কলকাতা: আধুনিক যুগে সবসময়েই সঙ্গী থাকে মোবাইল ফোন। কাজ থেকে আড্ডা- সবেতেই কাজে লাগে মোবাইল। ভাল মুহূর্ত ধরে রাখতে গেলে ইচ্ছেমতো এক ক্লিকেই কাজ হয়ে যায়। কিন্তু তাতে বিড়ম্বনাও কম নয়। অনেকসময়েই কোনও কোনও ছবি ভাইরাল হয়ে যায়। তা নিয়ে নানা সমস্যাও হয়। সম্প্রতির কেদারনাথ মন্দির চত্বরে করা একটি রিল ভাইরাল (Viral) হয়েছিল। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) নানা বিতর্কও হয়েছে। তার জেরে মন্দির চত্বরে ফোনের ব্যবহার বন্ধ (Mobile Banned) করার কথাও ভাবা হয়েছে। 


তবে এটা নতুন নয়। ভারতে এমন অনেক জায়গা রয়েছে যেখানে ফোন নিয়ে ঢোকা যায় না। শুধু ভারত (India) নয়, বিদেশেও এমন কিছু কিছু জায়গা রয়েছে যেগুলি প্রসিদ্ধ পর্যটন স্থল, কিন্তু সেই জায়গাগুলিতে মোবাইল ফোন নিয়ে ঢোকা যায় না।


তামিলনাড়ু:
দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুতে মন্দিরে মোবাইল ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা জারি রয়েছে। ২০২২ সালের ডিসেম্বরে, তামিলনাড়ু সরকার 'বিশুদ্ধতা এবং পবিত্রতা' বজায় রাখতে রাজ্য জুড়ে মন্দিরে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছিল। মাদুরাইয়ের মীনাক্ষী আম্মান মন্দির, গুরুবায়ুরের শ্রীকৃষ্ণ মন্দির এবং শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে।


পুরী:
পুরীর জগন্নাথ মন্দির কে না চেনে? সারা দেশ থেকে এমনকী বিদেশ থেকেও জগন্নাথ দর্শন করতে আসেন ভক্তরা। এই মন্দিরের ভিতরেও স্মার্টফোন ব্য়বহারে কড়া নিষেধাজ্ঞা রয়েছে।


অক্ষরধাম:
নিরাপত্তার কারণে, দর্শনার্থীদের অক্ষরধাম মন্দির কমপ্লেক্সের ভিতরে মোবাইল ফোন নিয়ে যাওয়ার অনুমতি নেই। 


রাম জন্মভূমি কমপ্লেক্স, অযোধ্যা:
উত্তরপ্রদেশের অযোধ্যার রাম জন্মভূমি কমপ্লেক্সের পুরো এলাকায় মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা রয়েছে। শুধু মোবাইল ফোনই নয়, ক্যামেরা, ঘড়ি, বেল্ট এবং যে কোনও ইলেকট্রনিক গ্যাজেটও ভিতরে ঢুকতে দেওয়া হয় না।


এছাড়াও কাশী বিশ্বনাথ মন্দির এবং আরও কিছু কিছু মন্দিরে মোবাইল ফোন ব্যবহারে কড়াকড়ি রয়েছে।


বিদেশের মধ্যে ইতালির বিখ্যাত সিস্টিন চ্যাপেলের ভিতরে মোবাইল ফোন নিয়ে যাওয়ার অনুমতি নেই। বন্য প্রাণীদের নিরাপত্তার জন্য, শ্রীলঙ্কার ইয়ালা জাতীয় উদ্যানে ২০১৫ সাল থেকে ফোন নিষিদ্ধ করা হয়েছিল। 


আরও পড়ুন: আরও পড়ুন: মস্তিষ্কখেকো অ্যামিবার সংক্রমণ, প্রাণ হারাল কেরলের কিশোর, আপনি সাবধান তো?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial