সৌভিক মজুমদার, কলকাতা: এবার গোটা পুরুলিয়া জেলাতেই পুনর্নির্বাচন চেয়ে আবেদন। প্রধান বিচারপতির কাছে আবেদন করেছেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। স্বচ্ছ নির্বাচন হয়নি,  এই মর্মে তদন্ত চাওয়া হয়েছে আবেদনে। নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে তদন্তভার দেওয়ার আবেদনও জানানো হয়েছে। 


অন্যদিকে, হাওড়ার সাঁকরাইলের ১৫টি, উত্তর ২৪ পরগনার হাবড়ার ৪টি ও হুগলির সিঙগুরের একটি বুথে ফের নির্বাচন হবে। বিজ্ঞপ্তি জারি করে জানাল রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, সাঁকরাইলের মানিকপুর ও সারেঙ্গার ১৫টি বুথে ভোট দেওয়া ব্যালট পেপার ছিনতাই করা হয়। ফলে ওই বুথগুলিতে ভোট গণনার কাজ সম্পূর্ণ করা যায়নি।


এর আগে ভোট গণনার দিন সাঁকরাইলে তৃণমূল বিধায়ক প্রিয়া পালের বিরুদ্ধে ব্যালট লুঠের অভিযোগ ওঠে। একইরকমভাবে সিঙগুরের বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের একটি বুথ ও হাবড়ার ভুরকুন্ডা ও গুমার ৪টি বুথে ফের ভোট হবে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।


পঞ্চায়েত ভোটের পুনর্নির্বাচনেও ভয়ের ছবি ফিরেছে কোথাও আতঙ্কে কেঁদেছেন বিরোধী দলের প্রার্থী। কোথাও আতঙ্কে ঘরছাড়া হয়েছেন। কোথাও ধরা পড়েছে একগাড়ি বহিরাগত! কোথাও ধরা পড়েছে ভুয়ো ভোটার! জায়গায় জায়গায় বোমাবাজির ঘটনা! বিভিন্ন জায়গায় পুলিশকেও দেখা গেছে সক্রিয় ভূমিকায়! যে ছবিটা দেখা যায়নি ভোটের দিন! পুনর্নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে রাজ্যের ৬৯৬টি বুথে। মুর্শিদাবাদ থেকে শুরু করে কোচবিহার, দুই ২৪ পরগনা, নদিয়া-সহ ১৯টি জেলার একাধিক বুথে হয়েছে পুননির্বাচন। কিন্তু বেনজির হিংসার ছবি দেখা যায় জেলায় জেলায়। 


আরও পড়ুন, পঞ্চায়েত ভোট শেষ হতে না হতেই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু, রাজ্যে আসছে কমিশনের প্রতিনিধিদল


এদিকে, ভোট গণনা শেষ হওয়ার প্রায় এক সপ্তাহ পরেও, মালদার গাজোলে গণনা কেন্দ্র থেকে উদ্ধার হল সিল করা ৩টি ব্যালট বাক্স। এই ৩টি ব্যালট বাক্সের খোঁজ না মেলায়, সালাইডাঙা গ্রাম পঞ্চায়েতের জীবনপুর গ্রামের ৮৩ নম্বর বুথে পুনর্নির্বাচন হয়। তৃণমূলের বিরুদ্ধে গণনায় কারচুপির অভিযোগে বিডিও অফিসের সামনে বিক্ষোভ শুরু করেছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। গাজোলের হাজি নাকু মহম্মদ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে গাজোল ব্লকের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ভোট গণনা হয়েছিল। প্রধান শিক্ষক জানিয়েছেন, গত ১৫ জুলাই স্কুল খোলার পর, তালা ভেঙে ২০৭ নম্বর ঘরে মেলে ৩টি সিল করা ব্যালট বাক্স। খবর পেয়ে সকালেই কেন্দ্রীয় বাহিনী ও বিশাল পুুলিশ বাহিনী নিয়ে ওই স্কুলে পৌঁছে যান বিডিও। উদ্ধার হয় সিল করা ব্যালট বাক্স।