লন্ডন: তাঁদের টুর্নামেন্টের আয়োজক বলে সম্মান দেওয়া হয়। তাঁদের ম্যাচ দেখার জন্য আলাদা রয়্যাল বক্সও রয়েছে অল ইংল্যান্ড টেনিস ক্লাবের সেন্টার কোর্টে। কিন্তু উইম্বলডনের (Wimbledon) দস্তুরই হচ্ছে, ব্রিটিশ রাজ পরিবারের সদস্যরা আসবেন। খেলা দেখবেন। ট্রফি নিয়ে কোর্টে ঢুকবেন। আলাদা করে কাউকে সমর্থন করবেন না।


সেই প্রথাই কি ভাঙল রবিবার? নোভাক জকোভিচ বনাম কার্লোস আলকারাজ় ম্যাচ চলাকালীন টিভি ক্যামেরায় ধরা পড়েছে, স্পেনের তারকার সমর্থনে হাততালি দিয়েছেন রাজকুমারী কেট। তবে বেশি করে চোখে পড়েছে তাঁর দুই সন্তান - রাজকুমার জর্জ ও রাজকুমারী শার্লটকে। আলকারাজ়ের সমর্থনে রীতিমতো গলা ফাটিয়েছেন তাঁরা। পাঁচ সেটের রুদ্ধশ্বাস লড়াইয়ের পর আলকারাজ় জিততেই রীতিমতো মুষ্টিবদ্ধ হাত হাওয়ায় ছুড়ে আস্ফালন করতে দেখা যায় তাঁদের। 


আর সেই ছবি দেখেই সমালোচনার ঝড় উঠেছে। বলা হচ্ছে, এভাবে রাজধর্ম থেকে বিচ্যুত হয়েছে ব্রিটিশ রাজ পরিবার। বলা হচ্ছে, কোনওভাবেই কোনও একজন খেলোয়াড়কে এভাবে সমর্থন করতে পারে না রাজ পরিবার। এটা তাঁদের জন্য ভাল বিজ্ঞাপন নয়। শোভনীয় দৃশ্য মেলে ধরতে পারেননি তাঁরা।


পাল্টা যুক্তিও দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, নাটকীয় ফাইনাল সকলকেই আবেগতাড়িত করে ফেলতে পারে। জর্জ ও শার্লটের বয়স কম। তাই তাঁদের আচরণ কখনওই রাজ পরিবারের বাকি সকলের সঙ্গে মিলিয়ে দেখা ঠিক নয়।


 






২০ বছরের আলকারাজের কেরিয়ারের প্রথম উইম্বলডন খেতাব জয় এটি। তাও আবার নোভাক জকোভিচকে হারিয়ে। যিনি সেন্টার কোর্টে গত ১০ বছরে ৪৫ ম্যাচ পর কোনও খেলায় হারলেন ! বরিস বেকার ও বিয়ন বর্গের পর ওপেন এরার তৃতীয় খেলোয়াড় হিসেবে ২১-র গণ্ডি ছোঁয়ার আগেই উইম্বলডন জেতা আলকারাজ প্রসঙ্গে ম্যাচ শেষে নোভাক বলেছেন, 'দিনটা ভাল গেল না আমার। কার্লোস তুমি দুরন্ত খেলেছো। যে টেনিস তুমি খেলেছো তাতে ট্রফিজয়ের যোগ্য দাবিদার।' যেখানেই না থেমে হাসিমুখে জোকারের সংযোজন, 'ভেবেছিলাম শুধু ক্লে কোর্টে (সুরকি) ভোগাবে, ঘাসেও একই হাল হবে ধরতে পারিনি।'                   


আরও পড়ুন: টানা ব্যর্থতার জের, আরসিবির দায়িত্ব থেকে ছাঁটাই বাঙ্গার-হেসন, বিরাটদের দায়িত্বে এবার কারা ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial