রঞ্জিত হালদার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও করুণাময় সিংহ: পঞ্চায়েত ভোটে তৃণমূলের জয়ের মধ্য়েও আরাবুল ইসলামের ডেরায় হোঁচট খেল রাজ্যের শাসক দল। যে পঞ্চায়েত এলাকায় আরাবুলের বাড়ি, সেখানেই হারল তৃণমূল। একই ছবি মালদাতেও। সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের গ্রামে হেরে গেল তৃণমূল।


তৃণমূলের জয়োল্লাসের মধ্য়েই শাসকের হেভিওয়েটদের ঘরে সিঁধ কাটল বিরোধীরা। আরাবুল ইসলামের ডেরায় সিঁধ কাটল ISF এবং জমিরক্ষা কমিটির জোট। ভাঙড় ২ নম্বর ব্লকে ১০টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এরমধ্যে একমাত্র আরাবুল ইসলামের বাড়ি যে পঞ্চায়েত এলাকায়, সেখানেই পরাজিত হল তৃণমূল। বাকি ৯টিতেই তৃণমূলের জয়জয়কার। পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতের গাজিপুর গ্রামে বাড়ি আরাবুল ইসলামের। পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৪টি আসনের মধ্যে ১৫টিতেই জয়ী ISF ও জমিরক্ষা কমিটির জোট। বেঁওতা ১ গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছিলেন আরাবুল ইসলাম। নিজের পাড়াতে হারলেও, আরাবুল নিজে পঞ্চায়েত সমিতিতে জিতেছেন। ২ হাজার ৪৪৮ ভোটে আরাবুল হারিয়েছেন সিপিএম প্রার্থীকে। 


আরাবুল ইসলাম বলেন, 'আমার বুথে জিতেছি, পোলেরহাটের অন্য বুথগুলিতে ৫ ভোট, ১০ ভোটে হেরেছি। আমাদের ৭টা ক্যান্ডিডেট হেরেছে, ৫ থেকে ১৫ ভোটের মধ্যে। হতেই পারে, কী আছে। ১০টায় ৯টা তৃণমূলের দখলে।'


পঞ্চায়েতের লড়াইয়ে, ঘরের মাঠেই ধাক্কা খেতে হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ও গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর-কে! দু-জনেরই বাড়ি গাইঘাটার ইছাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৪২ নম্বর বুথে। সেই বুথে তৃণমূলের কাছে হেরে গেছেন বিজেপি প্রার্থী।


উত্তরবঙ্গ উন্নয়ন, সেচ, স্বনির্ভর এবং স্বনিযুক্তির মতো তিন তিনটি দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। সেই সাবিনা ইয়াসমিনের বাড়ির এলাকাতেও পরাজিত হল তৃণমূল। কালিয়াচক ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৮৪ নম্বর বুথের বাসিন্দা মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এই বুথে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী মেহতাব শেখ। মন্ত্রীর পাড়ায় তাঁকে হারিয়ে উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা  যায় কংগ্রেস।


যদিও তৃণমূলের এই জয়ের পিছনে সন্ত্রাস অন্যতম কারণ বলে দাবি বিরোধীদের।  প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'অভূতপূর্ব সন্ত্রাস হয়েছে। ভোটের নামে প্রহসন আগেও বলেছি। এখনও বলছি।' যদিও বিরোধীদের দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল। বিরোধীদের কোনও জনভিত্তি নেই, পায়ের তলায় জমি নেই সেই কারণেই এমন অভিযোগ করা হচ্ছে বলে দাবি তৃণমূলের।


আরও পড়ুন: গণনার শেষ পর্বে ভাঙড়ে বোমাবাজি, চলল গুলি, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ISF কর্মীর