• পুলিশের উর্দিতে এসে তৃণমূলের দুষ্কৃতীদের হামলা, চাঞ্চল্যকর অভিযোগ মৃতের পরিবারের। গুলি চালিয়েছে আইএসএফ, পাল্টা দাবি সওকত মোল্লার।

  • মহারাষ্ট্র, কর্ণাটকের পুনরাবৃত্তি কোচবিহারের দিনহাটায়। জয়ী বিজেপি প্রার্থীদের অসমের গোপন ডেরায় নিয়ে যাওয়ার উদ্যোগ। বাস মালিক ভিনরাজ্যে যেতে রাজি না হওয়ায় রাস্তায় আটকানো হয় বাস। এমনই অভিযোগ বাস মালিকের। বিজেপি নেতৃত্বের সাফাই, পঞ্চায়েত ভোটে প্রার্থীরা খাটা-খাটনি করেছেন। তাই ঘুরতে নিয়ে যাওয়ার ভাবনা।

  • পঞ্চায়েতে সবুজ ঝড়। ২০টি জেলা পরিষদই তৃণমূলের দখলে। ভোট শতাংশের নিরিখে বিরোধীদের বহু আগে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের প্রাপ্ত ভোট ৫১ শতাংশ। বহু পিছনে থেকে বিজেপির প্রাপ্ত ভোট ২৩ শতাংশ। বামেদের প্রাপ্তি ১৩ শতাংশ ভোট, কংগ্রেসের ৬ শতাংশ । অন্যান্য দলের প্রাপ্তি ৭ শতাংশ ভোট ।

  • কেন্দ্রীয় বাহিনী ছিল, তাও কেন ভাঙড়ে কেন গন্ডগোল হল? প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে উত্তপ্ত ভাঙড়ে আজ সকালে প্রচুর বোমা উদ্ধার করে পুলিশ ও সিআইডির বম্ব স্কোয়াড। মনোনয়ন থেকে নির্বাচন এবং তারপর ফল ঘোষণা। গোটা পঞ্চায়েত ভোট পর্বেই লাগাতার অশান্তির সাক্ষী থেকেছে ভাঙড়। আর এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। ভাঙড়ে যখনই অশান্তি বেধেছে, তখনই অভিযোগ উঠেছে পুলিশি নিষ্ক্রিয়তার। আর পরিস্থিতি যখন অপেক্ষাকৃত শান্ত, তখন আচমকা পুলিশকে দেখা গেছে সক্রিয় ভূমিকায়। এর নেপথ্য়ে কারণ কী? উঠছে প্রশ্ন। 

  • ভোট শেষ, এখনও বিরাম নেই সন্ত্রাসে। মালদার হরিশ্চন্দ্রপুরে পরাজিত তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলা। বাড়িতে ঢুকে ধারাল অস্ত্র, আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি, মারধরের অভিযোগ। হামলার অভিযোগ অস্বীকার বাম-কংগ্রেসের।

  • এদিন শুভেন্দু অধিকারী বলেন, '১৮-য় যা করেছিলেন, তার ফল পেয়েছিলেন '১৯-এর লোকসভা ভোটে। আজ যা করলেন, সামনের লোকসভা ভোটে মানুষ তার জবাব দেবে। বাংলায় যা ঘটল, তাতে আগামী একমাস কালা দিবস পালন করা উচিত। '  

  • ভোটের বাংলায় মৃত্যুমিছিল, রাজ্যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, হিঙ্গলগঞ্জে আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম।

  • রাজ্য নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া পর্যাপ্ত নয়, শুভেন্দু অধিকারীর দায়ের করা ,মামলায় প্রাথমিক পর্যবেক্ষণ হাইকোর্টের

  • রাজ্যে ভোট সন্ত্রাস ঘিরে মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে।  শেষ অবধি পাওয়া খবরে, মনোনয়ন পর্ব থেকে শুরু, রাজ্যে ৩৫দিনে ভোটের বলি ৪৭। আর হিংসা-মৃত্যুর এই পরিসংখ্যানের মাঝেই এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি এদিন বলেন,  'বিক্ষিপ্ত ঘটনায় কয়েকজন মারা গেছে, আমি দুঃখিত।'

  • মনোনয়ন পর্ব থেকে শুরু, রাজ্যে ৩৫দিনে ভোটের বলি ৪৭!ভোট পরবর্তী হিংসায় অগ্নিগর্ভ কুলপি। দফায় দফায় তৃণমূল-আইএসএফ সংঘর্ষ। মুড়ি মুড়কির মতো পড়ল বোমা। তৃণমূল-আইএসএফ সংঘর্ষ, আহত অন্তত ১০। পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ ২ দলের।

