Panchayat Elections 2023 Live Updates: পঞ্চায়েত ভোটে স্পর্শকাতর বুথে থাকবে না কোনও বাড়তি বাহিনী!

WB Panchayat Polls News Live: পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত খবরের আপডেট পেতে চোখ রাখুন।

ABP Ananda Last Updated: 07 Jul 2023 12:36 AM
Panchayat Polls Live News Updates: পঞ্চায়েত ভোটের আগে শুভেন্দু অধিকারীর মুখে ফের নন্দীগ্রামকাণ্ডের প্রসঙ্গ

পঞ্চায়েত ভোটের আগে শুভেন্দু অধিকারীর মুখে ফের নন্দীগ্রামকাণ্ডের প্রসঙ্গ। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে তিনি বলেন, আরেকটা ১৪ মার্চ ঘটাতে চান মমতা বন্দ্যোপাধ্য়ায়। জলপথে সওকত মোল্লা আর শেখ শাহজাহানের বাহিনীকেও আনার ব্যবস্থা হয়েছে। এনিয়ে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল।

Panchayat Polls Live: পঞ্চায়েত ভোটের ২ দিন আগে, ফের মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক দুষ্কৃতীর

পঞ্চায়েত ভোটের ২ দিন আগে, ফের মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক দুষ্কৃতীর। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে ভাবতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামের মাঠের মধ্যে বোমা বাঁধা হচ্ছিল। তখনই বিস্ফোরণ হয়। আজ সকালে বিস্ফোরণস্থল থেকে দুষকৃতী কামাল শেখের ঝলসানো দেহ উদ্ধার করে বেলডাঙা থানার পুুলিশ। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে বোমা তৈরির মশলা।  মৃতের স্ত্রীর দাবি, গতকাল তাঁর স্বামীকে ফোন করে ডাকেন বেলডাঙা ১ নম্বর পঞ্চায়েত সমিতির কংগ্রেস প্রার্থী জুলেখা বিবির স্বামী সাফিজুল শেখ ওরফে চিন্টু। স্বামী জানান, আধঘণ্টা তাঁকে ফোনে পাওয়া যাবে না। মৃতের স্ত্রীর দাবি, তারপর থেকেই ফোন বন্ধ ছিল। আজ সকালে স্বামীর মৃত্যুর খবর পান। তৃণমূলের অভিযোগ, এর আগে মঙ্গলবার রাতে শক্তিপুরে কংগ্রেস প্রার্থীর হয়ে বোমা বাঁধতে গিয়ে জখম হয় দুই কংগ্রেস কর্মী। এবার বেলডাঙাতেও একই ঘটনা। কংগ্রেস সন্ত্রাস তৈরির চেষ্টা করছে বলে দাবি তৃণমূলের। অভিযোগ অস্বীকার কংগ্রেসের। এর আগে ২৪ জুন, এই বেলডাঙাতেই বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয় দুষকৃতী আলিম বিশ্বাসের। পঞ্চায়েত ভোট ঘোষণার পর, গত ২৭ দিনে মৃত্যু হল ১৬ জনের।

Panchayat Polls Live News Updates: বীরভূমের ময়ূরেশ্বরে তৃণমূল প্রার্থীর বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে

বীরভূমের ময়ূরেশ্বরে তৃণমূল প্রার্থীর বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। ডাবুক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী আপেল হক। তাঁর দাবি, গতকাল রাতে প্রচার সেরে ফেরার সময়, তৃণমূল ও সিপিএম কর্মীদের মধ্যে বচসা হয়।  তৃণমূল প্রার্থীর অভিযোগ, তার জেরেই বাড়িতে ঢোকার মুখে তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে সিপিএমের দুষকৃতীরা। প্রাণে মারার চেষ্টা হয়েছে বলে অভিযোগ তৃণমূল প্রার্থী। সিপিএম প্রার্থী সাজিরুল শেখের দাবি, উল্টে তৃণমূল প্রার্থীই বাম কর্মী, সমর্থকদের মারধর করেন।

Panchayat Polls Live: হাওড়ার পাঁচলায় আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

হাওড়ার পাঁচলায় আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। স্থানীয় জুজুরসাহা গ্রাম পঞ্চায়েতের আইএসএফ প্রার্থীর আত্মীয়ের বাড়ি ভাঙচুরের অভিযোগ। ঘটনার পর থেকেই ঘরছাড়া এলাকার একাধিক আইএসএফ কর্মী। আইএসএফের গোষ্ঠীদ্বন্দ্বে এই ঘটনা, পাল্টা দাবি তৃণমূলের।   

Panchayat Polls Live News Updates: কাল বাদে পরশু পঞ্চায়েত ভোট, বাংলা জুড়ে বেলাগাম সন্ত্রাস

কাল বাদে পরশু পঞ্চায়েত ভোট, বাংলা জুড়ে বেলাগাম সন্ত্রাস! কুলপিতে প্রচারে হামলা, আক্রান্ত কংগ্রেস নেতার মৃত্যু। মুর্শিদাবাদের বেলডাঙায় ফের বোমা বাঁধতে গিয়ে মৃত্যু। 
বীরভূমে বিজেপি নেতা তথা নির্দল প্রার্থীর স্বামীর রহস্যমৃত্যু। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে সিপিএম প্রার্থীর উপরে হামলা। জলপাইগুড়িতে বিজেপির জেলা সভাপতির গাড়িতে গুলি। কুলতলিতে তৃণমূলপ্রার্থীকে কোপ, ময়ূরেশ্বর-শীতলকুচিতে বোমাবাজি। বনগাঁয় বিজেপি প্রার্থীর বাড়ির সামনে রজনীগন্ধার মালায় বোমা রেখে হুমকি!

Panchayat Polls Live: ফের উত্তপ্ত ময়নার বাগচা, দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ

ফের উত্তপ্ত ময়নার বাগচা, দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। নিহত বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়ার ছেলেকে মারধর। বিজেপি কর্মী রঞ্জিত ভুঁইয়াকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ
বিজেপির জেলা পরিষদের প্রার্থীকেও মার, ফাটল মাথা। হামলা চালায় বিজেপিই, অভিযোগ অস্বীকার করে দাবি তৃণমূলের

Panchayat Polls Live: পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত চাঁচল

ভোটের আগে উত্তপ্ত চাঁচল, ভোর রাত থেকে ব্যাপক বোমাবাজি। চাঁচল থানার জালালপুর চোখা পাড়া এলাকায় বোমাবাজি। আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, বোমাবাজির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বোমাবাজির সঙ্গে সঙ্গে গুলি চালানোর অভিযোগ। কংগ্রেস কর্মীদের এলাকা ছাড়া করতেই এই বোমাবাজি বলে অভিযোগ।

Panchayat Polls Live News Updates: তৃণমূল-নির্দল প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে রণক্ষেত্র চন্দ্রকোণা

তৃণমূল-নির্দল প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে রণক্ষেত্র চন্দ্রকোণা। বচসা থেকে হাতাহাতি, লাঠি-অস্ত্র নিয়ে একে অপরের উপর চড়াও। পুলিশের সামনেই তৃণমূলের সঙ্গে নির্দল প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

Panchayat Polls Live: দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহারের পর এবার মুর্শিদাবাদে রাজ্যপাল

দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহারের পর এবার মুর্শিদাবাদে রাজ্যপাল। কাল সকালেই সন্ত্রাস বিধ্বস্ত মুর্শিদাবাদ যাচ্ছেন রাজ্যপাল। বহরমপুর, খড়গ্রাম, বেলডাঙা, ডোমকল যাওয়ার কথা রাজ্যপালের খড়গ্রামে মনোনয়নের প্রথম দিনই কংগ্রেস কর্মী খুন বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে ২ দুষ্কৃতীর মৃত্যু। 

Panchayat Polls Live News Updates: উপমুখ্যমন্ত্রীর অফার সত্ত্বেও ছেড়েছি তৃণমূল, দাবি শুভেন্দুর, কটাক্ষ অভিষেকের

উপমুখ্যমন্ত্রীর অফার সত্ত্বেও ছেড়েছি তৃণমূল, দাবি শুভেন্দুর, কটাক্ষ অভিষেকের। 'শুভেন্দু অধিকারী, ৫ লক্ষ টাকায় বিক্রি হয়, তাঁকে আবার কে উপমুখ্যমন্ত্রীর অফার দেবে। নারদ-সারদা থেকে যত কেলেঙ্কারি সবকিছুতে শুভেন্দু অধিকারীর নাম আছে'। শুভেন্দু অধিকারীকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

Panchayat Polls Live: ভোটের একদিন আগে কুলপিতে কংগ্রেস নেতার মৃত্যু

ভোটের একদিন আগে কুলপিতে কংগ্রেস নেতার মৃত্যু। কুলপির দক্ষিণ গাজিপুরে আক্রান্ত কংগ্রেস নেতার মৃত্যু। সোমবার ভোট প্রচারের সময় হামলা, আজ মৃত্যু। তৃণমূলের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ কংগ্রেসের। নির্দল প্রার্থীর হয়ে প্রচারের সময় কংগ্রেস নেতার উপর হামলা। পরশু পঞ্চায়েত ভোট, ২৮দিনে রাজ্য জুড়ে ১৭জনের মৃত্যু!

Panchayat Polls Live News Updates: বীরভূমের মহম্মদবাজারের সারেন্ডা গ্রামে নির্দল প্রার্থীর স্বামীর রহস্যমৃত্যু

বীরভূমের মহম্মদবাজারের সারেন্ডা গ্রামে নির্দল প্রার্থীর স্বামীর রহস্যমৃত্যু। প্রার্থী ছবি মাহারার স্বামী দিলীপ মাহারা বিজেপির বুথ সহ-সভাপতি। বাড়ির কাছে মাঠ থেকে উদ্ধার হল ক্ষতবিক্ষত দেহ। গ্রামবাসীদের দাবি, দেহের কাছেই পড়েছিল গুলির খোল। মৃতের নাম দিলীপ মাহারা। তাঁর স্ত্রী বিক্ষুব্ধ তৃণমূল কর্মী ছবি মাহারা। এবার টিকিট না পেয়ে হিংলো গ্রাম পঞ্চায়েতে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। অভিযোগ, মনোনয়ন তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিল তৃণমূল। হুমকিও দেওয়া হয়। পুলিশকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। পরিবারের দাবি, এর মধ্যেই গতকাল সন্ধে থেকে নিখোঁজ হয়ে যান নির্দল প্রার্থীর স্বামী। আজ সকালে তাঁর দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দোষীদের শাস্তির দাবিতে দেহ আটকে বিক্ষোভ বিজেপির। প্রায় ১০ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে ওঠে বিক্ষোভ

Panchayat Polls Live: তৃণমূল-বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত ময়না

তৃণমূল-বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত ময়না . বাকচায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, বেশ কয়েকজন আহত

Panchayat Polls Live News Updates: পঞ্চায়েত ভোটে স্পর্শকাতর বুথে থাকবে না কোনও বাড়তি বাহিনী

পঞ্চায়েত ভোটে স্পর্শকাতর বুথে থাকবে না কোনও বাড়তি বাহিনী! এত হিংসা, তাও মাত্র ৮ শতাংশ স্পর্শকাতর বুথে থাকবে না বাড়তি বাহিনী । 'প্রতি বুথে একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সঙ্গে একজন রাজ্যের সশস্ত্র পুলিশ'। ৬১ হাজার ৬৩৬টি বুথে একজন জওয়ানের সঙ্গে একজন সশস্ত্র রাজ্য পুলিশ। 'ভোটের লাইন ঠিক করার জন্য থাকবে একজন লাঠিধারী সিভিক ভলান্টিয়ার'

Murshidabad News: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে সিপিএম প্রার্থীর উপর হামলা, বিক্ষোভ বাম-কংগ্রেসের

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে সিপিএম প্রার্থীর উপর হামলা। আহত অবস্থায় মির্জাপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রার্থী বদর শেখকে নিয়ে আসা হল । জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। সকালে বাড়ির কাছে সিপিএম প্রার্থীর উপর হামলা করা হয় বলে অভিযোগ। প্রতিবাদে রঘুনাথগঞ্জ থানার সামনে বিক্ষোভ বাম-কংগ্রেসের।

Calcutta High Court: মেদিনীপুরে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, নির্দেশ হাইকোর্টের, শুভেন্দুর আবেদনে রায়

পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, ভোটের ২ দিন আগে নির্দেশ হাইকোর্টের। কোথাও অতিরিক্ত বাহিনী প্রয়োজন হলে তার ব্যবস্থা করতে হবে, নির্দেশ প্রধান বিচারপতির। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে কমিশনকে, নির্দেশ প্রধান বিচারপতির। বাহিনীর নোডাল অফিসার, আইজি.বিএসএফের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলাকে স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছে, মন্তব্য প্রধান বিচারপতির।
সবটা নয়, কিছু জায়গা স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছে,জানাল কমিশন। 

Panchayat Polls Live News Updates: রাজ্যপাল বিজেপি-র দালাল, এজেন্ট, কটাক্ষ তৃণমূলের

রাজ্যপাল বিজেপি-র দালাল, এজেন্ট। সাংবিধানিক পদে থেকে বিজেপি-র হয়ে প্রচার করছেন। জগদীপ ধনকড়কে টেক্কা দিতে চাইছেন, যাতে বড় পদ পাওয়া যায়। কমিশনকে আক্রমণ করায় রাজ্যপালকে নিশানা তৃণমূলের।

CV Ananda Bose: পঞ্চায়েত ভোটে রাজ্যের গণতন্ত্রকে খুন করা হয়েছে। খুনি কে? আপনার জানা উচিত, রাজীবকে নিশানা রাজ্যপালের

'পঞ্চায়েত ভোটে রাজ্যের গণতন্ত্রকে খুন করা হয়েছে। খুনি কে? রাজ্য নির্বাচন কমিশনার আপনার জানা উচিত। ভোটের সময় আপনি মানুষের জীবনের রক্ষাকর্তা। শান্তিপূর্ণ নির্বাচন করতে আপনাকে সব ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে। তারপরেও অবাধে হিংসা হচ্ছে, রক্ত ঝরছে, প্রাণহানি হচ্ছে।
ক্যানিং, ভাঙড়, কোচবিহার, মুর্শিদাবাদ, সর্বত্র একই ছবি। বাংলার পরিস্থিতি দেখলে শেক্সপিয়রও বলতেন, 'নরকে শূন্য, সব শয়তান এখানে', রাজ্য নির্বাচন কমিশনারকে তীব্র ভর্ৎসনা রাজ্যপালের।

CV Ananda Bose: এতগুলি মৃত্যুর দায় কার? নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে, বললেন রাজ্যপাল

'আগুন নিয়ে খেলা চলছে, মানুষের জীবন নিয়ে খেলা চলছে। মানুষের চোখের জল দেখেছি, শিশুরা কাঁদছে। মানুষের রক্ত দিয়ে রাজনৈতিক হোলি খেলা বন্ধ হোক। ভাঙড়, কোচবিহার, পুরুলিয়া, বাসন্তীর ঘটনার দায় কার। এতগুলি মৃত্যুর দায় কার? নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে', বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Suvendu Adhikari: তৃণমূলের দিদিকে বলোর ফোন নম্বর কেন সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচিতে ব্যবহার? আদালতে শুভেন্দু

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে হাইকোর্টে মামলা শুভেন্দুর। একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে মামলা বিরোধী দলনেতার। 'তৃণমূলের দিদিকে বলোর ফোন নম্বর কেন সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচিতে ব্যবহার? দলের কর্মসূচির ফোন নম্বর কেন সরকারি কর্মসূচিতে ব্যবহার? রাজনৈতিক দলের নম্বর সরকার কীভাবে ব্যবহার করছে?', প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ শুভে।  'জলপাইগুড়ির তৃণমূল নেতার বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ সত্ত্বেও পদক্ষেপ করেনি কমিশন', হাইকোর্টে অভিযোগ বিরোধী দলনেতার। 

Malda News: ভোটের আগে উত্তপ্ত চাঁচল, ভোর রাত থেকে ব্যাপক বোমাবাজি

ভোটের আগে উত্তপ্ত চাঁচল, ভোর রাত থেকে ব্যাপক বোমাবাজি। চাঁচল থানার জালালপুর চোখা পাড়া এলাকায় বোমাবাজি। আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, বোমাবাজির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বোমাবাজির সঙ্গে সঙ্গে গুলি চালানোর অভিযোগ। কংগ্রেস কর্মীদের এলাকা ছাড়া করতেই বোমাবাজি বলে অভিযোগ। 

Chinsurah News: আলো নিভিয়ে চুঁচুড়ায় সিপিএম প্রার্থীর বাড়িতে বোমাবাজি!

গভীর রাতে রাস্তার আলো নিভিয়ে চুঁচুড়ায় সিপিএম প্রার্থীর বাড়িতে বোমাবাজি। ভাঙল জানলার কাচ। সৌজন্য দেখাতে সকালে বাম প্রার্থীর বাড়িতে গেলেন তৃণমূলের জেলা পরিষদ প্রার্থী। চুঁচুড়ার কোদালিয়া ২ নম্ব র গ্রাম পঞ্চায়েতে সিপিএমের প্রার্থী কল্পনা মজুমদার। অভিযোগ, গতকাল রাত আড়াইটে নাগাদ রাস্তার আলো নিভিয়ে সিপিএম প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে বাইক আরোহী দুষকৃতীরা। আতঙ্কিত সিপিএম প্রার্থী ও তাঁর পরিবার। সিপিএমের অভিযোগ, হারবে জেনে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল। সিপিএম প্রার্থীর বাড়িতে সৌজন্য দেখাতে গেলেও তৃণমূলের জেলা পরিষদ প্রার্থীর দাবি, প্রচার পেতেই এই নাটক।  


 

Birhum News: বীরভূমে নির্দল প্রার্থীর স্বামীর রহস্যমৃত্যু, পুলিশকে ঘিরে বিক্ষোভ

বীরভূমের মহম্মদবাজারের সারেন্ডা গ্রামে নির্দল প্রার্থীর স্বামীর রহস্যমৃত্যু। বাড়ির কাছে মাঠ থেকে উদ্ধার হল ক্ষতবিক্ষত দেহ। গ্রামবাসীদের দাবি, দেহের কাছেই পড়েছিল গুলির খোল। মৃতের নাম দিলীপ মাহারা। তাঁর স্ত্রী বিক্ষুব্ধ তৃণমূল কর্মী ছবি মাহারা
এবার টিকিট না পেয়ে হিংলো গ্রাম পঞ্চায়েতে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। অভিযোগ, মনোনয়ন তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিল তৃণমূল। হুমকিও দেওয়া হয়। পুলিশকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। পরিবারের দাবি, এর মধ্যেই গতকাল সন্ধে থেকে নিখোঁজ হয়ে যান নির্দল প্রার্থীর স্বামী। আজ সকালে তাঁর দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। 

Bhangar News: ভাঙড়ের চণ্ডীর হাট থেকে ৯টি তাজা বোমা সমেত ৩ জন আইএসএফ কর্মীক গ্রেফতার

পঞ্চায়েত ভোটের ২ দিন আগে, ভাঙড়ের চণ্ডীর হাট থেকে ৯টি তাজা বোমা সমেত ৩ জন আইএসএফ কর্মীকে গ্রেফতার করল কাশীপুর থানার পুলিশ। পুলিশের দাবি, ভাঙড়ে মনোনয়ন পর্বে যে হিংসার ঘটনা ঘটেছিল, ধৃতরা সেই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত ছিল। মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে সকাল থেকে কাশীপুর থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন আইএসএফ নেতা, কর্মীরা। 


 

Sitalkuchi News: কোচবিহারের শীতলকুচিতে তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে বোমাবাজি

কোচবিহারের শীতলকুচিতে তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে বোমাবাজি। অভিযোগের তির কংগ্রেসের দিকে। শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রার্থী হয়েছেন ফজিলা বিবি। অভিযোগ, গতকাল রাতে তাঁর বাড়ির সামনে পরপর ৫টি বোমা ছোড়ে দুষকৃতীরা। ৪টি বোমা ফাটলেও, পরে এলাকা থেকে একটি তাজা বোমা উদ্ধার করে শীতলকুচি থানার পুলিশ। বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস।


 

Jalpaigurui News: মাঝরাতে জলপাইগুড়িতে বিজেপি জেলা সভাপতির গাড়ি লক্ষ্য করে গুলি ও পাথর ছোড়ার অভিযোগ

প্রচার শেষের আগের দিন, মাঝরাতে জলপাইগুড়িতে বিজেপি জেলা সভাপতির গাড়ি লক্ষ্য করে গুলি ও পাথর ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের দুষকৃতীদের বিরুদ্ধে। গতকাল রাত ১২টা নাগাদ শহর মণ্ডল সভাপতি স্বপন দত্তকে নিয়ে প্রচার সেরে ফিরছিলেন বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী। অভিযোগ, জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় হেলমেট পরা দুই বাইক আরোহী। চালকের পাশের আসনে বসেছিলেন বিজেপি জেলা সভাপতি। গাড়ির সামনের কাচ ও সামনে বাঁ দিকের দরজার কাচে গুলি লাগে। পাথর ছুড়ে গাড়ির পিছনের কাচও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। কোতয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। 

Birbhum News: বীরভূমের মহম্মদবাজারের সারেন্ডা গ্রামে নির্দল প্রার্থীর স্বামীর রহস্যমৃত্যু

বীরভূমের মহম্মদবাজারের সারেন্ডা গ্রামে নির্দল প্রার্থীর স্বামীর রহস্যমৃত্যু। বাড়ির কাছে মাঠ থেকে উদ্ধার হল ক্ষতবিক্ষত দেহ। গ্রামবাসীদের দাবি, দেহের কাছেই পড়েছিল গুলির খোল। মৃতের নাম দিলীপ মাহারা। তাঁর স্ত্রী বিক্ষুব্ধ তৃণমূল কর্মী ছবি মাহারা
এবার টিকিট না পেয়ে হিংলো গ্রাম পঞ্চায়েতে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। অভিযোগ, মনোনয়ন তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিল তৃণমূল। হুমকিও দেওয়া হয়। পুলিশকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। পরিবারের দাবি, এর মধ্যেই গতকাল সন্ধে থেকে নিখোঁজ হয়ে যান নির্দল প্রার্থীর স্বামী। আজ সকালে তাঁর দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধার গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

Murshidabad News: মুর্শিদাবাদে সিপিএম প্রার্থী ও তাঁর ছেলেকে বাড়িতে ঢুকে কোপানোর অভিযোগ

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে সিপিএম প্রার্থী ও তাঁর ছেলেকে বাড়িতে ঢুকে কোপানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মির্জাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী বদর শেখ। অভিযোগ, আজ সকালে তাঁর বাড়িতে চড়াও হয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে তৃণমূলের দুষকৃতীরা। বাধা দিতে এলে আক্রান্ত হন সিপিএম প্রার্থীর ছেলেও। জখম সিপিএম প্রার্থীকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। 


 

Kultali News: ভোটার স্লিপ না নেওয়ার  জন্য তৃণমূল কর্মীর উপর ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ

ভোটার স্লিপ না নেওয়ার  জন্য তৃণমূল কর্মীর উপর ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ সিপিআইএম ও বিজেপির বিরুদ্ধে।  কুলতলি থানার কুন্দখালী গোদাবর এলাকার ঘটনা। বাবাকে বাঁচাতে গেলে আক্রান্ত হন ছেলে।

Ashoknagar News: অশোকনগরে বিজেপি প্রার্থীর বাড়িতে ঢুকে হামলা, কোপানোর অভিযোগ

প্রচার সেরে বাড়ি ফিরে খেতে বসেছিলেন বিজেপি প্রার্থী। অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে মাথায় বন্দুকের বাঁট দিয়ে মেরে প্রথমে মাথা ফাটিয়ে দেয়, এরপর ধারাল অস্ত্র দিয়ে তাঁকে কোপায়। বিবস্ত্রও করে দেওয়া হয় বিজেপি প্রার্থীকে। বাধা দিতে গেলে তাঁর স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ। অশোকনগরের বিড়া রাজীবপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী শ্যামল দাস হাসপাতালে ভর্তি। অশোকনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল। 


 

Murshidabad News: পঞ্চায়েত ভোটের ২ দিন আগে বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে মৃত্যু এক দুষ্কৃতীর

পঞ্চায়েত ভোটের ২ দিন আগে, ফের মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক দুষ্কৃতীর। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে ভাবতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামের মাঠের মধ্যে বোমা বাঁধা হচ্ছিল। তখনই বিস্ফোরণ হয়। আজ সকালে বিস্ফোরণস্থল থেকে দুষ্কৃতী কামাল শেখের ঝলসানো দেহ উদ্ধার করে বেলডাঙা থানার পুুলিশ। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল বোমা তৈরির মশলা। মৃত দুষ্কৃতী মহেশপুরেরই বাসিন্দা। কতজন মিলে বোমা বাঁধছিল, কে বা কারা বোমা বাঁধার বরাত দিয়েছিল, খতিয়ে দেখা হচ্ছে।

Jalpaiguri News: মাঝরাতে জলপাইগুড়িতে বিজেপি জেলা সভাপতির গাড়ি লক্ষ্য করে গুলি ও পাথর ছোড়ার অভিযোগ

প্রচার শেষের আগের দিন, মাঝরাতে জলপাইগুড়িতে বিজেপি জেলা সভাপতির গাড়ি লক্ষ্য করে গুলি ও পাথর ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের দুষকৃতীদের বিরুদ্ধে। গতকাল রাত ১২টা নাগাদ শহর মণ্ডল সভাপতি স্বপন দত্তকে নিয়ে প্রচার সেরে ফিরছিলেন বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী। অভিযোগ, জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় হেলমেট পরা দুই বাইক আরোহী। চালকের পাশের আসনে বসেছিলেন বিজেপি জেলা সভাপতি। গাড়ির সামনের কাচ ও সামনে বাঁ দিকের দরজার কাচে গুলি লাগে। পাথর ছুড়ে গাড়ির পিছনের কাচও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। কোতয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


 

Abhishek Banerjee: আগে চোর চুরি করে জেলে যেত, এখন বিজেপিতে যায়, আক্রমণে অভিষেক

দুর্নীতি ইস্যুতে কালনার সভা থেকে বিজেপিকে নিশানা অভিষেকের। কালনার প্রাক্তন বিধায়ক ও বিজেপি নেতা বিশ্বজিৎ কুণ্ডুকে আক্রমণ অভিষেকের। "আগে চোর চুরি করে জেলে যেত, এখন বিজেপিতে যায়। কালনার প্রাক্তন বিধায়ক নিজেই বলেছেন, কতজনকে চাকরি দিয়েছেন। কতবার ইডি-সিবিআই ডেকেছে তাঁকে?" আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রেক্ষাপট

১। রুখতে হবে ভোট লুঠ (Panchayat Elections 2023)। বিরোধীদের একসঙ্গে প্রতিরোধ গড়ে তোলার ডাক শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। হতাশা থেকে মন্তব্য, কটাক্ষ কুণাল ঘোষের। আঠেরোয় তৃণমূলের ভোট লুঠের নায়ক তো ছিলেন শুভেন্দুই, মন্তব্য সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty)।

২। ভোট-হিংসা থেকে রেহাই নেই সকুল পড়ুয়ারও! দেগঙ্গায় বাবার সামনেই একাদশ শ্রেণির ছাত্রকে বোমা মেরে খুন। গ্রেফতার ৫। অভিযুক্তদের বাড়ি ভাঙচুর, আগুন। (Panchayat Elections 2023 Live Updates)

৩। তৃণমূল (TMC) কর্মীদের লক্ষ্য করে বোমা। অভিযোগ সিপিএম (CPM)-আইএসএফ (ISF) সমর্থিত নির্দলদের বিরুদ্ধে। মৃত্যু স্কুলছাত্রের। শাসক-দ্বন্দ্বের জের, দাবি অভিযুক্তদের। (WB Panchayat Polls News Live)

৪। সুতিতে তৃণমূল-কংগ্রেস সংঘর্ষ। রানাঘাটে নির্দল প্রার্থীর বাড়িতে হামলা। মানিকচকে তৃণমূল-নির্দল সংঘর্ষ।

৫। অশান্তি অব্যাহত কোচবিহারে। দিনহাটায় আক্রান্ত সিপিএম। প্রার্থী-কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, বোমাবাজি-গুলি। শীতলকুচিতে আক্রান্ত নির্দল।

৬। ভয়েই আছে ভাঙড়। পোলেরহাটে নির্দল প্রার্থীর বাড়িতে হামলা, কোপানোর অভিযোগ। ভোগালি-কুলপিতেও আক্রান্ত আইএসএফ।

৭। তিহাড় জেলে বন্দি অনুব্রত, এবার মদনের মুখে গুড়-বাতাসা! "কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ঝগড়া করবেন না, ওরা যদি খেতে চায় বাতাসা-জল দেবেন", বললেন মদন মিত্র।

৮। বাংলায় ধ্বংস গণতন্ত্র। ভোটে নিরপেক্ষ হয়ে কাজ করুন। কাঁথিতে ভিন্ রাজ্যের বাহিনীকে সামনে পেয়ে আবেদন শুভেন্দুর। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। (BJP)

৯। ভোটের বাকি আর ২দিন, এখনও বাহিনী নিয়ে ধোঁয়াশা! এখনও রাজ্যে আসেনি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কীভাবে হাফ সেকশন বাহিনী ব্যবহার? স্পষ্ট করল না কমিশন!

১০। ভোটের মুখে ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে আরেক তৃণমূল নেতাকে এনআইএ তলব। পটাশপুরের ২ নম্বর ব্লক কমিটির সাধারণ সম্পাদককে আজ হাজিরার নির্দেশ।


১১। ভোট না দিলে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার, হুমকি একের পর এক শাসক নেতার। পরিষেবায় অসুবিধা হলে আমাকে জানান, আশ্বাস অভিষেকের। রাজ্য প্রশাসনের উনি কে? কটাক্ষ বিরোধীদের।

১২। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একসুরে সুকান্ত-শুভেন্দুকে আক্রমণে অভিষেক। বললেন, "সুকান্ত-শুভেন্দুর মধ্যে কে বেশি মিথ্যে কথা বলবে, তার প্রতিযোগিতা চলছে।"

১৩। এক দফাতেই রাজ্যে পঞ্চায়েত ভোট। পর্যাপ্ত বাহিনী পাচ্ছে কমিশন, দফা বাড়ানোর আবেদন গুরুত্বহীন, অধীরের আর্জি খারিজ করে জানাল হাইকোর্ট।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.