ডমিনিকা: ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট খেলতে এসেছে ভারতীয় ক্রিকেট দল। আগামীকাল থেকে শুরু হতে চলেছে ডমিনিকায় প্রথম টেস্ট। তার আগে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত ২ দলই। দীর্ঘ ১৭ মাস পরে জাতীয় দলে ফিরেছেন অজিঙ্ক রাহানে। আর ক্যারিবিয়ান সফরে টেস্টে তিনিই দলের সহ অধিনায়ক। বিসিসিআইয়ের এক সাক্ষাৎকারে রাহানেকে প্রশ্ন করা হয়েছিল যে জাতীয় দলে তাঁর সঙ্গে যে সতীর্থরা এসেছেন তাঁরা সবাই তরুণ। ঠিক সেই মুহূর্তেই রাহানে বলে ওঠেন ''আমিও এখনও তরুণ, আমাকে রোহিত শর্মা যে দায়িত্ব দেবে, তা আমি পালন করার চেষ্টা করব।'' আর এই কথা শুনেই হেসে গড়াগড়ি খান রোহিত শর্মা। আসলে রাহানের টেস্ট খেলার অভিজ্ঞতা রোহিতের থেকেও বেশি। রাহানের নেতৃত্বে ভারতীয় দল অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাওস্কর ট্রফিও জিতেছে। মাঝে নিজের খারাপ পারফরম্যান্সের জন্য জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন জিঙ্কস। কিন্তু ফের ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে ভাল পারফর্ম করে জাতীয় দলে ফিরেছেন তিনি। তাই রাহানের অভিজ্ঞতা যে টেস্ট সিরিজে কাজে লাগবে তা ভাল করেই জানেন রোহিত। 


 






তিনি নিজেই রাহানেকে এরপর প্রশ্ন করেন, ''ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এর আগেও তুমি খেলেছ, তরুণদের কী পরামর্শ দেবে?'' সেই প্রশ্নের উত্তরে রাহানে বলেন, ''এখানে ধৈর্য্য ধরে ব্যাটিং করা খুব দরকার। মাঠের বাইরে বেশি ফোকাস নয়, খেলাতেই ফোকাস রাখা উচিত এখানে।''


তিনি দায়িত্ব নিতে অভ্যস্ত বলেই স্পষ্ট জানিয়ে দিয়ে রাহানে দাবি করেন তাঁর মধ্যে এখনও অনেক ক্রিকেট অবশিষ্ট রয়েছে। তিনি বলেন, 'আমি এই ভূমিকায় অভ্যস্ত। আমি তো চার-পাঁচ বছর সহঅধিনায়কের দায়িত্ব পালন করেছি। দলে প্রত্যাবর্তন ঘটাতে পেরে এবং সহঅধিনায়কের দায়িত্ব পেয়ে আমি খুবই খুশি। আমার বয়স এখনও কম এবং আমার মধ্যে এখনও অনেক ক্রিকেট অবশিষ্ট রয়েছে। আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে ভালই খেলেছি। নিজের খেলাটা উপভোগ করছি। ভবিষ্যতে কী হবে, তা নিয়ে এখন ভাবতে চাই না। আমার এবং দলের উভয়ের পরিপ্রেক্ষিতেই এখন থেকে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। আমি সেই দিকেই নজর রাখছি।'