  • মনোনয়ন পর্ব থেকে শুরু, রাজ্যে ৩৫দিনে ভোটের বলি ৪৬! এবার মুর্শিদাবাদের সাগরদিঘির আক্রান্ত কংগ্রেস কর্মীর মৃত্যু। ভোটের দিন তৃণমূলের সঙ্গে সংঘর্ষ, আহত কংগ্রেস কর্মীর মৃত্যু।

  • ভাঙড়ের হিংসা নিয়ে গতকাল অসংখ্য ফোন আসে রাজভবনের পিস রুমেও। অধিকাংশ ফোনই করেছিলেন সাধারণ মানুষ, দাবি রাজভবনের তরফে। যে অভিযোগ জানানো হয়েছিল তা সংশ্লিষ্ট দফতরে জানিয়ে দেওয়া হয়েছে বলে দাবি।

  • গণনা পর্বের শেষে ভাঙড়ে ভোট হিংসার বলি আরও ৩ । ভাঙড়ে বোমাবাজি, বেঘোরে প্রাণ গেল গ্রামবাসীর। কাঁঠালিয়া স্কুলে গণনা কেন্দ্রের সামনেই বোমাবাজি, গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ২ আইএসএফ কর্মী হাসান মোল্লা, রেজাউল গাজির। জেলা পরিষদের ভোট গণনাকে কেন্দ্র করে গন্ডগোল শুরু। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ আইএসএফ কর্মীদের।

  • বাংলা থেকে রাজ্যসভায় বিজেপির প্রার্থী হচ্ছেন কোচবিহারের অনন্ত মহারাজ। আজই বিজেপির পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ।
    গতকাল পঞ্চায়েত ভোটের গণনার দিনই দেখা করেছিলেন নিশীথ প্রামাণিক।

  • মালদার রতুয়ায় কংগ্রেসকর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। নিহত কংগ্রেসকর্মীর নাম ফটিকুল হক। জয়ের পর কংগ্রেসকর্মীর বাড়ির সামনে বাজি তৃণমূল সমর্থকদের। বাজি ফাটানোর প্রতিবাদ করায় পিটিয়ে খুনের অভিযোগ।
    এই নিয়ে ভোট হিংসায় মৃত্যু বেড়ে ৪৫

  • ভোটে বেলাগাম সন্ত্রাস নিয়ে সরব মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। 'আমি হিংসার তীব্র বিরোধী। আমিও পঞ্চায়েত ভোট করেছি, কিন্তু রিগিং করতে দিইনি। আমি মানুষের রায়ে জিতব, জোর করে জিতে লাভ কী ? এটা অনির্দিষ্টকাল চলতে পারে না, মমতার সঙ্গে এই নিয়ে কথা বলব।' ভোট সন্ত্রাস নিয়ে প্রতিক্রিয়া মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের।

  • বারুদের স্তূপে ভাঙড়। বিভিন্ন জায়গা থেকে উদ্ধার বোমা।

  • বিজেপি সাংসদের নেতৃত্বে বিক্ষোভের নামে তাণ্ডব চলল রায়গঞ্জের গণনাকেন্দ্রে। রায়গঞ্জ পলিটেকনিক কলেজে উল্টে দেওয়া হল টেবিল। ভোট গণনায় অস্বচ্ছতা ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিডিও-র অস্থায়ী চেম্বারে ঢুকে হম্বি-তম্বি সাংসদ দেবশ্রী চৌধুরীর। বিক্ষোভের সময় বিডিও-কে জাপটে ধরে বাঁচান বিডিও অফিসের এক কর্মী। এই ঘটনার পরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিডিও।

  • ভাঙড়ের কাঁঠালিয়া এলাকায় গতকালই খুন হয়েছেন দুই আইএসএফ কর্মী-সহ ৩ জন। ক্ষোভে ফুঁসছে ভাঙড়। রাস্তায় এখনও পড়ে রয়েছে তাজা বোমা, ইটের টুকরো, ভাঙা কাচ। বন‍্ধের চেহারা নিয়েছে গোটা এলাকা। বন্ধ শোনপুর বাজার। 
    সন্ত্রাসের আবহে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। তাঁদের রাজ্য পাঞ্জাবে ভোটের সময় এমন হয় না, ভোটের ডিউটিতে ভাঙড়ে এসে মন্তব্য পাঞ্জাব পুলিশের আধিকারিকদের।

  • শুভেন্দু অধিকারীর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখলে রাখল তৃণমূল। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭০টি আসনের মধ্যে ৩৯টি পেয়েছে তৃণমূল, বিজেপি পেয়েছে ১৩টি আসন। শুভেন্দুর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের ২ নম্বর পঞ্চায়েত সমিতি গেল বিজেপির দখলে। নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির ভোটের ফল টাই হয়েছে। ১৫টি করে আসন জিতেছে তৃণমূল ও বিজেপি। 

  • ব্য়ারাকপুর ১ নম্বর ব্লকের কাউগাছিতে বিজেপি প্রার্থীর বাড়িতে আগুন। আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার শাসক দলের। আতঙ্কে ঘরছাড়া কাউগাছি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী মৌসুমী মিত্র।

  • ভোটের ফল ঘোষণার পরেই পশ্চিম মেদিনীপুরের বেলদায় ৩ তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর, বোমাবাজি। বোমার আঘাতে জখম এক মহিলা-সহ ৬ তৃণমূল কর্মী, অভিযোগ সিপিএমের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে ১টি তাজা বোমা উদ্ধার। এলাকায় আজও ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে বোমার সুতলি, পাথ। দাঁতন ২ নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতে ব্রাহ্মণ খলিশা গ্রামের বুথে তৃণমূলের জয়ের পর হামলার অভিযোগ। হামলা-যোগ অস্বীকার বামেদের।

  • পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরেই ফের দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল কর্মীকে নৃশংস খুন। কুপিয়ে খুন করে পুকুরে দেহ ফেলে দেওয়ার অভিযোগ তৃণমূলের। রায়দিঘির চাঁদপাশা এলাকা থেকে উদ্ধার তৃণমূল কর্মী বিপ্লব হালদারের ক্ষতবিক্ষত দেহ। মথুরাপুর ২ নম্বর ব্লকের কাশীনগর গ্রাম পঞ্চায়েতের চাঁদপাশা এলাকার ১০৫ নম্বর বুথের বাসিন্দা ছিলেন বিপ্লব। এই বুথে বিজেপি প্রার্থী জয়ী হন। অভিযোগ, তারপর থেকেই তৃণমূল কর্মীকে হুমকি দিচ্ছিল বিজেপি। গেরুয়া শিবিরের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। এই নিয়ে পঞ্চায়েত ভোট ঘোষণার পর, বাংলায় ৩৫ দিনে ৪২ জনের মৃত্য়ু হল। 

  • পঞ্চায়েত ভোট মিটতেই কয়লাকাণ্ডে মলয় ঘটককে ফের তলব করল ইডি। জুলাইয়ের তৃতীয় সপ্তাহে রাজ্যের আইন ও শ্রমমন্ত্রীকে দিল্লিতে হাজিরা দিতে নির্দেশ। এর আগে ২০ ও ২৬ জুন তলব করা হয় মলয় ঘটককে। সূত্রের খবর, তিনি চিঠি দিয়ে জানিয়েছিলেন পঞ্চায়েত ভোট নিয়ে ব্যস্ত আছেন, ভোট মিটলে হাজিরা দেবেন। সেই মতোই ফের তলব করা হয়েছে মলয় ঘটককে। ইডি সূত্রে খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সামনে রেখে মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে।

  • বারাসাত ১ নম্বর ব্লকে গণনাকেন্দ্রের মধ্যেই সিপিএমের জেলা পরিষদ প্রার্থী হাবিব আলিকে বেধড়ক মারধরের অভিযোগ ।
    মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি প্রার্থী-সহ সিপিএম কর্মীরা। গতকাল ছোট জাগুলিয়া আইটিআই কলেজে গণনা চলাকালীন এই ঘটনা ঘটেছে। সিপিএমের দাবি, কোটরা ও কদম্বগাছি দুটি গ্রাম পঞ্চায়েতে তারা এগিয়ে থাকায় গণনা কেন্দ্রের মধ্যেই গন্ডগোল শুরু করে তৃণমূল কর্মীরা। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

  • পূর্ব মেদিনীপুরের ময়নার পর কোচবিহারের দিনহাটা। বোমা ফেটে জখম এক কিশোর-সহ দুই। গোসানিমারিতে মাঠের মধ্যে পড়েছিল বোমা। দায়ের আঘাত লাগতেই বিস্ফোরণ ঘটে। আহতদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচাতেও বোমা ফেটে গুরুতর জখম এক। বোমা বিস্ফোরণে হাত উড়ে গিয়েছে এক ব্যক্তির।

  • রাজনৈতিক কন্ট্রোল রুমে বসে যারা দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দিল্লি থেকে ফিরেই ভাঙড় যাওয়ার পথে এই বার্তা দিলেন রাজ্যপাল। তাঁর মতে, গণতন্ত্রের দুই বড় শত্রু হিংসা এবং দুর্নীতি। দুইয়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আহ্বান জানিয়েছেন রাজ্যপাল। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।


  • গভীর রাতে পঞ্চায়েত ভোট গণনার শেষ পর্বে ভাঙড়ে বোমাবাজি, চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক আইএসএফ কর্মীর। গুরুতর আহত আরও এক আইএসএফ কর্মী। পুলিশ সূত্রে খবর, বোমার আঘাতে জখম বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার মাকসুদ হাসান। গুলি লেগেছে তাঁর দেহরক্ষীর পায়ে। 



  • 'ভোট নয়, ভোটের নামে লুঠ হয়েছে'। নির্বাচনের নামে প্রহসন, অভিযোগ শুভেন্দুর। আগামী দিন পশ্চিমবঙ্গকে পথ দেখাবে নন্দীগ্রাম, দাবি বিরোধী দলনেতার।


রাণা দাস, পূর্ব বর্ধমান : নির্বাচনে জিতে গণনাকেন্দ্রের মধ্যেই দলবদল ! সিপিএমের (CPM) টিকিটে জিতে গণনাকেন্দ্রেই তৃণমূলে (TMC) যোগ দেওয়ার কথা জানান, কালনার কাকুরিয়া গ্রাম পঞ্চায়েতের ১৬৯ নম্বর আসনের জয়ী সিপিএম প্রার্থী গীতা হাঁসদা। যদিও বাম দলের পক্ষে অভিযোগ করা হয়, সিপিএম প্রার্থীর সন্তানকে অপহরণ করে দলে যোগ দিতে বাধ্য করিয়েছে শাসকদল। এবিপি আনন্দ-র স্টুডিওতে এসে যে অভিযোগ তোলেন বাম নেতা সায়নদীপ মিত্র। যার পরই শুরু হয় তীব্র রাজনৈতিক তরজা। ঘটনার সত্যতা জানতে ওই প্রার্থীর বাড়িতে হাজির হয়েছিলাম আমরা। 


সেখানে গিয়ে কী দেখা গেল ? পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) জিতে বাড়ি ফিরে রাতের রান্নায় ব্যস্ত গীতা হাঁসদা। তাঁর সাত বছরের ছেলে ও আড়াই বছরের মেয়ে রয়েছে ঘরেই। সিপিএমের টিকিটে জিতে তৃণমূলে যোগ দেওয়ার কথা বললেও তাঁর বাড়ির আশপাশে কোনও তৃণমূল কর্মী-সমর্থক। সন্তানরা বাড়িতে জানানোর পর ভয়ের প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হয়েছিল গীতা হাঁসদাকে। তিনি যে প্রশ্নে উত্তরে জানিয়েছেন, স্বেচ্ছায় দলবদল করেছি। কোনও হুমকি দেওয়া হয়নি।


গুরুতর অভিযোগ নিয়ে সত্যতা নিশ্চিত হতে ফোন করা হয়েছিল কালনার সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক আলিম শেখকে। তাঁর কথায়, 'কোন কারণে দলবদল করেছেন জানা নেই। সিপিএমের হয়ে জিতেছেন, এটাই বড় কথা। আমার কাছে ভয় দেখানো বা অপহরণের কোনও খবর বা অভিযোগ নেই।' 


প্রার্থী বা সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক যখন অভিযোগ নস্যাৎ করছেন। তখনও অবশ্য ভয় দেখানোর অভিযোগ থেকে সরতে নারাজ বাম নেতৃত্ব। এবিপি আনন্দতে গীতা হাঁসদার সাক্ষাৎকার দেখে স্টুডিওতে বসে সায়নদীপ মিত্রের বলেছেন, 'উনি বললেন সার্টিফিকেট আমার কাছে নেই। ওঁদের কাছে আছে। তৃণমূল যে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে, সেটা কাটিয়ে বেরিয়ে আসতে পারছেন না।' যার পাল্টা স্টুডিওতেই হাজির তৃণমূল প্রতিনিধি দেবাংশু ভট্টাচার্য-র বক্তব্য, 'সিপিএম প্যাথলজিক্যাল লায়ার। একের পর এক মিথ্যা বলা ওদের স্বভাব।' এদিকে, কালনার তৃণমূল নেতা চঞ্চল সিংহ রায় বলেছেন, 'উনি (গীতা হাঁসদা) তৃণমূল করতেন। আমাদের দলের সঙ্গে কিছু সমস্যা হওয়ার জন্য উনি সিপিএমের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন, তাই উনি জিতে তৃণমূলে যোগ দিয়েছেন।'


প্রসঙ্গত, কালনার কাকুরিয়া গ্রাম পঞ্চায়েতে ১৮টি আসন। এর মধ্যে ১৭টিতেই জয়ী হয়েছে তৃণমূল। একটিতে জিতেছিল সিপিএম। সেই তাঁকেও দলে টেনে নিল তৃণমূল। আর যাঁর দলবদল ঘিরে চলল তীব্র রাজনৈতিক তরজা।


আরও পড়ুন- হার এড়াতে ব্যালট খেয়ে নিলেন তৃণমূল প্রার্থী ! সিপিএমের অভিযোগে শোরগোল হাবড়ায়


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial