অমিত জানা, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipore) নারায়ণগড়ে দিলীপ ঘোষের উদ্দেশে চোর স্লোগান তৃণমূল কর্মীদের। শাসকদলের কটাক্ষের পাল্টা জবাব দিয়েছেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতিও। কেউ বলে থাকলে ঠিক বলেলনি, প্রতিক্রিয়া নারায়নগড়ের তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্টর।    


বিডিও অফিসের সামনে তৃণমূলের ক্য়াম্প দেখতে এসেছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানেই তাঁর উদ্দেশে চোর স্লোগান দিলেন তৃণমূল (TMC) কর্মীরা। অশান্তি এড়াতে মনোনয়ন কেন্দ্রের ১ কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে রাজ্য় নির্বাচন কমিশন (State Election Commission)। কিন্তু, বিজেপির অভিযোগ, নিয়ম ভেঙে নারায়ণগড়ের বিডিও অফিসের ১০০ মিটারের মধ্যে ক্য়াম্প করে মনোনয়নের কাগজ লেখালেখি করে তৃণমূল।


যে প্রসঙ্গে বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, 'এটাই দেখতে এসেছিলাম। নারায়ণগড়ের বেলদাতে যে বিডিও অফিস তার ১০০ মিটারের মধ্যে টিএমসি শয়ে শয়ে লোক ঢুকিয়েছে। সরকার বলছে ১ কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা। তাহলে ১০০ মিটারে লোক ঢোকে কী করে। এটা নির্বাচন কমিশনকে ভাবতে হবে।' পাল্টা নারয়ণগড়ের তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট বলেছেন, 'ভারতীয় জনতা পার্টি তো অভিযোগ করার জন্যই আছে। অভিযোগ করুক আপত্তি নেই। আমরা নির্বাচন কমিশনের নিয়ম নীতি মেনেই সবটা করছি। দিলীপবাবুর ভাগ্য ভালো নারায়ণগড়ে তার লোকেরা পিসসফুলি নমিনেশন দিচ্ছেন। আমরা বলেছি যদি কেউ নমিনেশন দিতে না পারে তাহলে আমাদেরকে বলবেন আমরা তার নমিনেশন দেওয়ার ব্যবস্থা করে দেব।'


এনিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। যদিও নারায়ণগড় ব্লক প্রশাসন সূত্রের দাবি, এনিয়ে প্রশাসনের কাছে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ জমা পড়লে ব্য়বস্থা নেওয়া হবে।                                        


আরও পড়ুন- বাঁশ লাগানো ঝান্ডার ছবি পোস্ট, তৃণমূলকে প্রতিরোধের হুঙ্কার সেলিমের


এদিকে,  কলকাতা হাইকোর্ট প্রাথমিক প্রস্তাব দেয় ১৫ই জুন মনোনয়ন পেশের দিন শুরু,  ২১শে জুন মনোনয়নের শেষ দিন, ২৩শে জুন ক্রুটিনি, ২৬ শে জুন মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১৪ জুলাই নির্বাচন করা হোক।                          


আরও পড়ুন: শেষপাতে সুস্বাদু ডেজার্ট, আম দিয়ে চটজলদি বাড়িতেই তৈরি আইসক্রিম