নয়াদিল্লি: হিংসার আগুনে জ্বলছে ফ্রান্স (France)। এবার আরও একধাপ এগিয়ে অভিভাবকের উদ্দেশে বার্তা দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। হিংসা থেকে সন্তানদের দূরে রাখার বার্তা দিলেন ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron)। 


অভিভাবকের উদ্দেশে বার্তা প্রেসিডেন্টের: কিশোরকে হত্যা করার অভিযোগ উত্তাল ফ্রান্স। ট্রাফিক আইন অমান্য করার অভিযোগে ওই কিশোরের দিকে গুলি চালানোর অভিযোগ ওঠে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফ্রান্সজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এই ঘটনার পর থেকেই দফায় দফায় তৈরি হয়েছে উত্তেজনা। এই ঘটনার প্রতিবাদে সাদা জামা পরে রাস্তায় নামেন বহু মানুষ। গাড়ির হর্ন বাজিয়ে তাঁরা প্রতিবাদ জানান। এই পরিস্থিতিতে এবার সন্তানদের হিংসা থেকে দূরে রাখার নির্দেশ দিলেন প্রেসিডেন্ট। 


ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, বিক্ষোভ ঠেকাতে প্রায় ৪০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। যার মধ্যে প্যারিসে রয়েছে ৫ হাজার পুলিশ। বিক্ষোভ দমাতে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টা থেকে বাস এবং ট্রেন চলাচল বন্ধ রয়েছে।  জুলাই পর্যন্ত প্যারিসের ইলে–ডে শহরে কারফিউ জারি থাকবে। সূত্রের খবর, ইতিমধ্যেই ৮৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভের জেরে প্রায় ২৪৯ জন পুলিশ আধিকারিক আহত হয়েছেন। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার রাতে প্রায় ২০০টি সরকারি ভবন ভাঙচুর করা হয়েছে। যার মধ্যে ৭৯টি পুলিশ স্টেশন, ৩৪টি টাউন হল এবং ২৮টি স্কুল রয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Air Conditioner: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন?