রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) শেষ। যদিও এখন ভোট সন্ত্রাস অব্যাহত। তবে এঘটনা হিংসার নয়। তবুও বড়ই মর্মান্তিক। ভোট কেন্দ্রে যাতে কোনওভাবে সাপ বা পোকামাকড়ের যাতে উৎপাত না হয়, সে কারণে আনা হয়েছিল কার্বলিক অ্যাসিড। আর সেটাই কাল হল ! জলের বোতল ভেবে, কার্বলিক অ্যাসিড নিয়ে ছোড়াছুড়ি করতে গিয়ে মর্মান্তিক ঘটনা বাসন্তীতে। গুরুতর আহত  ৪ স্কুল পড়ুয়া (School Student)।


মূলত,  জল ভেবে কার্বলিক অ্যাসিডের বোতল নিয়ে ছোড়াছুড়ি করতে গিয়ে অ্যাসিডে আহত হল চার শিশু। আহত শিশুদের উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়।  যদিও পরে তাঁদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ভোট কর্মীদের জন্য কার্বলিক অ্যাসিড দেওয়া হয়েছিল এলাকায় সাপ ও পোকামাকড়ের হাত থেকে বাঁচতে। ভোটের পর স্কুল খুলেছে।আর স্কুলে এসে বাচ্চারা খেলাধুলা করতে গিয়ে অ্যাসিডের বোতলকে জলের বোতল ভেবে ছোড়াছুঁড়ি করতে গেলে, সেই কার্বলিক অ্যাসিড লেগে চার শিশু জখম হয়। যাদের সকলের বয়স ৬ থেকে ১০ বছরের মধ্যে। ঘটনাটি ঘটেছে বাসন্তীর ৬ নম্বর সোনাখালী প্রাথমিক স্কুলে।


আরও পড়ুন, গভীর রাতে ঘুম ভাঙল চিৎকারে, BJP প্রার্থী ২ জা দেখলেন 'হিংসার আগুনে' জ্বলছে বাড়ি


দক্ষিণ ২৪ পরগনার এই ঘটনাটা অবশ্যই হিংসা বর্হিভূত। তবে এই জেলাতেই পঞ্চায়েত ভোট ঘিরে হয়েছে একের পর এক হিংসার ঘটনা।পঞ্চায়েত ভোটে সন্ত্রাস নিয়ে বিস্ফোরক ডেবরার তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর (Humayun Kabir)।তিনি সম্প্রত বলেছিলেন, 'বাঙালি হিসেবে লজ্জিত, মর্মাহত, মাথা হেঁট হয়ে যাচ্ছে লজ্জায়। আর কতদিন এসব চলবে, যুগের পর যুগ চলে যাচ্ছে, কিন্তু আমরা পাল্টাতে পারছি না। আমি অত্যন্ত ক্ষুব্ধ।  এত খুনোখুনি, মারামারি, কেন জিরো করতে পারছি না ? মৃত্যু কাম্য নয়, মৃতের পরিবারই জানেন এটা কতখানি কষ্টকর। পরিস্থিতি সামাল দিতে না পারা কমিশন, প্রশাসন, রাজনৈতিক দলগুলির ব্যর্থতা। ভয়মুক্ত, রক্তহীন নির্বাচন করতে পারলাম না।' অপরদিকে, ভোট হিংসা (Panchayat Poll Violence) নিয়ে সরব চিরঞ্জিৎ। 'বাঙালি হিসেবে কে লজ্জিত নয়! সবাই লজ্জিত, আমিও লজ্জিত!বিদেশে গিয়েও শুনতে হবে, ভাল লাগবে না শুনতে। বাঙালির বদনাম হয়ে যাচ্ছে বহু বছর ধরে', মন্তব্য বারাসাতের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীর (Chiranjeet Chakraborty)।