রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞায় বিডিও অফিসে পুলিশের সামনেই কংগ্রেস (Congress) নেতাদের মারধর করে প্রতীক জমা দেওয়ার ফর্ম কেড়ে নেওয়া হল। তৃণমূলের (TMC) বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে কংগ্রেস। প্রতিবাদে বিডিও অফিসের সামনে অবস্থানে বসেন অধীর চৌধুরী (Adhir Ranjan Choudhury)। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
বিডিও অফিস (BDO Office) চত্বরেই ধাক্কাধাক্কি। হামলা। মারধর। কংগ্রেস নেতার হাত থেকে ফর্ম ছিনিয়ে নেওয়ার চেষ্টা। আর এই সবটাই হল পুলিশের সামনে ! রাজ্যজুড়ে হিংসার আবহে, আদালতের নির্দেশ সত্ত্বেও বিরোধী প্রার্থীদের মনোনয়ন দেওয়ার ব্যবস্থা করতে না পারায় হাইকোর্টের (Calcutta High Court) প্রশ্নের মুখে পড়েছে পুলিশ (Police)। ১০ দিনের মধ্যে রাজ্যের রিপোর্ট তলব করেছে আদালত। সেদিনই মুর্শিদাবাদে বিডিও অফিসে দেখা গেল অভিযোগের সেই ছবিই।
মঙ্গলবার, বড়ঞায় বিডিও অফিসে প্রতীক জমা দিতে গিয়েছিলেন কংগ্রেসের মহকুমা ও ব্লক নেতৃত্ব। অভিযোগ, গাড়ি থেকে নামতেই তাঁদের উপর চড়াও হয় তৃণমূল কর্মীরা। পুলিশের সামনেই শুরু হয় ধাক্কাধাক্কি। মারধর। কেড়ে নেওয়া হয় ফর্মও। কপালে গুরুতর আঘাত লাগে কংগ্রেসের এক নেতার। ঘটনার প্রতিবাদে বিডিও অফিসের সামনে অবস্থানে বসেন অধীর চৌধুরী। গন্ডগোলের মধ্যে শেষমেশ প্রতীক জমাই দিতে পারেনি কংগ্রেস।
এদিকে, পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) মনোনয়ন তুলতে বাইক বাহিনীর দাপাদাপি। ক্রমাগত বিরোধীদের ভয় দেখানোর অভিযোগ। এমনই একদল বাইক বাহিনীকে দেখতে পেয়ে তাড়া করলেন সুকান্ত মজুমদার। দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) গঙ্গারামপুরে বিজেপি প্রার্থীর মনোনয়ন তুলতে হুমকি দিচ্ছিল বলেই অভিযোগ। তাঁদের দেখতে পেয়ে তাড়া করেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তাড়া খেয়ে বাইক-গাড়ি ফেলেই দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চম্পট দেয়। তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপি প্রার্থীকে হুমকির অভিযোগ উঠেছে।
বাইক বাহিনীকে তাড়া করার পরে বিজেপি (BJP) প্রার্থীদের সঙ্গে কথাও বলেন সুকান্ত মজুমদার। তাঁদেরকে আশ্বস্ত করার পাশাপাশি অভিযোগ দায়ের করার পরামর্শও দেন বিজেপি রাজ্য সভাপতি। অভিযোগ দাখিল করার পর 'আমি বাকিটা দেখে নেব' বলে প্রার্থীদের আশ্বস্ত করতেও শোনা যায় সুকান্তকে। স্থানীয় বিজেপি প্রার্থী রূপালি রায়ের অভিযোগ, মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য গতরাত থেকেই হুমকি দেওয়া হচ্ছিল তাঁকে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তাঁকে তৃণমূল আশ্রিত দৃষ্কৃতীরা প্রাণে মারার হুমকিও দিয়েছে বলেই অভিযোগ শানান তিনি।