কলকাতা : 'উনি তো বামেদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন। অথচ বাম জমানার থেকেও এখন খারাপ অবস্থা পশ্চিমবঙ্গের।' দিল্লি থেকে বাংলায় এসে বারবার রবিশঙ্কর প্রসাদের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Bandyopadhyay)তীব্র সমালোচনা। বৃহস্পতিবার বার রাজ্য়পালের সঙ্গে বৈঠক করে, বাসন্তীতে গিয়েছিল বিজেপির ফ্য়াক্ট ফাইন্ডিং টিম। তখন কেন্দ্রের প্রাক্তন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ( Ravi Shankar Prasad )  বলেছিলনে, ' আমরা এখানে এসেছি কারণ আপনি কীভাবে বাংলা চালাচ্ছেন সেটা পৃথিবীকে দেখাতে। আমাদের মমতার সার্টিফিকেটের কোনও প্রয়োজন নেই। মমতাজি আপনি যাই বলুন, এই জয়ে আপনার ভিতরের লজ্জা জেগেছে। তাই আপনি বলেছেন হিংসার জন্য অনুশোচনা হচ্ছে। ' এরপর শুক্রবার কোচবিহারে ( Cooch Behar )  গিয়ে ফের আক্রমণাত্মক বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং দল। 



কোচবিহারের সন্ত্রস্ত এলাকায় শুক্রবার পৌঁছয় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ভোট-সন্ত্রাসে আক্রান্তদের সঙ্গে কথা বলেন তাঁরা। পঞ্চায়েত-পর্বে হিংসার খতিয়ান নিতে রাজ্য়ে এসেছে বিজেপির কেন্দ্রীয় দল। মঙ্গলবার কলকাতায় নেমেই হিঙ্গলগঞ্জে ভোট সন্ত্রাসে ঘরছাড়াদের পরিবারের সঙ্গে দেখা করেন তথ্যানুসন্ধান কমিটির সদস্যরা।  রাজ্য়পালের সঙ্গেও বৈঠক করে একগুচ্ছ অভিযোগ জানান তাঁরা। বৃহস্পতিবার বাসন্তীতে গিয়ে আক্রান্ত বিজেপি প্রার্থীদের সঙ্গে কথা বলেন তাঁরা। ফ্যাক্ট ফাইন্ডিং টিমে রয়েছেন বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ও বিজেপি সাংসদ সত্যপাল সিং, রাজদীপ রায়, রেখা ভার্মা ও উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ও বিজেপির রাজ্যসভার সাংসদ ব্রিজলাল।  

শুক্রবার কোচবিহার গিয়ে রবিশঙ্কর বলেন, ' আমাদের কর্মীদের গুলি করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে এসব কী হচ্ছে  ? উনি তো বামেদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন। অথচ বামজমানার থেকেও এখন খারাপ অবস্থা  পশ্চিমবঙ্গের।'  


মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা 
বুধবারই সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে কটাক্ষ করেন। তিনি বলেন, 'কথায় কথায় ফ্য়াক্ট ফাইন্ডিং টিম। এভাবে দেশ চলে না। দেশ চালাতে ধৈর্য রাখতে হয়। ' কেন্দ্রর উদ্দেশে আক্রমণ শানিয়ে তিনি বলেন, ' ত্রিপুরায় যখন ৯৩ শতাংশ আসনে ভোট হয় না, কোথায় থাকে ফ্য়াক্ট ফাইন্ডিং কমিটি? উত্তরপ্রদেশে খন ৬৭ শতাংশ আসনে ভোট হয় না, কোথায় থাকে তারা? মণিপুর জ্বলছে। কোথায় ফ্য়াক্ট ফাইন্ডিং কমিটি। অসমে এত খুন হল। কোথায় কমিটি? উত্তরপ্রদেশে এত লোক খুন হল কোথায় কমিটি? বিজেপি বলছে আমরা থাকলে এনকাউন্টার করে দিতাম। কাকে করবে? এনআরসি নিয়ে আন্দোলন করছিল দিল্লিতে। কত ডেডবডি খুঁজে পাওয়া গেল না। কটা কমিটি গেছে? '