সুদীপ চক্রবর্তী, সমীরণ পাল ও বিটন চক্রবর্তী: ভোট মিটেছে। কিন্তু, এক মুহুর্তের জন্য বিরাম নেই সন্ত্রাসের!! দিকে দিকে উঠছে পুনর্নির্বাচনের দাবি। সন্ত্রাস ও ভোটলুঠের অভিযোগে জেলা থেকে কলকাতা, নানা জায়গায় পথে নামল কংগ্রেস। ব্য়ালট বাক্স বদলের অভিযোগে বিজেপির বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নিল পূর্ব মেদিনীপুরের নন্দকুমার। হার নিশ্চিত জেনে নাটক করছে বিরোধীরা, পাল্টা দাবি করেছে তৃণমূল।
কোথাও গাড়ি ভাঙচুর, কোথাও একাধিক বাইকে আগুন। হাসনাবাদে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ উঠেছে। উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থেকে হাওড়ার জগৎবল্লভপুর। ভোটের পরেও এক মুহূর্তের জন্য বিরাম নেই সন্ত্রাসের। আর এর মধ্যেই উঠেছে পুনর্নির্বাচনের দাবি। দিকে দিকে উঠছে পুনর্নির্বাচনের দাবি।
এরই মধ্যে রবিবার, নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর দিনাজপুরের চাকুলিয়া। একদিকে ভোট দিতে না পারা ও অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে ভোট লুঠের জোড়া অভিযোগে পথে নামে বিজেপি। চাকুলিয়ায় ভাঙচুর করা হয় যাত্রিবোঝাই সরকারি বাস। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। উত্তর ২৪ পরগনার হাসনাবাদের আমলানি গ্রাম পঞ্চায়েত। গ্রামবাসীদের অভিযোগ, বুথ দখল করতে আসে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বাইকবাহিনী।
প্রতিরোধের মুখে পড়ে বাইক ফেলে বোমা ছুড়তে ছুড়তে পালিয়ে যায় দুষ্কৃতীরা। বাইকে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। তৃণমূলের বিরুদ্ধে ভোট লুঠ ও পুনরায় নির্বাচনের দাবিতে রবিবার মুর্শিদাবাদের বেলডাঙা থানার সামনে রবিবার বিক্ষোভ দেখায় কংগ্রেস। বিক্ষোভ হঠাতে লাঠিচার্জ করে পুলিশ। সন্ত্রাস ও ভোট লুঠের অভিযোগে দুর্গাপুর থেকে মালদার ইংরেজবাজারে পথে নামে কংগ্রেস। কলকাতাতেও ক্ষোভ উগরে দেন কংগ্রেস নেতা-কর্মীরা।
প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী বলেন, 'এত সন্ত্রাস করছে যাতে লোক ভয় পায়, গণনার সময় আর না যায়। এসব করে লাভ নেই।' ব্য়ালট বাক্স বদলের অভিযোগে বিজেপির বিক্ষোভ ঘিরে, রবিবার সকালে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় পূর্ব মেদিনীপুরের নন্দকুমার।
বাঁকুড়ার ওন্দায় বুথ থেকে স্ট্রং রুমে রাখার মধ্যে ব্যালট বক্স বদলের অভিযোগে সরব হয় বিজেপি। ব্য়ালট বক্স খুঁজে পাওয়া যাচ্ছে না, এই অভিযোগ তুলে মালদায় বিজেপি সাংসদের নেতৃত্বে চলে বিক্ষোভ-কর্মসূচি। বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, 'স্ট্রং রুমে আমরা দেখতে পাই, এখানে নীচের থেকে যে ৮৩ নম্বর বুথের ব্য়ালট বক্স স্ট্রং রুমে পাঠানো হয়েছে, রিসিভ করার পর, কিন্তু তা স্ট্রং রুমে আর আসেনি। পুরোপুরি এখানে ছাপ্পা হচ্ছে, চুরি করা হচ্ছে, ভোট লুঠ করা হচ্ছে। আমরা চাইছি এখানে আবার ভোট হোক।'
পাল্টা বিরোধীদের উপরই সন্ত্রাস করার অভিযোগ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'বিরোধীরাই সন্ত্রাস করেছে। তৃণমূল মারা গেছে। এখন ওরা বুঝে গেছে হারবে তাই বাহানা করছে।' রবিবার, মালদার চাঁচল ২ নম্বর ব্লকের সামসিতে পুনর্নির্বাচনের দাবিতে ইলেকশন অবজার্ভারকে ঘিরে বিক্ষোভ দেখায় সিপিএম ও কংগ্রেস।
পুনর্নির্বাচনের আগে নাকাশিপাড়ায় গুলিও চলে। তৃণমূল-সিপিএম সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। গুলিবিদ্ধ হয় নাকাশিপাড়ার এক সিপিএম কর্মী। গুরুতর জখম অবস্থায় ভর্তি শক্তিনগর জেলা হাসপাতালে।
আরও পড়ুন:নির্দল প্রার্থীর বাড়ির সামনে বন্দুক হাতে দাপাদাপি, ব্যাপক বোমাবাজি সালারে