গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) নামখানায় উলটপুরাণ। এবার তৃণমূল প্রার্থীর এজেন্টের (TMC Candidate) বাড়ির দরজায় মিলল সাদা থান, রজনীগন্ধার মালা, সঙ্গে চিতা জ্বালানোর ছবি। অভিযোগের তির বিজেপির দিকে, নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে চাঞ্চল্য। তৃণমূলে গোষ্ঠীকোন্দলের জের,পাল্টা দাবি বিজেপির (BJP)। 


TMC প্রার্থীর এজেন্টের বাড়িতে সাদা থান 


উল্লেখ্য, আজ সকালে বিষয়টি নজরে আসে তৃণমূল কর্মী তরুণ জানা ও তাঁর পরিবারের লোকজনদের। তারপর থেকে আতঙ্কিত তিনি ও তার পরিবারের লোকজনেরা। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে সাদা থান ও রজনীগন্ধার মালা উদ্ধার করে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানার ব্লকের নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের ২৫৫ নম্বর বুথের ঘটনা।


অভিযোগের তির বিজেপির দিকে


এবারের নির্বাচনে ওই বুথ থেকে জয়ী হন তৃণমূলের চম্পা বৈরাগী। ওই তৃণমূল প্রার্থীর এজেন্ট ছিলেন তরুণ জানা। তরুণ এবারের নির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে প্রচার থেকে শুরু করে বুথের সংগঠন মজবুত করার কাজ করেছিলেন। তাই তার বাড়ির সামনে সাদা থান ও রজনীগন্ধার মালা ফেলে রেখে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। বিরোধী বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


'থান পাঠানোর গল্পটা সিপিএমের জেনেটিক বৈশিষ্ঠ্য' 


 প্রসঙ্গত, এর আগে সুজন চক্রবর্তী বলেছিলেন,' বাড়িতে সাদা থান, বাড়ির মানুষদের শিহরিত করে দেওয়া যায়। ভয় পাইয়ে দেওয়া যায়। ..তৃণমূল পারবে না, ভোট হলে হারবে। অসততার চূড়ান্ত জায়গায় গিয়ে, এইরকম ভয় পরিবারের লোককে দেখাচ্ছে। নানান আক্রমণ, অত্যাচার, বাড়িতে সাদা থান, আর কোথায় নামবে।' এর পর পাল্টা তোপ দেগে কুণাল ঘোষ বলেছিলেন, এই যে সাদা থানা পাঠানো, মালা পাঠানো, এর কপিরাইটটা কিন্তু সিপিএমের। হয় সিপিএম করছে, নতুবা সিপিএম থেকে যারা বিজেপিতে গিয়েছে, তাঁরা করছে। 'থান পাঠানোর গল্পটা সিপিএমের জেনেটিক বৈশিষ্ঠ্য।' 


আরও পড়ুন, 'কর্মীরা খাবে গুলি-লাঠি, নেতাদের বরাদ্দ ফিশ ফ্রাই ?', বিরোধীদের বৈঠককে কটাক্ষ শুভেন্দুর


উল্লেখ্য,ভোটের আগে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এমন পোস্টার চোখে পড়েছিল। যাতে লেখা ছিল, 'তৃণমূলের বিরুদ্ধে লড়লে বাড়িতে সাদা থান পাঠাব। তৃণমূলের বিরুদ্ধে লড়লে গ্রাম ছাড়া করা হবে। বাঁচাতে পারবে না পুলিশও'। শুধু রঘুনাথগঞ্জই নয়, জয়নগরে বাম সমর্থিত নির্দল প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ সামনে এসেছিল সেসময়। সেখানেও বাড়িতে সাদা থান পাঠানোর হুমকি দেওয়া হয়েছিল বলে খবর।