পার্থপ্রতিম ঘোষ ও হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা : সেই মনোনয়ন পর্বের শুরু থেকে ভোট গণনার শেষ, ভাঙড় অশান্তই। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) জেরে শুধু ভাঙড়ে ঝরে গেল আরও প্রাণ। গ্রাম বাংলার ভোটের গণনা পর্বেও অশান্ত থেকেছে ভাঙড়ে ৩ মৃত্যু, আক্রান্ত পুলিশ। সিআইডিকে তদন্তভার রাজ্যের। ভাঙড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ২ আইএসএফ কর্মী, ১ গ্রামবাসীর। গুলিবিদ্ধ বারুইপুরের অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার মাকসুদ হাসান, জখম দেহরক্ষীও। ভাঙড়ে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি হয়েছে।


মনোনয়ন থেকে গণনা, ৩৫ দিনে রাজ্যে ভোট সন্ত্রাসের বলি ৪৭ । গণনা পর্বের শেষে ভাঙড়ে ভোট হিংসার বলি আরও ৩। ভাঙড়ে বোমাবাজি, বেঘোরে প্রাণ গেল গ্রামবাসীর! কাঁঠালিয়া স্কুলে গণনা কেন্দ্রের সামনেই বোমাবাজি, গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ২ আইএসএফ কর্মী হাসান মোল্লা, রেজাউল গাজির। জেলা পরিষদের ভোট গণনাকে কেন্দ্র করে গন্ডগোল শুরু। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ আইএসএফ কর্মীদের। গতকাল রাতভর ভাঙড়ে ব্যাপক বোমাবাজি, চলে গুলিও। গুলিবিদ্ধ হন বারুইপুরের অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার মাকসুদ হাসান।


গুলিবিদ্ধ বারুইপুরের অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার মাকসুদ হাসানের অস্ত্রোপচার হয়েছে। কলকাতার বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করে বের করা হয়েছে বুলেট। জখম পুলিশ অফিসার ও তাঁর দেহরক্ষী মুকুন্দপুরে বেসরকারি হাসপাতালে ভর্তি। দেহরক্ষীর শরীরে কোনও বুলেট আটকে নেই, জানিয়েছেন চিকিৎসকরা।


'পুলিশের উর্দি পরে এসে গুলি চালায় সওকত ও আরাবুলের লোকেরা', অভিযোগ নিহত আইএসএফ কর্মীদের পরিবারের। 'পরিকল্পিত সন্ত্রাস, হামলা চালিয়েছে আইএসএফ', অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূল বিধায়ক সওকত মোল্লার। এদিকে, ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম বলেছেন, 'কাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী না থাকলে মরেই যেতাম, বোমা গুলি নিয়ে হামলা চালিয়েছিল।' সবমিলিয়ে এখনও যথেষ্ট উত্তপ্ত ভাঙড়। আর তার জেরেই ভাঙড়ে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি। 


এদিকে এদিন সকাল থেকেই কাঠালিয়া হাইস্কুল চত্বর থেকে প্রচুর বোমা উদ্ধার করা হয়। পরে সেগুলি নিষ্ক্রিয় করা হয়। এদিন ঘটনাস্থলে যায় রাজ্যের ফরেন্সিক দল।                      


আরও পড়ুন- Durga Puja 2023 : প্রহর গোনার পালা শুরু, পুজোর বাকি ১০০ দিন


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial