কলকাতা:  ভোট বয়কটের বুথে ভোট পড়েছে ৯৫% ! আইজি-ডিজিকে অনুসন্ধান করতে নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)।  পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) মিটতেই উঠে আসছে ভুরি ভুরি অভিযোগ। রাজ্যের জেলায় জেলায় ছাপমারা ব্যালট উদ্ধার হচ্ছে। প্রশ্ন উঠেছে কত সংখ্যক ব্যালট আদৌ পৌছাতে পেরেছে গণনাকেন্দ্র অবধি। তবে ছাপ্পা ভোট থেকে শুরু করে, প্রয়াত ব্যাক্তির জায়গায় ভোট দেওয়ার ঘটনা এ রাজ্যে আগেও বহুবার উঠে এসেছে। তবে এবার অবাক করল জ্যাংড়া হাতিয়াড়া ২ নং পঞ্চায়েত।


'মানুষ ভোট দিতেই গেল না, কীভাবে ভোট ৯৫% ?'


'মানুষ ভোট দিতেই গেল না, কীভাবে ভোট ৯৫% ?', বিস্মিত বিচারপতি অমৃতা সিনহা। অনুসন্ধান করে ৩ অগাস্টের মধ্যে আইজি-ডিজিকে রিপোর্ট দিতে নির্দেশ। রাজারহাট বিডিও-র রিপোর্টও তলব হাইকোর্টের। মূলত এই অভিযোগের প্রেক্ষিতে তার কী বক্তব্য আছে, তা পেশ করবেন। মূলত যে বক্তব্যের ভিত্তিতে ভোট বয়কট করা হয়েছিল, তা হল, মনোনয়ন পত্র জমা ঘিরে একাধিক সন্ত্রাসের ঘটনা ঘটেছে।  বিরোধী দলের অনেকেই প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু সন্ত্রাসের জন্য মনোনয়ন জমা দিতে পারেননি। ফলত এই ইস্যুকে সামনে রেখেই স্থানীয়া ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল। তবে প্রশ্নটা থেকেই যাচ্ছে, জ্যাংড়া হাতিয়াড়া ২ নং পঞ্চায়েতে যে বুথে ভোট বয়কট করা হয়েছিল, সেই বুথে কী করে ৯৫ শতাংশ ভোট পড়ল ? এই অদুভুত ঘটনা কী করে ঘটল, তার তদন্তেই আইজি-ডিজিকে অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 


আরও পড়ুন, 'আদালতে সাজাপ্রাপ্তরাই বিরোধী জোটের পথ প্রদর্শক', কাকে কটাক্ষ মোদির ?


ছাপ্পা ভোট 


প্রসঙ্গত, রাজ্যের পঞ্চায়েত ভোট হবার আগেই কড়া নিরাপত্তা জারি হয়েছিল। যাতে কোনওভাবে ছাপ্পা ভোট বা রিগিংয়ের ঘটনা না ঘটে, পাশাপাশি হিংসার কোনও ঘটনাকে ঢাল বানিয়েও যাতে কোনও কারচুপি না হয়, তা নিয়েও কম নজর রাখা হয়নি। যদিও পঞ্চায়েত ভোটের পর ফের প্রকাশ্যে এল একের পর এক গুরুতর অভিযোগ। গত কয়েকদিন ধরেই ছাপ দেওয়া ব্যালট পেপার উদ্ধার হয়েছে। যা নিয়ে বিতর্কের ঝড়ও উঠেছে। এর মধ্যে হুগলি, নদিয়া জেলা রয়েছে। পাশাপাশি একাধিক জায়গায় সিসিটিভি নিয়েও উঠেছে ভুরিভুরি অভিযোগ। তবে যে বুথে গেল না কোনও ভোটার, সেই বুথে কিনা সর্বোচ্চ শতাংশের ভোট পড়েছে ! কার্যতই এই ঘটনা প্রকাশ্য়ে আসতেই চাপানউতোর রাজনৈতিক মহলেও।