কলকাতা: তাঁদের সম্পর্কের কথা এখন শোনা যায় টলিউডের ইন্ডাস্ট্রিতের কান পাতলেই। আর এবার তমান্না ভাটিয়ার (Tamannaah Bhatia) সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করে নিলেন বিজয় ভার্মা (Vijay Varma)। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা জানান, 'সবাই এতদিন যা আন্দাজ করত আসলে সেটাই সত্য়ি। আমি আর তমান্না সম্পর্কে রয়েছি। বলা যায়, আমি তমান্নার প্রেমে পাগল। ভিলেন যুগের অবসান ঘটিয়ে আমি আপাতত রোমান্সের দুনিয়ায়। '


অন্যদিকে এক সাক্ষাৎকারে তমন্নাকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর প্রেমিকের মধ্যে কী কী পছন্দ করেন তিনি? উত্তরে নায়িকা বলেন, 'সবকিছু'। এরপর নায়িকা বলেন, 'আমার মনে হয়, বিজয় মানুষ হিসেবে দুর্দান্ত। আমার মনে হয়, এটাই ওর সবচেয়ে ভাল গুণ। এছাড়াও আরও অনেক কিছু রয়েছে। কিন্তু এক কথায় বলতে হলে আমি এটুকুই বলব।'


আরও পড়ুন...


অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে যান আপনি? সর্বক্ষণ শরীরে থাকে ঝিমানি ভাব? সমস্যা এড়াতে রোজ কী কী করতে পারেন


সেই সাক্ষাৎকারে বিবাহ নিয়েও মুখ খোলেন তমন্না। তিনি বলেন, 'বিয়ে কেবল দুটো মানুষের মধ্যে হয় না। যখন আপনি একজন মানুষকে পছন্দ করছেন, সেই সঙ্গে সঙ্গে, তাঁর পরিবারটাকেও পছন্দ করছেন, ভালবাসছেন। যে পরিবারে একটা মানুষ জন্মায়, বড় হয়, তার ওপর তার কোনও হাত থাকে না। কিন্তু যখন সে তার জীবনসঙ্গীকে পছন্দ করতে যায়.. সেটার ওপর তার অধিকার আছে। আর তাই, জীবনসঙ্গীকে পছন্দ করা আর পরিবারকে পছন্দ করা সমান।'




উল্লেখ্য়, কিছুদিন আগেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল 'লাস্ট স্টোরিস ২'। বিজয় ভার্মা ও তমান্নার একসঙ্গে এটিই প্রথম কাজ। আর তাঁদের রসায়ন মন জয় করে নিয়েছিল দর্শকের।

 

আরও পড়ুন...

 


 

সম্পর্ককে তিনি কোন চোখে দেখেন, সেকথাও জানিয়েছেন তিনি। তমন্না বলেছেন, 'সম্পর্কের দিক থেকে আমি নিজেকে সঁপে দিতে ভালবাসি। যে কোনও সম্পর্কেই আমার কাছে বিশ্বাস ভীষণ গুরুত্বপূর্ণ। আমি যখন, যে সম্পর্কে থাকি, তখন একমাত্র সেই মানুষটাকেই প্রাধান্য দিই। তারপরে সেই সম্পর্কটা টিঁকলা বা টিঁকল না সেটা পরের বিষয়।'



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial