নয়াদিল্লি: এদিন নাম না করে বিরোধীদের কটাক্ষ করেন মোদি (PM Modi)। প্রধানমন্ত্রী বলেন, 'লেভেল অন্য কারও, ভিতরে অন্য কিছু। এদের দোকানের এটাই সত্যতা। এদের দোকানে দুটি জিনিসের গ্যারান্টি মেলে।' এদিন বক্তব্যের মাঝে নাম না করেই রাহুল গাঁধীকে কটাক্ষ করেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, 'আদালতে যাঁরা সাজা পান, তাঁরাই বিরোধী জোটের পথ প্রদর্শক। এঁরাই বলেন অফ দ্য ফ্যামিলি, বাই দ্য ফ্যামিলি, ফর দ্য ফ্যামিলি।'


'আদালতে সাজাপ্রাপ্তরাই বিরোধী জোটের পথ প্রদর্শক'


অপরদিকে, পশ্চিমবঙ্গে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে(Panchayat Poll Violence)  হিংসা ও খুন খারাপি হয়েছে।  সিপিএম ও কংগ্রেসের কর্মীরা হিংসা থেকে বাঁচার চেষ্টা করছেন। কিন্তু নিজেদের স্বার্থে তাদের কর্মীদেরও মৃত্যুর মুখে ঢেলে দিচ্ছে।  বেঙ্গালুরুতে তৃণমূল-কংগ্রেস-সিপিএমের এক মঞ্চে  উপস্থিতি নিয়ে কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। 


'আক্রমণ চালাচ্ছে বিজেপি, আরএসএস'


প্রসঙ্গত, এর আগে পাটনায় বিরোধী বৈঠকে রাহুল গাঁধী (Rahul Gandhi) বলেছিলেন, 'যে নীতি এবং আদর্শের ওপর ভারত দাঁড়িয়ে আছে তার ভিতে আক্রমণ চালাচ্ছে বিজেপি, আরএসএস', এটা আদর্শের লড়াই আর এখানে আমরা সবাই একসঙ্গে আছি'। তিনি আরও বলেছিলেন, 'আমাদের মধ্যে ছোটখাটো মতপার্থক্য থাকতেই পারে কিন্তু আমরা ঠিক করেছি যে আমরা একসঙ্গেই কাজ করব। আমাদের আদর্শকে আমরা রক্ষা করব। বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার প্রক্রিয়া শুরু হল এবং এটা আমরা এগিয়ে নিয়ে যাব।' 


আরও পড়ুন, 'কর্মীরা খাবে গুলি-লাঠি, নেতাদের বরাদ্দ ফিশ ফ্রাই ?', বিরোধীদের বৈঠককে কটাক্ষ শুভেন্দুর


পরিবারতন্ত্র


মূলত এদিনের বিরোধী বৈঠকে রয়েছেন মুখ্যমন্ত্রী বন্দ্যোাপাধ্যায়। এদিন নাম না করে বললেও পরিবারতন্ত্র নিয়ে মোদির নিশানায় পড়েন রাহুল। তবে এই প্রথমবার পরিবারবাদ তিনি তিনি নিশানা করেননি। এর আগেও একাধিকবার প্রধানমন্ত্রী পরিবারতন্ত্রের খোঁচার মুখে পড়েছিলেন 'পিসি ও ভাইপো।' সেবারও নাম না করলেও মোদির নিশানায় পড়েছিলেন একটি বিশেষ দিনে। 


পাখির চোখ চব্বিশের লোকসভা ভোট


তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সবুজঝড়ের পর স্বাভাবিকভাবেই সেমিফাইনালের পর সব রাজনৈতিক দলেরই পাখির চোখ চব্বিশের লোকসভা ভোট। সেই ভোটের আগে স্বাভাবিকভাবেই সারা দেশের নজরে বিরোধীদের এই বৈঠক। তবে শুধু বিরোধীদের বৈঠকেই থেমে থাকবে না, এদিনের রাজনৈতিক চাপানউতোর, কারণ একইসঙ্গে পাল তুলেছে গেরুয়া শিবিরও। বিরোধীদের পাল্টা এবার দিল্লিতে ৩৮টি দল নিয়ে এনডিএ-র বৈঠক।