সমীরণ পাল: উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) আমডাঙার বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নাকি আইএসএফ জিতেছে, তা নিয়ে তৈরি হল ধোঁয়াশা। তৃণমূল প্রার্থীকে দলের লোকেরাই অপহরণ করেছে বলে অভিযোগ করে তাঁর পরিবার। যদিও ২০ ঘণ্টা নিখোঁজ থাকার পর, ফিরে এসে তৃণমূল প্রার্থীর দাবি, তিনি অপহৃত হননি। ৩৬ ভোটে জেতার পর, আইএসএফের চাপে বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। এর আগে তৃণমূল প্রার্থীর বাবা দাবি করেন, ওই বুথে জিতেছেন আইএসএফ প্রার্থী। তাঁর জয়ের শংসাপত্রে যাতে সই করতে না পারেন, সেই কারণে অশোকনগরের গণনা কেন্দ্র থেকেই তৃণমূল প্রার্থী মহম্মদ ইসমাইল মণ্ডলকে অপহরণ করেছে তাঁর দলের লোকেরা। ফলে ওই বুথে আসল জয় কার, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
উত্তর ২৪ পরগনার হাবড়ায়, গ্রাম পঞ্চায়েতের পরাজিত তৃণমূল প্রার্থীকে আটকে রাখার অভিযোগ ওঠে তাঁরই দলের সদস্য়দের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, বিরোধী প্রার্থীর জয়ের শংসাপত্র পাওয়া আটকে দিতেই, তৃণমূল প্রার্থীকে আটকে রাখা হয়। যদিও ২০ ঘণ্টা পর, তৃণমূল প্রার্থীকে উদ্ধার করে পুলিশ। অন্য়দিকে, ভোটের ফল ঘোষণার পর থেকেই খোঁজ মিলছে না, বীরভূমের মল্লারপুরের জয়ী বিজেপি প্রার্থীর স্বামীর।
ভোটে জিততে, ব্য়ালট ছিনতাই, ব্য়ালটের ওপর কালি ছড়িয়ে দেওয়া জল ঢেলে দেওয়া এমনকী ব্য়ালট খেয়ে ফেলার পর্যন্ত অভিযোগ উঠেছে। এবার,বিরোধী প্রার্থীর জয়ের শংসাপত্র পাওয়া আটকে দিতে, তৃণমূল প্রার্থীকে আটকে রাখার অভিযোগ উঠল তাঁরই দলের বিরুদ্ধে!
উত্তর ২৪ পরগনার হাবড়া ২ নম্বর ব্লকের বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েত থেকে ভোটে দাঁড়িয়েছিলেন, তৃণমূল প্রার্থী মহম্মদ ইসমাইল। কিন্তু ৫৭ নম্বর বুথটি ছিনিয়ে নেয় ISF। তৃণমূল প্রার্থী মহম্মদ ইসমাইলকে ভোটে হারিয়ে দেন ISF প্রার্থী ইসলমাইল মণ্ডল।
নিয়ম অনুযায়ী, বিজয়ী প্রার্থীর সার্টিফিকেটে তাঁর প্রতিদ্বন্দ্বীর সই লাগে। পরিবার অভিযোগ করে, ভোটের রেজাল্টের পর থেকেই অদ্ভূতভাবে উধাও হয়ে যান তৃণমূল প্রার্থী। মঙ্গলবার দুপুরে, তাঁকে শেষবার হাবড়া ২ নম্বর ব্লকের গণনাকেন্দ্র, অশোকনগর সেকেন্ডারি বয়েজ হাইস্কুলে দেখা যায়। তারপর থেকেই আর খোঁজ মিলছিল না বলে দাবি।
পরিবারের অভিযোগ, আইএসএফ প্রার্থীর জয়ের শংসাপত্রে যাতে তৃণমূল প্রার্থী সই করতে না পারে, তাই, তাঁকে অপহরণ করে শাসক দলই। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পুলিশ সূত্রে খবর, প্রায় ২০ ঘণ্টা নিখোঁজ থাকার পর, বুধবার, উত্তর ২৪ পরগনারই গুমা পঞ্চায়েত এলাকায় খোঁজ মেলে তৃণমূল প্রার্থীর।
অন্য়দিকে, ভোটের ফল ঘোষণার পর থেকেই খোঁজ মিলছে না, বীরভূমের মল্লারপুরের জয়ী বিজেপি প্রার্থীর স্বামীর। ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের দক্ষিণগ্রাম পঞ্চায়েতের কুসমি গ্রামে জয়ী হন বিজেপি প্রার্থী সাধনা বাগদী।
পরিবারের দাবি, এর পর, সন্ধে থেকেই নিখোঁজ, তাঁর স্বামী, বিজেপি নেতা প্রভাকর বাগদি। সন্ধেয় বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাতে আর বাড়ি ফেরেননি। নিখোঁজ-রহস্যের নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করে বিজেপি। মল্লারপুর থানায় নিখোঁজ ডায়েরি করে বিজেপি নেতার পরিবার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন