির। ৫০ বলে অপরাজিত ৮৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন বাবা অপরাজিত।                                                                                            


আরও পড়ুন- স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন? জরুরি তথ্যগুলো জেনে রাখুন


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial