রুমা পাল, কলকাতা : পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) এবারও থাকছে পিঙ্ক বুথ (Pink Booth)। পরিচালনার দায়িত্ব থাকবে পুরোপুরি মহিলাদের (Women Operaated Booths) ওপরই। মুর্শিদাবাদে ৫ হাজার ৪৩৮টি বুথের মধ্য়ে মহিলা পরিচালিত বুথ ৫৪০টি। ভোট কর্মীর সংখ্য়া কম হওয়ায় এই সিদ্ধান্ত, জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। লোকসভা, বিধানসভা, পুরসভার পর এবার পঞ্চায়েত ভোটও সামলাবেন তাঁরা। বুথ পরিচালনার দায়িত্ব থাকবে পুরোপুরি মহিলাদের ওপরেই। পিঙ্ক বুথ (Pink Booth) বলে পরিচিত যে বুথগুলি।


রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) জানিয়েছে, মুর্শিদাবাদে (Murshidabad) ৫ হাজার ৪৩৮টি বুথের মধ্য়ে মহিলা পরিচালিত বুথ ৫৪০টি। পূর্ব বর্ধমানে (Purba Burdhman) ৩ হাজার ৯৩৩টি বুথের মধ্যে এর সংখ্য়া ২১৬। হুগলিতে (Hooghly) ৩ হাজার ৮৫১টি বুথের মধ্য়ে পিঙ্ক বুথের সংখ্য়া ২১০। বীরভূমে (Birbhum) ২ হাজার ৭৬৮টি বুথের মধ্য়ে পিঙ্ক বুথ ১৯০টি। নদিয়ায় (Nadia) প্রায় ৪ হাজার বুথের মধ্য়ে পিঙ্ক বুথের সংখ্য়া ১৫৪। আলিপুরদুয়ারে ১ হাজার ২১২টি বুথের মধ্য়ে মহিলা পরিচালিত বুথ ১২৬টি। মালদায় (Malda) ৩ হাজার ৩৫টি বুথের মধ্য়ে ১২৩টি মহিলা পরিচালিত। উত্তর দিনাজপুরে ২ হাজার ১২৬টি বুথের মধ্যে ৭টি মহিলা পরিচালিত।


রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, একদিকে ভোট কর্মীর সংখ্য়া কম। অন্যদিকে, কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) নির্দেশ দিয়েছে, পঞ্চায়েত ভোটে, কোনও চুক্তিভিত্তিক কর্মীকে ফোর্থ পোলিং বা তার ওপরে নিয়োগ করা যাবে না। এই পরিস্থিতিতেই, মহিলা পরিচালিত পিঙ্ক বুথ চালু করার ভাবনা। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে দিকে দিকে সন্ত্রাস, গুলি, বোমাবাজি, মৃত্যু, বাদ যায়নি কিছুই। ভোটের দিন কী হতে পারে, তা নিয়ে চিন্তা থাকাটাই স্বাভাবিক। এই পরিস্থিতিতে, চ্যালেঞ্জ আছে, মানছেন অনেকেই। তবে পিছপা হওয়ার কোনও প্রশ্ন নেই। তাই প্রত্যন্ত এলাকায় ভোটের সরঞ্জাম নিয়ে পৌঁছে যাবেন মহিলা ভোটকর্মীরা।                                                                           


আরও পড়ুন- শুভেন্দু-গড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত, পঞ্চায়েত নির্বাচনে কোন দিকে ঝুঁকে পূর্ব মেদিনীপুর ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial