প্রদ্য়োৎ সরকার, নদিয়া: পঞ্চায়েতের পুনর্নির্বাচনের (Panchayat Election) দিন, নদিয়ার ধুবুলিয়ায় উদ্ধার হল বিজেপি প্রার্থীর (BJP) নিখোঁজ দেওরের পচাগলা দেহ। খুনের অভিযোগ তুলে ধুবুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। সিবিআই (CBI) তদন্তেরও দাবি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে রাজ্য় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপি কর্মীরা। সাড়ে ৬ ঘণ্টা পর দেহ উদ্ধার।
- চাপড়া: ০৮.০৭.২৩
- কৃষ্ণনগর: ১০.০৭.২৩
- ধুবুলিয়া: ১০.০৭.২৩
ব্যাপক উত্তেজনা : ক্রমেই লম্বা হচ্ছে মৃত্যুর তালিকা। এবার বিজেপি প্রার্থীর নিখোঁজ দেওরের পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা নদিয়ার (Nadia) ধুবুলিয়ায়। পুনর্নির্বাচনের দিন সকালে পণ্ডিতপুর গ্রামের একটি পাট খেত থেকে উদ্ধার দেহ। প্রতিবাদে রাজ্য় সড়ক অবরোধ বিজেপির (BJP)।
বৌদির হয়ে প্রচারে বেরিয়ে নিখোঁজ: পুলিশকে দেহ উদ্ধারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। মৃতের নাম অষ্ট মণ্ডল (৩৭)। তিনি, বাহাদুরপুর পঞ্চায়েতের বিজেপি প্রার্থী সঙ্গীতা মণ্ডলের দেওর। পরিবার সূত্রে খবর, ভোটের আগে ৫ তারিখ বৌদির হয়ে প্রচারে বেরিয়ে নিখোঁজ হয়ে যান অষ্ট। পরের দিন থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।
সোমবার সকালে গ্রাম থেকে বেশ কিছুটা দূরে, পাট খেতের মধ্য়ে, তাঁর পচাগলা মৃতদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। তৃণমূলের (TMC) বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে সিবিআই তদন্ত দাবি করেছে পরিবার। ধুবুলিয়া থানায় দায়ের হয়েছে অভিযোগ।
ঘটনার প্রতিবাদে ও পুলিশ কুকুর এনে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে, রাজ্য় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে এলেও বাধার মুখে দেহ উদ্ধার করতে পারেনি পুলিশ। পরে আনা হয় পুলিশ কুকুর। দফায় দফায় পরিবার ও বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর, বেলা সাড়ে ১২টা নাগাদ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন