সুকান্ত দাস, দক্ষিণ ২৪ পরগনা: নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই লাগাতার অশান্তি, হিংসা। প্রচারের শেষ দিনেও সেই ধারা অব্যাহত। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas News) কুলতলিতে (Kultali News) ধারাল অস্ত্র দিয়ে তৃণমূলকর্মীকে কোপানোর অভিযোগ উঠল। বাবাকে বাঁচাতে গিয়ে আক্রমণের শিকার হলেন ছেলেও। অভিযুক্ত সিপিএম এবং বিজেপি। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। (Panchayat Elections 2023)


তৃণমূলকর্মী অময় সর্দারের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ


কুলতলি থানার অন্তর্গত কুন্দখালি গোদাবর এলাকার ঘটনা। সেখানে তৃণমূলকর্মী অময় সর্দারের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠছে। আক্রান্ত হয়েছেন তাঁর ছেলে বিশ্বজিৎ সর্দার। বুধবার রাতে তাঁদের উপর হামলা হয় বলে অভিযোগ। আক্রান্ত অবস্থায় দু'জনকেই হাসপাতালে ভর্তি করা হয়। ছেলেকে ছেড়ে দেওয়া হলেও, এখনও হাসপাতালে চিকিৎসাধীন বাবা। তাঁর অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।


পরিবার সূত্রে জানা গিয়েছে, ভোটার স্লিপ নিয়ে ঝামেলার সূত্রপাত। আক্রান্তদের পরিবারের দাবি, সিপিএম এবং বিজেপি-র লোকজন বাড়িতে ভোটার স্লিপ দিতে এসেছিল। কিন্তু তাঁরা নিতে রাজি হননি। তাতে হুমকি দেওয়া হয়েছিল আগেই। রাতের অন্ধকারে শেষ মেশ হামলা চালানো হয়। ধারাল অবস্থায় কোপানো হয় বাবা এবং ছেলেকে। 


আরও পড়ুন: Rujira Banerjee: ED-র নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেকপত্নী, বিদেশযাত্রায় অনুমতি চেয়ে আবেদন রুজিরার


পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে বাড়ি থেকে বেরোতেই অময়ের উপর ধারাল অস্ত্রের কোপ এসে পড়ে। সেই সময় বাইরে থেকে বাড়ির পথে আসছিলেন ছেলে বিশ্বজিৎ। বাবার উপর হামলা হতে দেখে ছুটে আসেন তিনি। তাতে তাঁর উপরও চড়াও হয় হামলাকারীরা। ধারাল অস্ত্রের কোপ এসে পড়ে তাঁর উপরও। প্রায় ছয়-সাত জনের একটি দল হামলা চালায় বলে অভিযোগ।


বাম-বিজেপির প্রতিক্রিয়াও মেলেনি এখনও পর্যন্ত


সেই অবস্থায় কোনও রকমে চিৎকার করে ওঠেন অময় এবং বিশ্বজিৎ। তাতে পরিবার এবং পাড়া-প্রতিবেশিরা ছুটে আসেন। তাঁরা পৌঁছলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় ওই দু'জনকে উদ্ধার করে কুলতলি জামতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ছেলে বিশ্বজিৎকে। এখনও হাসপাতালে চিকিৎসাধীন অময়। এই ঘটনায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত কুলতলি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি। এই ঘটনায় এখনও পর্যন্ত বাম-বিজেপির প্রতিক্রিয়া মেলেনি।