কলকাতা: 'পঞ্চায়েতে জিতলেই টাকা, তাই এত মারামারি-ভাঙচুর!' জাঙ্গিপাড়া ব্যালট মামলায় মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। ২০ জুলাইয়ের মধ্যে রিটার্নিং অফিসারের হলফনামা তলব। গণনাকেন্দ্রের (Counting Room) বাইরে উদ্ধার হওয়া ব্যালট নিয়ে হলফনামা তলব। রাস্তায় ব্যালট পড়ে থাকলে স্বচ্ছতা কোথায়? মন্তব্য বিচারপতির (Justice)।


সিসিটিভি ফুটেজ নিয়ে আদালতে হাজিরা রিটার্নিং অফিসারের। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা থাকবে সিসিটিভি ফুটেজ, নির্দেশ হাইকোর্টের।'প্রিসাইডিং অফিসারের ইস্যু করা ব্যালট বাইরে এল কীভাবে? এগুলির যে অপব্যবহার হয়নি, তা নিশ্চিত করবেন কী করে?' প্রশ্ন বিচারপতির। 


প্রসঙ্গত, গণনার দিন ব্যালট ইস্যুতে নিয়ম ভঙ্গ নিয়ে গুরুতর অভিযোগ তুলেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।গোটা বাংলায় তখন সবুজ ঝড়, ঠিক তখন গণনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। আদৌ কি বামদের পক্ষে দেওয়া ব্যালট পেপারগুলি, গণনার টেবিল পর্যন্ত পৌঁছতে পেরেছে  ? নাকি সেগুলি রাস্তায় লুটোপুটি খাচ্ছে ? এমন কি গোটা প্রক্রিয়া নিয়ে আলোকপাত করেছিলেন মহম্মদ সেলিম।


তিনি বলেছিলেন, 'এমএলএ-রা বসে আছেন গণনাকেন্দ্রে ! জেতা প্রার্থী, তাঁর সার্টিফিকেট ইস্যু করা হবে না। শংসাপত্র দিয়ে দিয়েছে, তারপরেও কেড়ে নিচ্ছে। ছিনতাই করে নিচ্ছে। সিপিএম যেখানে জিতছে, সেখানে রিকাউন্টিংয়ের নাম করে ৩ থেকে ৪ বার কাউন্টিং করা হচ্ছে। তারপরে ব্যালট সই করা- গোছা গোছা, যা যেখানে গুজে দিয়েছে !'


তিনি অভিযোগ জানিয়ে আরও বলেছিলেন,' বলা হয়েছিল, সই করা ছাড়া হবে না। সেইগুলিকে ডাউটফিল করে রেখে দিল। আবার সেন্ট্রাল টেবিলে বিডিও-র টেবিলে, তৃণমূল হারছে যখন দেখছে, তখন সেইগুলিকে গণনার মধ্যে নিয়ে যাচ্ছে। যেখানে সেসব করে পারছে না, সিপিআইএম-র ছাপ মারা, বামপন্থীদের ছাপ মারা ব্যালট  জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে।  নর্দমায় ফেলে দিচ্ছে, কালি ছিঁটিয়ে দিচ্ছে বলে গুরুতর অভিযোগ তুলেছিলেন তিনি।


তবে শুধুই ব্য়ালট পেপার ইস্যুই নয়, হুগলি জেলায় ভোট ঘিরে আরও কিছু ভয়াবহ অভিযোগ উঠেছে। জাঙ্গিপাড়া ব্লকের রাজবলহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পরাজিত বিজেপি প্রার্থী সৌরেন পালের বাড়িতে হামলা, বাধা দিতে যাওয়ায় প্রতিবেশীকে বাঁশ দিয়ে পেটানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রাতে এলাকায় ব্যাপক বোমাবাজি, বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়।


আরও পড়ুন, হাওড়ায় TMC-র বিজয় মিছিলকে লক্ষ্য করে ইটবৃষ্টি, বোতল নিক্ষেপ, আহত একাধিক


অভিযোগ, মঙ্গলবার পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পর থেকেই পরাজিত বিজেপি প্রার্থীকে হুমকি দেওয়া হচ্ছিল। গতকাল রাতে প্রার্থীর বাড়িতে চড়াও হয় তৃণমূলের দুষকৃতীরা। বিজেপি প্রার্থীকে মারধরে বাধা দেওয়ায় প্রৌঢ় প্রতিবেশীর মাথায় বাঁশ দিয়ে বাড়ি মারা হয় বলে অভিযোগ। গুরুতর জখম ওই ব্যক্তি এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন। গতকালের ঘটনার পর আজ আক্রান্তদের বাড়িতে যান বিজেপির জেলা সভাপতি। তৃণমূল সন্ত্রাসে বিশ্বাসী নয়, বিজেপি প্রার্থী দলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার, দাবি শাসকদলের।