ডমিনিকা: টেস্ট ম্যাচের সবে তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষ হয়েছে। এখনই ইনিংস জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে ভারত (Ind vs WI)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুক্রবার, ম্যাচের তৃতীয় দিন লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ৪০০/৪। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের স্কোরের চেয়ে এখনই ২৫০ রানে এগিয়ে গিয়েছে ভারত। বিরাট রানের লিড নেওয়ার পথে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অল আউট হয়ে গিয়েছিল। ক্যারিবিয়ানদের সামনে বিরাট রানের লিড সামলে ম্যাচ বাঁচানো এখন অগ্নিপরীক্ষা।
আগের দিনের ১৪৩ রানে খেলা শুরু করে শুক্রবার দেড়শো সম্পূর্ণ করেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। অনেকে ভেবেছিলেন যে, ১৮৭ রান পেরিয়ে শিখর ধবনের রেকর্ড ভেঙে দেবেন বাঁহাতি ব্যাটার। কিন্তু ১৭১ রান করে আলজারি জোসেফের বলে কট বিহাইন্ড হয়ে যান যশস্বী। তিনি ফিরলেও ক্রিজে রয়েছেন বিরাট কোহলি। ৭২ রান করে অপরাজিত কোহলি। সেঞ্চুরি স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছিল অনেকের।
যদিও লাঞ্চের পরই একবার জীবন পেয়েছেন কোহলি। তখন তিনি ব্যক্তিগত ৭২ রানেই ব্যাট করছেন। ক্যারিবিয়ান পেসার কেমার রোচের বলে খোঁচা মারেন কোহলি। ডানদিকে ঝাঁপিয়ে পড়েও সেই ক্যাচ তালুবন্দি করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার জোশুয়া দ্য সিলভা।
দ্বিতীয় দিনের শেষে ১৪৩ রানে অপরাজিত ছিলেন যশস্বী জয়সওয়াল। তাঁর সামনে বিরল এক কীর্তির হাতছানি ছিল। অভিষেক টেস্টে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রানের ইনিংস খেলার নজির রয়েছে শিখর ধবনের। মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক টেস্টে ১৮৭ রান করেছিলেন শিখর ধবন। কিন্তু যশস্বী ১৭১ রানে ফেরেন। তাই ধবনের রেকর্ড অক্ষতই রইল।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের ব্যাটিং ব্যর্থতার মাঝে লড়াই করেছিলেন একমাত্র অজিঙ্ক রাহানে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে তাঁকে সহ অধিনায়ক করা হয়েছে। তবে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে রান পেলেন না রাহানে। ১১ বলে মাত্র ৩ রান করে ফেরেন রাহানে।
আরও পড়ুন: দল বদলের বাজারে ফের চমক মোহনবাগান সুপার জায়ান্টের, সবুজ মেরুনে যোগ দিলেন সাহাল
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন