সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : পঞ্চায়েত ভোটে (Panchayat Elections 2023) হিংসা নিয়ে মুখ খুলে দলেরই সাংসদের রোষে ডেবরার তৃণমূল বিধায়ক। হুমায়ুন কবীরকে (Humayun Kabir) তীব্র আক্রমণ অপরূপা পোদ্দারের। 'ঘরের শত্রু বিভীষণ', এই ভাষাতেই তীব্র আক্রমণ করলেন অপরূপা পোদ্দার (Aparupa Poddar)।


তৃণমূল বিধায়ককে দলেরই সাংসদের আক্রমণ, 'বাম আমলে ভোট হিংসায় মৃত্যু নিয়ে চুপ ছিলেন কেন ? তখন বাঙালি হিসেবে লজ্জিত মনে হয়নি ?' যেখানেই না থেমে অপরূপা পোদ্দার বলেছেন, 'পুলওয়ামা হামলায় জওয়ানদের মৃত্যু নিয়ে চুপ ছিলেন কেন ? তখন ভারতবাসী হিসেবে গর্বিত, না কি লজ্জিত ছিলেন বলেননি কেন ? চন্দননগরের পুলিশ কমিশনার থাকাকালীন কতজনকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছেন?'। ঘরের শত্রু বিভীষণ, দলেরই বিধায়ককে ঝাঁঝাল আক্রমণ তৃণমূল সাংসদ (TMC MP) অপরূপা পোদ্দারের।


পঞ্চায়েত ভোটে (Panchayat Election) সন্ত্রাস নিয়ে গতকাল বিস্ফোরক মন্তব্য করেন ডেবরার তৃণমূল বিধায়ক (TMC) ও প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর (Humayun kabir)। তিনি বলেন, বাঙালি হিসেবে লজ্জিত। প্রতিক্রিয়া প্রাক্তন পুলিশকর্তা হুমায়ুন কবীরের। তিনি বলেছিলেন, 'বাঙালি হিসেবে লজ্জিত, মর্মাহত, মাথা হেঁট হয়ে যাচ্ছে লজ্জায়। আর কতদিন এসব চলবে, যুগের পর যুগ চলে যাচ্ছে, কিন্তু আমরা পাল্টাতে পারছি না। আমি অত্যন্ত ক্ষুব্ধ। ২০০৮ সালে বাম আমলে মুর্শিদাবাদে ভয়াবহ ঘটনা ঘটেছিল, ভয়ঙ্কর নাড়া দিয়েছিল। এই সন্ত্রাসের জন্য দায়ী সব রাজনৈতিক দলগুলি। ২০০৮ সালে দায়িত্বে থাকার সময় বর্ধমানে ব্যাপক তল্লাশি চালিয়েছিলাম' 'প্রচুর অস্ত্র, বোমা উদ্ধার করেছিলাম। অভিষেক বলেছিলেন বিরোধী প্রার্থীরা যেন মনোনয়ন দিতে পারে। আমি নিজে থেকেই বিরোধীদের মনোনয়ন দিয়েছিলাম। এত খুনোখুনি, মারামারি, কেন জিরো করতে পারছি না ? মৃত্যু কাম্য নয়, মৃতের পরিবারই জানেন এটা কতখানি কষ্টকর। পরিস্থিতি সামাল দিতে না পারা কমিশন, প্রশাসন, রাজনৈতিক দলগুলির ব্যর্থতা। ভয়মুক্ত, রক্তহীন নির্বাচন করতে পারলাম না'। 


আর যে মন্তব্য নিয়ে এবার দলেরই মধ্যে তীব্র আক্রমণের মুখে পড়লেন হুমায়ুন কবীর।






 


আরও পড়ুন- ভোটকেন্দ্রের বাইরে কেন্দ্রীয় বাহিনী, ভিতরে রাজ্য পুলিশ, তার মাঝেই হাসিমুখে চলছে ছাপ্পা !


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial