সঞ্চয়ন মিত্র, কলকাতা : অপেক্ষার পালার অবসান। শেষমেশ বঙ্গে পা রাখল বর্ষা। অবশেষে উত্তরবঙ্গে ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। স্বাভাবিক নিয়মে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে বর্ষা ঢোকে ৭ জুন। কিন্তু নির্ধারিত সময়ের ৫ দিন পরে বর্ষা এলো উত্তরবঙ্গে। এদিন একইসঙ্গে উত্তরবঙ্গ সিকিম এবং বিহারে প্রবেশ করেছে বর্ষা। দিনের বিচারে মাঝে দিনপাঁচেক দেরি হলেও মাঝে রাজ্যজুড়ে যেরকম তাপপ্রবাহের পর্ব চলেছে, তাতেই বঙ্গবাসী কার্যত চাতক পাখির মতোই বৃষ্টির অপেক্ষায় ছিলেন। দক্ষিণবঙ্গেও শুরু হয়ে গিয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। যদিও ঠিক কবে বর্ষার বৃষ্টি শুরু হবে ও তাপের দহন থেকে দক্ষিণবঙ্গবাসী বাঁচবেন, সেটা এখনও নিশ্চিত করেনি আবহাওয়া অফিস।


উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস


আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়।। প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার বেশ কিছু এলাকায়। সঙ্গে দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে।


দক্ষিণে তাপপ্রবাহ, তবে স্বস্তি প্রাক বর্ষার বৃষ্টিতে


উত্তরবঙ্গে স্বস্তির দেখা মিললেও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় তাপপ্রবাহ চলবে। বাকি জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হলেও অস্বস্তি পিছু ছাড়বে না। মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমানে। বাকি জেলাতেও অস্বস্তিকর আবহাওয়া।


দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। এখানে বর্ষা ঢোকার নির্ধারিত সময় ১১ই জুন পার হয়ে গেছে। কবে বর্ষা দক্ষিণবঙ্গে পৌঁছবে এখনও নিশ্চিত নয় আবহাওয়া দফতর। আপাতত দুদিন তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে।


আরও পড়ুন- ভোটের আগেই বজবজে 'বিজয় উৎসব' তৃণমূলের, মনোনয়নের পরই আবীর খেলা, মিষ্টিমুখ


কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।  আজ সকাল থেকেই কলকাতায় হাওয়া বদল হয়েছে। দু'এক পশলা বৃষ্টিও সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিন। আর সন্ধে নামতেই একাধিক জায়গাতে আকাশ কালো করে মেঘের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলেছে কলকাতা সহ সংলগ্ন বেশ কিছু জেলাতে। বেশ কিছু জেলাতে দেখা গিয়েছে ঝড়ও।                                


আরও পড়ুন: শেষপাতে সুস্বাদু ডেজার্ট, আম দিয়ে চটজলদি বাড়িতেই তৈরি আইসক্রিম