ডমিনিকা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে প্রথম টেস্টের (IND vs WI 1st Test) প্রথম দিনশেষে ম্যাচের রাশ সম্পূর্ণভাবে ভারতীয় দলের হাতে। সৌজন্যে আর অশ্বিনের পাঁচ উইকেট আর দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) জমাটি ব্যাটিং। দিনশেষে রোহিত ৩০ ও এই ম্যাচেই নিজের অভিষেক ঘটানো যশস্বী ৪০ রানে অপরাজিত হয়েছেন।
তরুণ যশস্বীকে নিজের ইনিংসের শুরুতে খানিকটা নড়বড়েই দেখায়। তবে ইনিংস যত গড়ায়, ততই যশস্বী ব্যাট হাতে নিজের দক্ষতা মেলে ধরেন যশস্বী। তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ আর অশ্বিন (Ravichandran Ashwin) যশস্বীকে দরাজ সার্টিফিকেট দিয়ে দিলেন। তাঁকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করে অশ্বিন বলেন, 'যশস্বী খুবই চনমনে এবং প্রতিভাবান একজন ক্রিকেটার। আশা করছি ও নিজের কেরিয়ারে অনেক সাফল্য পাবে। আমার মনে হয় ভবিষ্যতে অদূর ব্যাট থেকে বিশেষ কিছু পারফরম্যান্স দেখতে পাব।'
প্রসঙ্গত, অশ্বিন বিগত কয়েক বছর ধরে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন। সেই দলের হয়েই আবার মাঠে নামেন যশস্বীও। তাই খুব কাছে থেকে যশস্বীকে দেখার সুযোগ পেয়েছেন অশ্বিন। আইপিএলে স্বপ্নের ফর্মে থাকা যশস্বীকে ভারতীয় টেস্ট দলেও সুযোগ দেওয়া হয়। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার হাত থেকেই টেস্ট ক্যাপ পান যশস্বী। তারপর তাঁরই সঙ্গে নামেন ওপেন করতে। এদিন ব্যাট করতে নেমে স্বাভাবিকভাবেই শুরুতে কিছুটা বিচলিত ছিলেন যশস্বী। দীর্ঘ সময় নিজের খাতা খুলতে পারেননি তিনি। তবে একবার আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পরই তাঁর ব্যাটিংয়ে ছন্দও ফেরে।
চার মেরে টেস্টে নিজের খাতা খোলেন যশস্বী। রোহিতের বিরুদ্ধে শুরুর দিকে কয়েকটি এলবিডব্লু আপিল হলেও, তিনিও ভাল ছন্দে ব্যাট করেন। প্রথম দিনশেষে এই দুই তারকাই অপরাজিত রয়েছেন। নিশ্চয়ই নিজেদের ইনিংসকে বড় রানে রূপান্তরিত করতে বদ্ধপরিকর হবেন দুই ভারতীয় ওপেনার। নিজেদের লক্ষ্যে তাঁরা আদৌ পৌঁছতে পারবেন কি না, সেটা সময়ই বলবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial