উজ্জ্বল মুখোপাধ্যায়, কোচবিহার: দিনহাটার ভাগনি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রেবতী বর্মন। বিজেপির সমর্থক। তাঁর এক আত্মীয় বিজেপির প্রার্থীও ছিলেন। স্বামী পরিযায়ী শ্রমিক। নুন আনতে পান্তা ফুরোনো সংসার।



৮ জুলাই,  ভোটের লাইনে গুলিবিদ্ধ হন তিনি। গুলি লাগে, তাঁর বাঁ দিকের পাজরে। গুলিবিদ্ধ অবস্থায় প্রায় ৪৫ মিনিট বুথের বাইরে পড়েছিলেন। পরে তাঁকে ভর্তি করা হয় নার্সিংহোমে। সেখানে তাঁর এক্সরে হয়। সেই এক্সরেতে দেখা গেছে, তাঁর বাঁ দিকের পাঁজরে বিঁধে রয়েছে গুলি।

পাঁজরে গুলি বিঁধে


সিটি স্ক্য়ানেও পাঁজরে গুলি বিঁধে থাকার ছবি ধরা পরেছে। গুলি বের করতে অস্ত্রোপচার করা হয়েছে। কিন্তু, চিকিৎসকদের মতে, এই অবস্থায়, গুলি বের করতে গেলে তাঁর প্রাণ সংশয় হতে পারে। তাই বুকে গুলিবিদ্ধ অবস্থাতেই তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যেই নার্সিংহোম থেকে বাড়ি ফিরেছেন। কিন্তু, শ্বাস নিতে গেলে কষ্ট হচ্ছে তাঁর।

আটকে থাকা গুলি বের করতে ভবিষ্য়তে অস্ত্রপচার করা হতে পারে। তবে পরিস্থিতি বিবেচনা করে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা।


 মস্তিষ্কে বুলেট বিঁধেছিল বলে কখনও নাকি কোনও যন্ত্রণাতেই কাবু হতেন না জেমস বন্ড সিরিজের খলনায়ক রেনার্ড! দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শরীরে বিঁধে থাকা বুলেট নিয়েই দিব্যি দশকের পর দশক কাটিয়ে দিয়েছেন চিনের শানডং প্রদেশের ৯৫ বছরের ঝাও হে। পঞ্চায়েত নির্বাচনে নিজের অধিকার প্রয়োগ করতে গিয়ে কোচবিহারের রেবতী বর্মনের পাঁজরে যে বুলেট বিঁধেছে, সেই যন্ত্রণার উপশম কি কোনও দিনও হবে? সারা জীবন ভোট সন্ত্রাসের এই ক্ষত কি তাঁর শরীর থেকে যাবে? শরীর থেকে গেলেও মনের ক্ষত মুছবে কী করে?                  

বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টের মুখে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ


অন্যদিকে, ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে গড়বেতায়। মধ্যপ্রদেশের ছায়া পড়েছে এবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতায়। শুধু মারধর নয়, জল খেতে চাওয়ায় বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টের মুখে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল গড়বেতার মায়তায় বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টকে তৃণমূলের পার্টি অফিসে তুলে নিয়ে এসে মারধর করা হয়। আক্রান্ত পোলিং এজেন্ট মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। রাজ্য বিজেপির সহ সভাপতি সমিত দাস রাতে তাঁকে দেখতে যান। ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 


আরও পড়ুন                                


মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন         


https://t.me/abpanandaofficial