রাণা দাস, পূর্ব বর্ধমান : বালির আড়ালে থরে থরে সাজানো বোমা। উদ্ধার তিন-তিনটি আগ্নেয়াস্ত্র (Arms Recovered)। পঞ্চায়েত ভোটের মুখে, পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বিজেপি নেতার বাড়িতে। বোমা ও আগ্নেয়াস্ত্রের ভাণ্ডারের হদিশ। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আবহে দিকে দিকে বোমা-বন্দুকের আস্ফালনের মধ্যেই এই ঘটনায় তীব্র শোরগোল শুরু হয়েছে।


হরিলাল দেবনাথ, পূর্বস্থলী ১ নম্বর ব্লকের, ৩৫ নম্বর মণ্ডলের বিজেপির ওবিসি মোর্চার সভাপতি। জাহান্নগর গ্রাম পঞ্চায়েতের বেতপুকুর গ্রামে তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে খবর, রবিবার সম্পত্তি-বিবাদ সংক্রান্ত অশান্তির অভিযোগ পেয়ে বিজেপি নেতার বাড়িতে যায় নাদনঘাট থানার পুলিশ (Nadanghat Police Station)। পুলিশ (Police) সূত্রের দাবি, সেই সময় তল্লাশি চালিয়ে, বিজেপি নেতার গোয়াল ঘর থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ৬টি সকেট বোমা উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর বিষয় হল, অস্ত্র-বোমা উদ্ধারের নেপথ্যে পরিবারেরই সদস্যদের একাংশের সঙ্গে তৃণমূলের যোগসাজশের বিস্ফোরক অভিযোগ তুলেছেন ওই বিজেপি নেতা!


গোটা ঘটনা ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। বিজেপির কাটোয়া সংগঠনিক জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বলেছেন, 'হরিলাল দেবনাথ আমাদের বুথে ভাল কার্যকর্তা। নির্বাচনের মুখে তৃণমূলের যে খেলা, এই কেস দাও। এটাও তাই। তৃণমূল যেটা করে। একই কায়দায় পুলিশ সাজিয়ে এটা করছে।' পাল্টা পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেছেন, 'বিজেপির ঘরেও যো বোমা মেলে, এবার তা রাজ্যপালের এসে দেখে যাওয়া উচিত'।               

বেআইনিভাবে বোমা-আগ্নেয়াস্ত্র মজুতের অভিযোগে বিজেপি নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। সম্পত্তি বিবাদ সংক্রান্ত অশান্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতার ছেলে ও দুই ভাইকে। যে বিজেপি নেতার বাড়ি থেকে বোমা-আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে তিনি এই মুহূর্তে জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।                                                                                                       


আরও পড়ুন- 'যদি কেউ দুষ্টুমি করে, দুটো চড় মারবেন' পঞ্চায়েতের প্রচারে তৃণমূল কর্মীদের শাসনের বার্তা মমতার


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial